নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

ভালো থাকুক, যত্নে থাকুক আপনার ভালবাসা

১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

কেউ কথা রাখেনি বলে সে কথা রাখবেনা ব্যাপারটা তেমনটা নয়,
ব্যপারটা হলো তাকে কাছে আসার সুযোগটা আপনি করে দিবেন নাকি।
সে কথা রাখতেও পারে।

সবাই তো আর কাপুরুষ হয় না।
কেউ কথা রাখার যোগ্যতা নিয়েও জন্মায়।
তাকে সেই কাপুরুষগুলোর সাথে জড়িয়ে মাপবেন না।

ভালো থাকুক, যত্নে থাকুক আপনার ভালবাসা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:
প্রেমের কোন প্রাচীর নেই, দুয়ার খোলাই থাকে। যে প্রেম প্রাচীরগাত্র তলে চুম্বক খেলে, তার বলরেখায় বিকর্ষ ধর্ম! সে প্রেম নয়, অন্য কোন মোহ।

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৯

আনিসা নাসরীন বলেছেন: ভালো থাকুক, যত্নে থাকুক সবার ভালবাসা।

২| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: আনিসা নাসরীন ,



ভালোবাসাকে তো যত্নেই রাখতে হয় ! ওর মূল্য যে অসীম !
অবশ্য "ভালোবাসা" কি তা জানে কয়জনা ? যারা জানে তারা যত্নেই রাখে । কাপুরুষের মতো ছেড়ে যায় না ।

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৫

আনিসা নাসরীন বলেছেন: যারা জানে না তাদের বলার কিছু নেই। যারা এই কাপুরুষদের ভালবাসা আকড়ে ধরে রাখে লেখাটা তাদের জন্য।

আপনাকে ধন্যবাদ আহমেদ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২৮

ঋতো আহমেদ বলেছেন: বুঝতে পারছি না কথাগুলো কাকে উদ্দেশ্য করে বললেন । নারীদেরকে? নাকি নিজেকেই?

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৭

আনিসা নাসরীন বলেছেন: কথাগুলো সবার জন্য যারা ভালবাসার দাম বোঝে।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

মেহ্‌নাজ আলতাফ বলেছেন: ভালো থাকুক, যত্নে থাকুক আপনার ভালবাসা। well said! :)

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৯

আনিসা নাসরীন বলেছেন: আপনাকে ধন্যবাদ।

যত্নে থাকুক সবার ভালবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.