নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

যে চিঠি হয়নি দেওয়া - ২

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২০

তোমার কথা ভীষণ মনে পরে। ভীষণ বললেও কম বলা হবে। অনেক অনেক মনে পরে।

কত কথা বলার আছে জানো। অনেক অনেক কথা। সুন্দর কোন গান কানে আসলে মনে হয় তোমায় তো শুনাতে পারলাম না। ভালো লাগার কোন সিনেমা দেখলে মনে হয় তোমায় তো বলতে পারলাম না। তোমার পছন্দের পোলাউ আর গরু ভুনা দেখলে চোখে পানি আসে। খুব সখ ছিল একদিন তোমায় রান্না করে খাওয়াবো, সেই সুযোগ আর পেলাম কই।

কিছুই তো আর হলো না। হাতের মাঝে তোমার হাত হলো না। তোমার নীল রঙে নিজেকে মোড়ানো হলো না। মাঝ রাতে তোমার খুব কাছে থাকাও হলো না। তোমার এই মুচকি হাসির কারণটাও হওয়া হলো না। তোমার মুখে তোমার দেওয়া নামটাও আর শোনা হলো না।


এই চিঠিটাও জমা হলো তোমাকে না পাঠানোর খাতায়। কোন দিন এ চিঠি পৌঁছুলে তোমার কাছে হয়তো বিব্রত হবে। কিছুটা হয়তো কপাল কুঁচকাবে। এতোটা রাগ রেখো না। চলেই তো গেছি।

তুমি ভালো থেকো।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
খোলা চিঠি বুঝি!

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০৯

আনিসা নাসরীন বলেছেন: ‌জ্বী।

সে চিঠি পাঠিয়ে বিব্রত করা হইনি তাকে সেই চিঠি।

২| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০১

নিহত ভবিষ্যৎ বলেছেন: কেন জানি তোমার গল্পের সাথে আমার গল্পের খুব মিল । ঠিক যেন আমার মনের কথা গুলো লেখার দায়িত্ব তোমাকে দেয়া হয়েছে
আপু ।
একরাশ ভালোলাগা থাকল তোমার জন্য..........।আর এভাবেই আমার মণের কথাগুলো তোমার কাগজে কলমে জাগিয়ে তুলো। হা হা হা

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

আনিসা নাসরীন বলেছেন: মনের কথাগুলোর রূপ হয়তো এমনই হয় তাই মিলে গেলো হয়তো

অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

জুনায়েদ হাবিব বলেছেন: আবেগময় কথাগুলা আমাকে খুব হার্ট করে তুলে,আমার ও খুব ইচ্ছে করে তাকে এমন করে চিঠি লিখি।
কিন্তু পারিনা..
শুরু করতে পারি কিন্তু শেষ করা পর্যন্ত নিজে স্থির রাখতে পারিনা।
তাই অসমাপ্ত চিঠি গুলাই আমার ডাইরির পাতা শেষ হয়ে যাচ্ছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৬

আনিসা নাসরীন বলেছেন: কোন একদিন এই অসমাপ্ত চিঠি গুলোই তাকে পাঠিয়ে দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.