নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

মেয়েটি কাউকে খুঁজতো

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৭


মেয়েটি কাউকে খুঁজতো । কাকে খুঁজতো জানিনা। কিন্তু খুঁজতো। তার কথার মাঝে কেউ ছিলো। জানতে চাইনি তা কিন্তু নয় , উত্তরে হাসতো।

মাঝে মাঝে সে একজনের হাসির কথা বলতো আনমনে। খুব মায়ার এক হাসির কথা। বলতে বলতে সে নিজেই হাসতো। দেখে মনে হতো মানুষটা ঠিক তার সামনে বসেই হাসছে এখনো।

মেয়েটার সেই মানুষটা মনে হয় পাহাড় ভালবাসতো। মাঝে মাঝে দেখতাম তাকে পাহাড় দেখতে। পাহাড় পছন্দ নাকি জানতে চাওয়ায় বলতো এখন পছন্দ। জানতে চাইলাম, কেনো আগে ছিলো না! তাতেও উওর হাসি।

প্রত্যেকটা মুহূর্তেই সে কারো প্রতীক্ষা করে যেতো। বললে বলতো কই নাতো। এমন কিছু নেই। আমি বুঝতাম। মাঝে মাঝে বুঝানোর চেষ্টা করতাম কাজ হতো না। উত্তরটা খুব আজব আসতো, বলতো থাকুক না একটু নীল, কি এমন ক্ষতি হবে নীলটা পাশে থাকলে। এই উওরের মানে আমার জানা নেই।

মেয়েটার অনেক কথারই মানে আজো বুঝিনি। বেশির ভাগ সময় উওর এড়াতে সে শুধু হাসতো। হাসিতে এড়ানোর গুণটা তার অনেক। হয়তো সবকিছুর মানে বুঝতে হয়না। তাই আমারো বুঝতে পারা হলো না কি ছিল কথা। তবু আশা তো রাখা যায়। তাতে তো দোষের কিছু নেই। আশা রাখি তার সে প্রতীক্ষা শেষ হোক। মেকী পালানো হাসি দিয়ে নয়, ভালো থাকুক সে তার সত্যি হাসি নিয়ে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
হাসির ময়না তদন্ত করা জরুরি B-)
নীল কালার কে কেন বেদনার কালার বলা হয়?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫৫

আনিসা নাসরীন বলেছেন: সব কিছুর উত্তর হাসি।

জানা নেই। আর আমি বেদনার রঙটঙ মানিনা।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ২:০২

শাহরিয়ার কবীর বলেছেন: গুড।
সমস্ত দুঃখ কষ্ট নিপাত যাক। হাসিতে ভালো লাগা,ভালো লাগার মুক্তি পাক। B-)
লাইফ ইজ বিউটিফুল।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ২:০৪

আনিসা নাসরীন বলেছেন: শুধু হাসিই সত্য হোক।

অনেক ধন্যবাদ আপনাকে শাহরিয়ার।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

সুমন কর বলেছেন: ভালো থাকুক সে তার সত্যি হাসি নিয়ে। ---- ভালো লিখেছেন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ সুমন।

ভালো থাকুক সবাই তার সত্যিকারের হাসি নিয়ে।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হাসিই হউক আগামীর পথ চলা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ সুজন আপনাকে।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

কাশফুল মন (আহমদ) বলেছেন: মেয়েদের বুঝা আসলে কষ্ট,,,

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬

আনিসা নাসরীন বলেছেন: প্রত্যেকটা মানুষকে বোঝাই কষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.