![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ তুমি কোথাও যেওনা
এখানে থাকো
আমার পাশেই
ধুম জ্বরে পুড়ছি আমি
চোখে যেন আগুন হলকা
হাতটা ধরো
আজ তুমি কোথাও যেও না
আজ তুমি আমার থেকো।
ঝাপসা হচ্ছি
তোমার ঘ্রাণ পাচ্ছি
সেই প্রিয় টান
নেশা হচ্ছে
তুমি যেও না
খুব কাছে থাকো
আজ তুমি কোথাও যেওনা
আজ তুমি আমার থেকো।
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৭
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ ভ্রমর আপনাকে।
২| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৫
মাহির মুনিম বলেছেন: ভালো লাগলো।
২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৪
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ মুনিম আপানকে।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৬
ভ্রমরের ডানা বলেছেন: বেশ ভাল লাগল!