![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরণ্যের এক ফালি রোদ
যখন দিঘীর জল ছুঁলো
আকাশ কোণে একটু হলকা আবেশ
একটু রংচঙে ছটাও ছিল
ওই যে সিঁদুরের আবছা খেলা
ঠিক তার মাঝে আমি
খুব কাছ ঘেঁষে তোমার।
এর মাঝে কি জানি এক ঠুনকো শব্দে
সকালের আভাস এলো
সব সেই আগের মতোন
মাথার উপর সাদা শিলিং
চকচকে সেই সোনালী পাখা
আর আমার বাস্তবে ফেরা।
ক্ষণপ্রভার ক্ষণিক আলোয় ভেসে গেছে আমার মানুষ।
০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ রইলো অনেক।
২| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪১
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে, ++
নতুন বছরের শুভেচ্ছা রইলো.....
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪
আনিসা নাসরীন বলেছেন: ধ্রুবক অনেক ধন্যবাদ।
নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাকেও রইলো।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
দারুন লিখেছেন ।
ইংরেজী নববর্ষে নবরূপে রাঙিয়ে দিক আমাদের প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।
হ্যাপি নিউ ইয়ার ।
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭
আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক শুভেচ্ছা আপনাকে নতুন বছরের। অনেক ভালো থাকুন।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:০২
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, তবে একেবারে শেষ কথাটা চমৎকার হয়েছে- ক্ষণপ্রভার ক্ষণিক আলোয় ভেসে গেছে আমার মানুষ !
০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪২
আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ।
শেষের লাইনটার জন্যই আসলে এত কিছু লেখা।
নতুন বছরের অনেক শুভেচ্ছা রইলো আপনাকে।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬
সিগনেচার নসিব বলেছেন: নামকরণে ++++
বেশ কয়েক বার পড়লাম
০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৯
জেন রসি বলেছেন: ভালো লেগেছে।
০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে রসি।
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!
আমারও ক্ষণপ্রভা নামে একটা কবিতা আছে। পড়ার আমন্ত্রন রইল!
০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯
আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
তাই নাকি। এখনি পড়তে হবে আপনার লেখাটা।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩
ভ্রমরের ডানা বলেছেন:
গভীরতম বোধন! কবিতার ঠিকঠাক বদনে, বলিষ্ঠ কথামালা!
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
আনিসা নাসরীন বলেছেন: অনেকদিন পর আপনার কমেন্ট পেলাম।
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: ভালো লেগেছে কবিতা । ক্ষণিকের ভাবনা ।