নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

তোমার একটা ছবির গল্প -১

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০৪

তোমার একটা প্রাণবন্ত ছবির গল্প আছে আমার কাছে । দেখলে মনে হয় জীবন্ত , চলমান। মনে হয় ছবির তুমি আমার সামনেই দাঁড়ানো । ইচ্ছে হলেই আমি ছুঁয়ে যেতে পারি তোমাকে।

কিছুটা কপাল কুঁচকে আছো ছবিতে। চোখ সবসময়ের মত হালকা লাল।সকালের রোদটা তোমার চোখে লাগছিল বোধহয়, দেখে মনে হচ্ছিল যদি সম্ভব হতো রোদ মুড়িয়ে আমি তোমার চোখে রাজ্যের ছায়া যদি আনতে পারতাম। একটু হলেও তো আরাম পেতে তুমি।

তোমার পরনে লাল রঙা টি শার্ট। চোখে দিক ভোলা সেই চাহনী। আর মুখে সেই হাসি। যে হাসির আলোতে আমার সবটুকু প্রেম। ওর হাসিটা ভীষণ ঘোর লাগানো। যখন ও হাসতো আমার শুধু মনে হতো এই হাসি যেন শেষ না হয়। বেশিরভাগ সময় ও শব্দ না করেই হাসতো। আমি চেয়ে দেখতাম। কখনো জানতে চাওয়া হয়নি কেউ কি ওকে বলেছিল গোটা বিশ্বে ওর মতোন হাসি আর কারো নেই। কারো না কারো বলার কথা অবশ্যই।

ব্যালকনিতে পিঠ ঠেকিয়ে দাঁড়ানো তুমি। পাশে রাখা আধ খাওয়া ধোঁয়া ওঠা চায়ের কাপ। সিগারেটের দেখা ছবিতে পাইনি। হয়তো সকাল সকাল দেখে ধরাওনি। তাই হবে। কি যে খাও এসব বুঝিনা। পিছনে পাহাড়ের হালকা রূপ দেখা যাচ্ছে। খুব সম্ভবত জায়গাটা নেপালে। ওর খুব পাহাড় প্রিয়। যেখানেই পাহাড়ের সন্ধান সেখানেই তিনি হাজির।

তুমি মনে হয় জানতেনা ছবিটা তোলা হচ্ছে। আনমনে ছিলে বেশ। কিছু একটা ভাবছিলে। আমাকে ভাবছিলেনা এটা নিশ্চিত।

ভালো থেকো ছবির মানুষটা। ভালো থেকো। ভালো থেকো সবার থেকে বেশি।


মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১০

ভ্রমরের ডানা বলেছেন:


এভাবেও ভালবাসা যায়??

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১৫

আনিসা নাসরীন বলেছেন: যায় তো।

২| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২১

ভ্রমরের ডানা বলেছেন:
বিশ্লেষণ ভাল লেগেছে। ভাল লেখেছেন।

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২৫

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

পাশেই থাকুন।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:
পাশে থাকা যাবে না। উনার ছবিটা দেন দেখি?

কিছু ইতিহাসের স্বাক্ষী হওয়াও কপাল।

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩৫

আনিসা নাসরীন বলেছেন: এই যে কমেন্ট করে পাশে আছেন এভাবেই থাকেন।

ছবি তো দিয়েই দিলাম,ভালো করে দেখেন তো আগে।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


ড্যাম...

২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

আনিসা নাসরীন বলেছেন: :)

৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৮

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো থেকো ছবির মানুষটা। ভালো থেকো।

ভালো থাকুক ছবির মানুষ ।

২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

কথাকথিকেথিকথন বলেছেন: ছবি হয়ে বসবাস করা মানুষগুলো স্মৃতিগুলোকে আলোড়িত করে ক্ষণে ক্ষণে । হৃদয়ের অনুভুতিগুলোকে জীবন্ত করে তোলে । অনুভবগুলো কষ্ট দেয় অস্তিত্বের খেয়ালে । আবার পেয়ে বসে মনের আঙ্গিনা জুড়ে তুমি কেন অবেলায় চলে গেলে ? আমার বেলা যে এখনো পুরে নি !

সুন্দর লেখা । ভাল লেগেছে ।

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

আনিসা নাসরীন বলেছেন: তুমি কেন অবেলায় চলে গেলে ? আমার বেলা যে এখনো পুরে নি ! - কথাটা খুব ভালো লেগেছে।

অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শিল্পীর তুলির আঁচরে যে ছবি ফোটে ওঠে সেত অতিপ্রিয়। ভাল থাকুক আপনচিত্রের মানুষটি।

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০৯

অরুনি মায়া অনু বলেছেন: তার অজান্তেই তাকে দেখা। ইশ একবার যদি জানত সে, হয়ত গল্পটি অন্যরকম হত।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১২

আনিসা নাসরীন বলেছেন: এমনো হতে পারতো সে মনে মনে ভাবতো, এই মেয়ের কি কোন কাজ নেই।

৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১২

ভ্রমরের ডানা বলেছেন:
এমনি বলে প্রেমে মরা জলে ডুবে না!

৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১১

আনিসা নাসরীন বলেছেন: :)

১০| ৩০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

কানিজ ফাতেমা বলেছেন: একটা ছবিকে সম্পূর্ণ একটি গল্পে মুড়ে দেয়ার দক্ষতায় মুগ্ধ । ইনোভেটিভ আইডিয়া ।
শুভেচ্ছা অফুরান ।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫১

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

ছবিটা দেখে চোখ ফেরাতে না পেরে লেখেই ফেললাম।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

Prince Hridoy বলেছেন: এত সুন্দর করে ভালো চাইলে কেউ ভালো না থেকে কি পারে?

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৯

আনিসা নাসরীন বলেছেন: ভালো না থাকলে খবর আছে না। ভালো তো থাকতেই হবে। :)

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৩

Prince Hridoy বলেছেন: হা হা। ভালো বলেছেন:p

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

আনিসা নাসরীন বলেছেন: সবার কাছে দূরের প্রিয় মানুষটা ভালো থাকুক।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

Prince Hridoy বলেছেন: সামুতে আমি নতুন। মাঝে মাঝে ঘুরতে আসার আহ্বান রইলো। বাসায় না।

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

আনিসা নাসরীন বলেছেন: আপানাকে স্বাগতম।

কেন বাসায় আসলে ঢুকতে দিবেন না? দাড়ান আন্টিকে নালিশ দিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.