![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড্ড ভুল সময়ে এসেছো মেয়ে
এখানের বিশ্বাস হারে প্রতিক্ষণে
নিষিদ্ধ নগরীর আলোতে
হাত থেকে হাত বদলে।
শুধু মাত্র অবসরের ডাকে
প্রেম বিকোয় প্রতিরাতে।
বড্ড ভুল সময়ে এসেছো মেয়ে
এখানে তুমি হারো প্রতিক্ষণে
সেই লাল পানির ঝলকে
কত প্রেম গেল ছলকে।
বড় নিষিদ্ধ সময়ে এসেছো প্রেম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০০
নেয়ামুল নাহিদ বলেছেন: বড্ড ভুল সময়ে এসেছো মেয়ে[/si
ভালো হয়েছে
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৯
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ রইলো।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৩
খায়রুল আহসান বলেছেন: সেই লাল পানির ঝলকে
কত প্রেম গেল ছলকে - বেশ বলেছেন!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪
আনিসা নাসরীন বলেছেন: কত প্রেম যে হারায় এই লাল পানির খেলায়।
ধন্যবাদ আপনাকে।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯
ধ্রুবক আলো বলেছেন: বেশ! ভালো লাগলো লেখা খানি, অভিনন্দন
খুব সুন্দর লিখেছেন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫
আনিসা নাসরীন বলেছেন: আলো আপনাকে ধন্যবাদ।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১০
লুসিফার ০১ বলেছেন: ভালো ছিলো
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬
আনিসা নাসরীন বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২১
ভ্রমরের ডানা বলেছেন:
সময়কে হারিয়ে প্রেম জয়ী হবে দিকে দিকে!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬
আনিসা নাসরীন বলেছেন: তাই আশা রাখি।
ধন্যবাদ আপনাকে।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩
রোদ্র রশিদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন...।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩০
আনিসা নাসরীন বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।