![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে আটকে থাকে প্রথম সেই বর্ষণ, আজো এটিই সব। সব কিছুর এক অন্যপ্রকাশ ছিলো। অযথা কোন কথাই কানে আসেনি। আসেনি উচিত অনুচিত কিছু। অবাঞ্ছিত ছিলো সব, তুমিই মূখ্য। অবলীলায় তোমায় নিয়ে সাজালাম কথা, এমন হয়নি অন্য সময়। যেনো বর্ষণে প্রকৃতি নয়, ভিজে যাচ্ছি আমরা।
সন্ধ্যা ছুঁই ছুঁই তখন। একটা অবাক টান বা মায়া খুঁজে পেলাম অচেনা সে তোমার জন্য। বর্ষণ বেড়ে যাচ্ছে। আটকে আছো কাজে, অফিস গারদে। মন তোমায় নিয়ে গেছে বান্দরবনের সেই পাহাড় মাঝে। আর আমায় অন্য কোন এক ঘোরের মাঝে। একটু একটু সে বর্ষণ অপরিচিত দুজনার মনকে চেনা করছে।
এরপরের আর কোন বর্ষণ মনে পরে আর। আর কোন বর্ষণে বর্ষণ খুঁজি না আজ, খুঁজি তোমার আর আমার প্রথম দিনের তোমায়।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৫
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৯
সজল দাস বলেছেন: হুম সুন্দার
০৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৬
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ।
৩| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৯
সজল দাস বলেছেন: আচ্চা ভাইয়া....
৪| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৩
অতৃপ্তনয়ন বলেছেন: ভালো লাগা রইল
০৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৭
আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৫
চিন্তিত নিরন্তর বলেছেন: বেশি ভাল হয়নি।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:১৯
আনিসা নাসরীন বলেছেন: তাও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৬| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫১
খায়রুল আহসান বলেছেন: এমন দিনে তারে বলা যায়...
বর্ষণ কথন ভাল লেগেছে। ঝিরঝিরে বৃষ্টির হাল্কা ধারার মত পাঠকের হৃদয়কেও হয়তো কারো কথা মনে করিয়ে দিয়ে সিক্ত করে যাবে।
কবিতায় "লাইক" দিয়ে গেলাম।
আপনি পাঠকের মন্তব্যের উত্তর না দিয়ে নিজে আলাদা মন্তব্য করে গেছেন, ফলে এগুলো উত্তর হিসেবে ধর্তব্য হবেনা এবং পাঠকেরা নোটিফিকেশন পাবে না।
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৩
আনিসা নাসরীন বলেছেন: আপনার প্রত্যেকটা মন্তব্য আমার জন্য মূল্যবান। অনেক ধন্যবাদ।
মোবাইল থেকে ব্রাউজ করছি তো এখানে প্রতিউত্তর করার কোন অপশন খুঁজে পাচ্ছি না কাল থেকে। এই সমস্যাটা নতুন।
৭| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১:১৬
নাহিদ ২০১৯ বলেছেন: ভাল লাগল আপ্পি....
০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৫
আনিসা নাসরীন বলেছেন: আপনাকে ধন্যবাদ রইলো।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৫
আহমেদ জী এস বলেছেন: আনিসা নাসরীন ,
প্রথম বর্ষার গল্প ?
অল্পের ভেতরে চলন সই ।