![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পের শুরুটা এমন ছিল, মেয়েটা ছেলেটার কাছে জানতে চাইলো আছেন কেমন? ছেলেটা বললো, এইতো আছি। আপনি কেমন? মেয়েটা বললো জানি না। ছেলেটা বললো মন খারাপ নাকি। মেয়েটা বললো তাও জানি না। ছেলেটা বললো আজব তোঁ , এমন হয় নাকি। মেয়েটা কিছু না বলে হাসলো শুধু।
মেয়েটা তখন জানতে চাইলো ছেলেটার খবর, কেমন আছে সে। উত্তরের অপেক্ষা না করে বললো প্রোফাইলের ছবিটা ভালো হয়েছে। কবি কবি লাগছে, আরো বললো ইন্ডিয়ান এক গায়কের মতোনও লাগছে।
ছেলেটা তখনো বললো পাগলী। তারপর কিছুটা টুকটাক কথা বলে জানতে চাইলো মেয়েটা ছেলেটার কাছে সে কি কারো সাথে প্রেম করছে নাকি। ছেলেটা বললো না প্রেম করছি না, ফেইসবুকে কয়েকটা মেয়ের চরিত্র নিয়ে মাঝে মাঝে লেখি শুধু ভালো থাকার জন্য আসলে কেউ নেই, শুধু ভাব ধরে থাকি কিন্তু প্রেম করছি না।
মেয়েটা বললো সে তার সাথে প্রেম করতে চায়। ছেলেটা হাসলো। কি যে ভাবলো মেয়েটা জানে না। ছেলেটা বললো রাজী। আবারো বললো পাগলী। মেয়েটা হাসলো।
এটা তাদের প্রেমের শুরুর দিনটা।
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:২১
আনিসা নাসরীন বলেছেন: লেজ কাটা প্রেমের গল্প। হা হা।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: আনিসা
লেজ কাটা প্রেম আবার কি জিনিষ?
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৭
আনিসা নাসরীন বলেছেন: লেজ কাটা শিয়ালের মতোন।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: আনিসা
বুঝলাম। লেজ কাটা নিয়ে একটা কবিতা লিখে ফেলুন।
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৫
আনিসা নাসরীন বলেছেন: আসিতেছে
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৩
অবলাল রশ্নি বলেছেন: বাহ...এত সহজেই প্রেম হয়ে যায় নাকি !!
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৬
আনিসা নাসরীন বলেছেন: ছেলেটা মেয়েটার হলো তো।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মেয়েরা কি ছেলেদের ছাড়া থাকতে পারে ???
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭
আনিসা নাসরীন বলেছেন: সবাই সবাইকে ছাড়া থাকতে পারে।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৪
শাব্দিক হিমু বলেছেন: ছেলেটা হাসলো------------------------------------------ মেয়েটা হাসলো।
শেষটা এমন হয়না।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮
আনিসা নাসরীন বলেছেন: হতেও পারে।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৬
স্বৈতী ইসলাম বলেছেন: পাগলী
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৭
আনিসা নাসরীন বলেছেন: ইসসস পুরাই তার মতোন বললেন।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪
ভ্রমরের ডানা বলেছেন:
আমাকে এভাবে কেউ বুলে না কেনু ...
অল্প গল্প ভালই লাগল। আজকাল এমনই হচ্ছে। নিরস বোরিং প্রেম।
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৭
আনিসা নাসরীন বলেছেন: কারো বলার অপেক্ষা না করে নিজেই বলে ফেলুন না। সমস্যা কই।
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৮
বিজন রয় বলেছেন: আমিও হাসলাম গল্পটা পড়ে।
হা হা হা
মেরুন মেরুন ভাললাগা।
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৯
আনিসা নাসরীন বলেছেন: রঙ বেরঙের ভালবাসা।
অনেও ধন্যবাদ।
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১২
আনিসা নাসরীন বলেছেন: কালারফুল ভালবাসা।
অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার লেখার হাত প্রেমের তীব্রতার সমানুপাতিক।
আমি কিন্তু দুষ্টামি করে যাচ্ছি প্লিজ অন্যভাবে নেবেন না।
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার লেখার হাত প্রেমের তীব্রতার সমানুপাতিক।
আমি কিন্তু দুষ্টামি করে যাচ্ছি প্লিজ অন্যভাবে নেবেন না।
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৪
আনিসা নাসরীন বলেছেন: হা হা হা।
আমি কিন্তু সিরিয়াসলি বলেছি আপনি কাউকে বলে ফেলেন।
একদমই জটিল ভাবে আপনার মন্তব্য নিয়েছি আর আপনার গল্পের অপেক্ষায় আছি।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০১
কানিজ রিনা বলেছেন: অনেক অনেক হাসার শব্দ বেড় হোল, শব্দ
গুল ঘরের বাইরে চলে গেল। আমি শাব্দিক
হাঁসি। লিখার সাথে মন্তব্য পড়ে ভিষন ভাল
লাগল। ধন্যবাদ,
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৫
আনিসা নাসরীন বলেছেন: আমার সাথে আপনার হাসির মিল পাওয়া গেলো তাহলে।
আপনাকেও ধন্যবাদ অনেক।
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৯
ধ্রুবক আলো বলেছেন: মেয়েটা বললো সে তার সাথে প্রেম করতে চায়। ছেলেটা হাসলো। কি যে ভাবলো মেয়েটা জানে না। ছেলেটা বললো রাজী। আবারো বললো পাগলী। মেয়েটা হাসলো।
এটা তাদের প্রেমের শুরুর দিনটা।
গল্পটা ভালো লাগলো +
নীল নীল ভালোলাগা রেখে গেলাম
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৪
আনিসা নাসরীন বলেছেন: আপনার নীল নীল ভালবাসা অনেক যত্ন করে রেখে দিলাম।
অনেক ধন্যবাদ রইলো।
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: মাঝখানে পাগলী বলছে। পূর্বপরিচিত মনে হচ্ছে।
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯
আনিসা নাসরীন বলেছেন: না তেমন না
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৯
আহমেদ জী এস বলেছেন: আনিসা নাসরীন ,
তেমন যুৎসই হয়নি তবে একটা ছ্যাকা খাওয়া গল্পের শুরু হলো নিশ্চিত ।
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
আনিসা নাসরীন বলেছেন: দেখা যাক মাত্র তো একদিন।
ধন্যবাদ ভালো না লাগার পরেও মন্তব্য করার জন্য।
১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৮
আহমেদ জী এস বলেছেন: আনিসা নাসরীন ,
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
তবে , "তেমন যুৎসই হয়নি" মানে কিন্তু "ভালো না লাগা" নয় । যতোখানি ভালো লাগতে পারতো ততোখানি হয়নি । দু'একটি বাক্য এদিক সেদিক করে বেশ রোমান্টিক করা যেতো ।
শুভেচ্ছান্তে ।
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৭
আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আহমেদ।
১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
প্রেমের মরা জলে ডুবে না। বোঝলেন!
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০১
আনিসা নাসরীন বলেছেন: ভরাডুবি হয় আর আপনি বলেন ডুবে না।
১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৪
আমিনুর রহমান বলেছেন:
অন্যেকে ধাঁধাকে কিভাবে ফেলতে হয় জী এস ভাই ভালোই জানে ...
এটাকি কোন গল্পের ভূমিকা দিলেন নাকি অনুগল্প লিখলেন ... যেন যে যার মতো ভাবনা দিয়ে গল্পের পুর্নতা আনবে !
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
আনিসা নাসরীন বলেছেন: ওনার পছন্দ হইনি তেমন একটা, এটাই বুঝলাম। আর আমি ধাঁধাঁ বুঝি না।
এটা কিছুই ছিল না। ছিল একটা চেনা ছেলে মেয়ের প্রেমের প্রথম দিনের একটা মুহূর্ত।
১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৭
ধোয়াশা বলেছেন: ভালো লাগল। এরম কেস শুধু পাগল আর পাগলীর মধ্যেই সিমাবদ্ধ
পাগলে কীনা করে---)
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৫
আনিসা নাসরীন বলেছেন: এদেরকেও দরকার আছে জীবনে। নাহলে তাও জীবন পানসা হয়ে যাবে।
২০| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০০
Prince Hridoy বলেছেন: সহজ প্রেম।
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৬
আনিসা নাসরীন বলেছেন: ডাইরেক্ট মাইর এটা।
২১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১০
Prince Hridoy বলেছেন: হ্যা ভালো লেগেছে। বেচে থাকুক পাগলী,বেচে থাকুক পাগল, আর তাদের ভালোবাসা।
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১১
আনিসা নাসরীন বলেছেন: বেঁচে থাক পাগলা পাগলীর ভালবাসা, বেঁচে থাক ধীর সুস্থদেরো ভালবাসা।
২২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৬
শাব্দিক হিমু বলেছেন: পাগলাটে প্রেম। মাতাল গন্ধ।
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪
আনিসা নাসরীন বলেছেন: একদম তাই
২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৩
অভিলাষ মাহমুদ বাকলিয়া বলেছেন: ইরাম কোন একখান পাগলী আমার দ্বারে অায়ে না ক্রে ?
০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
আনিসা নাসরীন বলেছেন: আপনিই বলে ফেলেন কারো অপেক্ষা না করে।
২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৩
মোহাম্মদ শাহ বলেছেন: " বুঝেন ই তো "গল্পের গরু গাছে চড়ে।" পুরাতন কল্প কাহিনীর ঘোড়া আকাশে উড়ে।"
লেখক চাইলে অল্পতে প্রেম। এক বাক্যে প্রেম আবার বিরহ।
গতানুগতিক বলে মনে হলো আমার
চালিয়ে যান
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৩
আনিসা নাসরীন বলেছেন: গতানুগতিক গল্প পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৬
শাহরিয়ার কবীর বলেছেন:
লেজ কাঁটা শিয়ালের গল্পের মত কিছুটা লাগল