নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

তুমি আমায় লাশ বলো না

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭

কোথায় পড়েছিলাম মনে নেই, লেখাটা ছিল এমন "কেউ মরে গেলে মানুষটা পরিচিত হয় লাশ নামে"। তখন কেউ তাকে তার নাম ধরে ডাকে না। সবাই জানতে চায় লাশটা কোথায় রাখা হয়েছে। খুব কম মানুষই নাম ধরে জানতে চায় মানুষটা কোথায়।

শুধু আমি তোমায় বলে গেলাম মরে গেলে শুধু তুমিই আমায় লাশ বলো না, ডেকো আমার নাম ধরে। তুমি জানতে চেয়ো, " আমার অমরাবতী কোথায়?" প্লিজ আমার নাম ধরে ডেকো।

তোমার সমাজ তখন আমায় ডাকা নাম নিয়ে আর বিব্রত হবে না। তোমার ডাকা নাম বিনা দ্বিধায় তারা মেনে নেবে। মৃত মানুষের কোন দাবী থাকে না তোমার সমাজ তা জানে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
জীবনের স্বাদ কি এখনি শেষ !!

মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে !!

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২০

আনিসা নাসরীন বলেছেন: কখন শেষ হয় এই পথাচলা কেইবা জানে বলেন।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৫

সুমন কর বলেছেন: নির্মম বাস্তব !

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২০

আনিসা নাসরীন বলেছেন: এ এক চরম বাস্তবতা।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫

অতৃপ্তচোখ বলেছেন: আপনার লেখাটা খুবই আবেগাপ্লুত, বেদনাহত হৃদয়ে ভালোবাসার নীরব প্রকাশ।

ভাল লাগলো আবেগগাঁথা কথাগুলো।

মনে পড়ে গেল 'মন খারাপের বাড়ি'র কথা।।

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫

blackant বলেছেন: আপনার কল্পনা শক্তি ভাল। may I be ur fb friend
https://m.facebook.com/md.pialuddin

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

এখানেই বন্ধু থাকি।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০

শামীম সরদার নিশু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আশা রাখি আরো ভালো কিছু পাবো।
চালিয়ে যান ভাই।


যাই হোক আমি ব্লগে নতুন।
আমার প্রোফাইল ঘুড়ে আসবেন।

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৭

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।

অবশ্যই ঘুরে আসবো।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫

খায়রুল আহসান বলেছেন: এত অল্প কথায় একটা আবেগের পাহাড় গড়ে গেলেন--- অসাধারণ!
লেখাটা স্পর্শ করে গেল... + +

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ রইলো আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.