নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয়কেও সম্মান দিন

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩২


তোমাকে নিয়ে আমার লেখার শেষ নেই। কত কত যে কথা লেখে ফেলেছি নিজে পড়লেই অবাক হবে তুমি। কিন্তু এখন কিছু লেখতেও তোমায় নিয়ে আমায় ভয় হয়। আসলেই ভয় হয়। যদি কখনো লোকচক্ষুর আড়ালে সময়ের আগে দেহ ছেড়ে যায় এই প্রাণ তবে তো সবাই তোমাকেই দোষারোপ করবে। বলবে এই ছেলেটার জন্যই মেয়েটা অভিমান নিয়ে চলে গেলো। এই ছেলেটাই সবকিছুর মূল।

তোমার নাম কোথাও ওভাবে দেওয়া না থাকলেও তারা তোমাকে ঠিক খুঁজে বের করবে। খুঁজে পেলে তো কোন কথাই নেই। যাকে আমি এতো ভালবেসে আকড়ে থাকতাম সেই মানুষটাকেই আমার দেহত্যাগের সাথে সাথেই এতো পঁচা কথা শুনিয়ে যাবে এটা কেমন না !

জানো তুমি, শাকিল ভাই যেদিন মারা গেলেন সেই্দিন ওনার সেই লেখার মানবীকে নিয়ে মানুষ কত নোংরা কথাই না বললো। খুব খারাপ লেগেছে আমার। আর একদিন ওনার এই মানবীকে নিয়েই সবার কত বাহবা ছিল। উনি চোখ বন্ধ করার সাথে সাথেই সব কিছু পাল্টে গেলো, উনি নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। নিশ্চয়ই উনি বলতে চেয়েছিলেন ওকে কিছু বলো না, ওকে আমি অনেক ভালবাসি। ওকে তোমরা আঘাত করোনা এমন করে। ওর চোখে পানি এলে আমারো তো চোখ ভিজে।

মরে যাওয়া মানুষগুলোর তো কোন শব্দ কারো কাছে পৌঁছে না। তাই যার যেমন খুশি রঙ মাখায়। কেন যে তারা সম্মানটা করতে পারেনা জানা নেই। তাই আজ আমারো ভয় হয় তোমায় না কেউ অসম্মান করে বসে আমার জন্য।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:
এটা কি গল্প সিরিজ চলছে! না খোলা চিঠি?

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৭

আনিসা নাসরীন বলেছেন: এটা অভিমান চলছে।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:
মরে যাওয়া মানুষগুলোর তো কোন শব্দ কারো কাছে পৌঁছে না। তাই যার যেমন খুশি রঙ মাখায়।

কষ্টদায়ক বাস্তবিক কথা! আহারে!!

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫০

আনিসা নাসরীন বলেছেন: আসলেও কিন্তু তাই।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৫

স্বরূপ সুজন তূর্য বলেছেন: মরে যাওয়া মানুষগুলোর স্মৃতিই শব্দহীন কথা বলে।কালো অার সাদায় মিলে মিশে যায় সব অতীত।
ভালো লাগলো খুব

১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৭

আনিসা নাসরীন বলেছেন: ঠিক তাই।

ধন্যবাদ আপনাকে।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: মানুষ মরে গেলেও তার কথা ভুলবার নয় যদি সে নিজের খুব কাছের কেউ হয়তো।

১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৩

আনিসা নাসরীন বলেছেন: কিছু মানুষ এত প্রিয় থাকে, এদের ভোলা যায় না।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: ভালোবাসার চমৎকার প্রকাশ । ইচ্ছে করলেই ভালোবাসাগুলোকে কত সুন্দর করে সাজানো যায় ! যেখানে কোন স্বার্থ থাকে না, না পেলেই ঘৃণা জন্মায় না । ভাল লাগলো লেখাটুকু ।

১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৬

আনিসা নাসরীন বলেছেন: ভালবাসায় ঘৃৃণার স্থান নেই। যেখানে ঘৃৃণার স্থান হয়, সেখানে আর যাই হোক ভালোবাসা ছিলো না। একসাথে না থাকতে পারলেও কিছু গল্প শেষ হয়না কখনোই।

আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.