![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়িয়ে বাড়িয়ে নিজেকে তুলে ধরা এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। নিজেকে সাধু পরিচয় যেনো না দিলেই নয়। মুখের সুন্দর সুন্দর কথায় ভাসিয়ে বেড়াতে বেড়াতেই কাটে এই মানুষ গুলোর পুরোটা সময়।
কিন্তু কথায় আছে না ইতিহাস ফিরে আসে। সেটা কিন্তু ঠিক। কথায় কথায় এমন করে মানুষকে ভাসাতে ভাসাতে একদিন সেই মানুষটাই জড়িয়ে পরে অন্য কারো কথার খেলায়। সেই খেলা মেনে নেওয়ার ক্ষমতা সে তখন রাখে তো? সে খেলার পরিণতিই বা কি?
নিজেকে নিয়ে অযথা বড় বড় কথা বলবেন না। ততোটুকুই বলুন যতোটুকু আপনি নিজে। বাড়িয়ে বললে বেশিদিন টিকতে পারবেন না। কেউ আজ পর্যন্ত টিকেনি। যাকে বলছেন এতো বড় বড় বুলি সে যখন আপনার কাছে এসে দেখবে আপনি পুরোটাই ফাঁকা, তখন কোথায় নামবে আপনার এ মিথ্যার জগত
ভেবেছেন কখনো?
তার থেকে সত্য বলুন, যতোটুকুন আপনি ততোটুকুন বলুন। বাড়িয়ে বলতে বলতে নিজেকেই হারাবেন একদিন। মিথ্যের রেশ থেকে বের হয়ে আসুন।
ভুলে যাবেন না আজো কিছু মানুষ সত্যকে মিথ্যের আড়াল থেকে সত্যের রূপকেই দেখতে ভালবাসে। হোক তা কম রঙচঙা তাও তা আপনি নিজে। নিজের সত্যটাকেও ভালোবাসুন।
২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৫
আনিসা নাসরীন বলেছেন: তাই করি সবসময়।
ধন্যবাদ আপনাকে।
২| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:২২
রাসেদুল হায়দার বলেছেন: যখনি কোন কিছু লিখি, মানুষরা সেখানে আমারেই খুঁজতে থাকে। এজন্যেই লেখাটাকে এভয়েড করে যায়। বাস্তবে আমরা কেউই মহাপুরুষ নয়। একটা জায়গায় মহাপুরুষ হয় অন্তত, আপনারা তাও হতে দিতে চান না।☹
২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৫
আনিসা নাসরীন বলেছেন: হি হি হি। মহাপুরুষ আপনি আপনার লেখা চালিয়ে যান।
অনেক শুভকামনা আর ধন্যবাদ রইলো।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর লিখনীর জন্য ।
ইতিহাস কি ফিরে আসে ?
প্রতিটি মহুর্ত ইতি হওয়ার পরেই
তো কেবল ইতিহাস হয়
শুভেচ্ছা রইল
২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৮
আনিসা নাসরীন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
জ্বী ইতিহাস ফিরে আসে।
ইতি হবার পরেও কাউকে করা আঘাত বুমেরাং স্টাইলে আবার ফেরত আসে।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন। সহজ সরল সত্য কথা।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২০
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ রাজীব আপনাকে।
এই সত্যটাই কিছু মানুষ ভুলে যায় এখন।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সত্যি কি আমরা মানুষ!তার চেয়েও আশ্চার্য় হবেন আমরা সার্থের জন্য নিজেকে বনের সবচেয়ে হিংস্র পশুটার কাতারে নামাতে ও দ্বিদা করিনা। অনেক ভাল পোষ্ট। ভাল থাকবেন।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২২
আনিসা নাসরীন বলেছেন: ভালো মানুষ নাই তা কিন্তু না।
ধন্যবাদ আপনাকে।
পাশেই থাকুন।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হ্যা ভাল মানুষ নাই যে তা নয়। ভাল মানুষ আছে বলেই ভাল চিন্তাগুলো প্রকাশ পায়।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৯
আনিসা নাসরীন বলেছেন: ভালো খারাপ মিলিয়েই তো এই দুনিয়া।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৯
অশ্রু সিক্ত তোমার স্মৃতি বলেছেন: সত্যি কথার বলার মাজে অনেক ত্রুপ্তি পাএওয়া জাই
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৯
আনিসা নাসরীন বলেছেন: জ্বী, তৃৃপ্তি তো আছেই।
৮| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আজও নিজেকে ভালোবাসতে পাড়লাম না।
সুন্দর লিখেছেন।
ভালো থাকুন।
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৪
আনিসা নাসরীন বলেছেন: খুব প্রিয় একজনকে ভালোবেসে ফেলুন, দেখবেন নিজেকেও ভালোবেসে ফেলেছেন একদিন।
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনিও ভালো থাকুন। নিজেকে ভালোবেসে থাকুন।
৯| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর একটা টপিক নিয়ে লিখছেন, তাই অনেক ধন্যবাদ.,,,
লেখাটাওখুব ভালো লিখেছেন, আমার খুব ভালো লাগছে তাই প্রিয়তে রেখে দিলাম।
২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৭
আনিসা নাসরীন বলেছেন: আহারে! অনেক ধন্যবাদ আপনাকে আলো।
প্রিয়তে রাখার জন্য আরেকবার ধন্যবাদ আপনাকে আলো।
ভালো থাকুন। পাশেই থাকুন।
১০| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৫
ভ্রমরের ডানা বলেছেন:
Beauty is truth, truth beauty,—that is all.
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০৭
আনিসা নাসরীন বলেছেন: একদম তাই।
অনেক ধন্যবাদ রইলো।
১১| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
chobi den... dekhi...
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৬
আনিসা নাসরীন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৩
সাদিক তাজিন বলেছেন: নিজের সত্যটাকেও ভালোবাসুন।