নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

সে এক নীল

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

তোমার থেকে সুন্দর কোন নীল নেই

তোমার থেকে স্বচ্ছ কোন আকাশ নেই

তোমার থেকে প্রিয় আমার কেউ নেই

তোমাকে ছাড়া এই নীল আর কারো নয়।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ১ম হইছি চা দেন :D

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

আনিসা নাসরীন বলেছেন: কড়া না হালকা?

২| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: নীল আকাশের সাথে যান্ত্রিকতা না থেকে সবগুলো প্রকৃতি থাকলে বেশী ভালো লাগতো....শুভেচ্ছা নিরন্তর

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

আনিসা নাসরীন বলেছেন: যান্ত্রিকতার ভীড়ে আর আকাশ পাই কই বলেন।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

সাহসী সন্তান বলেছেন: প্রথমে চার লাইনের কবিতা তারপর ছবি! যদিও ছবিগুলো সুন্দর, তবে ক্যাপশন দিলে আরো ভাল হতো! শেষের ছবিটা কোন জায়গার? অদ্ভুদ সুন্দর!

শুভ কামনা!

২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

শেষের ছবিটা ময়মনসিংহতে তোলা।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: কড়া হালকা যাই হোক, কিছু তো একটা দেন :-B

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০১

আনিসা নাসরীন বলেছেন: গ্রীণটি খান তবে। নেন।

বিলটা পরে পাঠিয়ে দিবো।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



হুম, ফটোগ্রাফি...

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৫

আনিসা নাসরীন বলেছেন: জ্বী ফটোগ্রাফি

৬| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৮

মার্কো পোলো বলেছেন:
ছবি সাথে চার লাইনের ছন্দবদ্ধ রচনা, এককথায় অসাধারণ।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৬

আনিসা নাসরীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: যে ছবি দিলেন, আকাশ দেখে তো বুক হাহাকার করে ওঠলো!

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

আনিসা নাসরীন বলেছেন: আহারে মনে হাহাকার করানোর জন্য দুঃখিত।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

বিজন রয় বলেছেন: চমতকার!!

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৩

ভ্রমরের ডানা বলেছেন:
ভাল হয়েছে।

২৫ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৬

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ ভ্রমর আপানাকে।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০৬

অরুনি মায়া অনু বলেছেন: আপনার নীলের দিকে নজর দিবে, সেই সাধ্য নেই যে কারো।

২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫৯

আনিসা নাসরীন বলেছেন: আহারে আপু। অনেক ধন্যবাদ।

যত্নে থাকুক নীল আমার।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:০২

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার চরণ সুন্দর হয়েছে
তোমাকে ছাড়া এই নীল আর কারো নয়।
এই নীল যে আমরা শেয়ার করে ফেললাম
অনধিকার চর্চা হয়ে যায়নি তো আবার :)

ধন্যবাদ শুভেচ্ছা রইল ।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৫

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

এত সুন্দর নীল লুকিয়া রাখার সাহস রাখলাম না।
তাই শেয়ার করেই ফেললাম।
আমি ছাড়া এই নীল কেউ শেয়ার করলেও এই নীল শুধু আমারই থাকবে।
না না একদমই অনধিকার চর্চা হয়ে যায়নি।

ভালো থাকুন।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:



ধন্যবাদ, রাগ যে করেন নাই। এই নীলের সাথে
ময়মনসিংহের ব্রম্মপুত্র নদের তীরে জীবনের
অনেকটা সময়টা কেটেছে আমার ছবির
মত নীলের সাথে ।

শুভেচ্ছা রইল ।


২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

আনিসা নাসরীন বলেছেন: কেটেছে দেখেই হয়তো এই নীলকে আপনার এতো ভালো লেগেছে।

ধন্যবাদ আর পাশেই থাকুন।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

আমিনুর রহমান বলেছেন:



ওয়াও :) :) :)

০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩১

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলো দারুণ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ রাজপুত্র।

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫১

কালীদাস বলেছেন: ছবিগুলো চমৎকার :)

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৪

আনিসা নাসরীন বলেছেন: আমার ভীষণ প্রিয় ছবি।

ধন্যবাদ আপনাকে।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

বিলিয়ার রহমান বলেছেন: দারুন সব ছবি !:)

++

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২

আনিসা নাসরীন বলেছেন: আমার খুব প্রিয় ছবি এগুলো।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.