![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের শুক্লপক্ষে ব্যস্ততা বাড়ে,
যেতে দেয় না অপেক্ষমান মানুষটির কাছে
হারাতে থাকে ছোট ছোট স্বপ্ন।
গল্প গুটিয়ে নেয় তার হাত
হারিয়ে যায় সব কথা
আবছা হয়ে যায় সেই মুখ।
অচেনা একটা ঘোরের মাঝে
আমাদের ব্যস্ততা বাড়ে
যেতে দেয় না অপেক্ষমান মানুষটির কাছে।
৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৯
আনিসা নাসরীন বলেছেন: এতোটুকুই
২| ৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৬
চিন্তিত নিরন্তর বলেছেন: ভালো লাগল কথা গুলো
৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫০
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ
৩| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ২:৪২
রক্তিম দিগন্ত বলেছেন:
ব্যস্ততা টা কিসের?
সাধারণ ব্যস্ততা আর না এটা, মনের হরেক রকম ব্যস্ততার কোন একটা।
এই মনের হরেক রকম ব্যস্ততাই অপেক্ষমাণ মানুষের কাছে যেতে দেয় না।
কবিতা অতটা ভাল লাগেনি পড়তে। তবে, মূলভাবটা বেশ চমৎকৃত করেছে। +
০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৬
আনিসা নাসরীন বলেছেন: রক্তিম, অনেক ধন্যবাদ আপনাকে।
মনের ব্যস্ততাই এটা। কাছে না যেতে যাওয়ার বাহানাও হতে পারে হয়তো।
ভালো লেখার চেষ্টা করে যাবো।
৪| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৪৯
ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত!
২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৫
ঋতো আহমেদ বলেছেন: এখানেই শেষ? নাকি কবিতাটির বাকী অংশ আরও আছে?