নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

তোমায় পেতে ইচ্ছা করে

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১০

মাঝে মাঝে একসাথে অনেক কিছু পেতে ইচ্ছা জাগে আমার। এক চুল পরিমাণ ছাড় দিতে ইচ্ছা করে না কিছুতেই। সেই বিশাল নীল আকাশ, পাহাড় ,সমুদ্র, দীঘি আর সেই অজস্র মায়া ভরা ডাক। যা শুনে বলতে ইচ্ছা করে," তুমি কি শুধু আমার হবে?"। আল্লাদ ভরা গলায় ডাকতে ইচ্ছা করে ভীষণ। প্রতিদিন বেরোনোর আগে একটা ছবি তুলে পাঠাতে ইচ্ছা করে, যা দেখে অন্তত্য হেসে বলবে আহারে। নাইবা বললে সুন্দর, শুধু মায়া নিয়ে আহারে বললেই তো অনেক। চোখের দিকে চেয়ে বলবে একটু যদি না ঘুমাও তবে তো আর দিনকয়েক পর কাজল চোখে টানতে হবে না, এমনিতেই চোখে কালি এসে যাবে। ফোনটা হাতে নিয়ে তোমাকে কল দিবো ভাবতে ভাবতেই যখন তোমার কল চলে আসে কি যে খুশি লাগে।

মায়াময়ী নাম নিয়ে তোমার সেই ডাক, যা শুনলেই মনে হয় সব কালো কথা চুলোয় যাক তুমিই আমার।

এই সব মায়া গুলোকে পেতে ইচ্ছা করে একদম নিজের করে। তখন আর মনে করতে ইচ্ছা করে না নিজের কোন পুরনো হিসাব। শুধু মনে হয় তোমায় শুধু বুঝে নিতে। সাধারণ সেই মানুষটার মতোন ভীষণ ঘরে ফিরতে ইচ্ছা হয়, একদম নিজের ঘরে। যেখানে শুধু রূপকথার গল্পের মতোন থাকবে "অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকিলো"। যেখানে সব কালো কথার ইতিহাস মুছে গিয়ে থাকবে শুধু শান্তি কথা, আমাদের কথা।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৮

ওমেরা বলেছেন: আহারে সে যে কোথায় আছে --------

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৩

আনিসা নাসরীন বলেছেন: হয়তো কাছে নয়তো দূরে।

২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২১

শাহরিয়ার কবীর বলেছেন: মায়া খুব খারাপ জিনিষ ........ একবার কারো প্রতি জন্ম নিলে ;যদি হিসাবের গড়মিল হয়ে তাহলে, তো কথা নেই!

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৪

আনিসা নাসরীন বলেছেন: মায়াহীন জীবন কাটাবো ভাবলেও কেনো জানি এই মায়াতেই আ্টকে যাই।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৮

শাহরিয়ার কবীর বলেছেন:
জটিল হিসাব-নিকাশ মাথায় ধরে না ! এ কারণে, কোন কিছুতে সিরিয়াস না B-) যাইহোক,

অনেক দিন পরে ব্লগে ফিরলেন : ভালো আছেন নিশ্চয় !!!

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৪

আনিসা নাসরীন বলেছেন: হিসাব মিলিয়ে পাইনি কিছুই, সব হিসাব তাই বাদ।

অনেক ধন্যবাদ আপনাকে। কিছুটা অগোছালো ছিলাম তাই আর আসা হইনি। এখন সবকিছু ঠিক আছে।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৪

সাহসী সন্তান বলেছেন: সাধারণত ছোট লেখা পইড়াও আরাম, মন্তব্য কইরাও আরাম! যদিও লেখাটা ছোট, তবে এর গভীরতাটা অনেক খানি বেশি! তাছাড়া এই ধরনের মুক্ত গদ্য লেখার ব্যাপারে আমি একটা জিনিস খুব ভাল ভাবে খেয়াল করছি-

এই ধরনের লেখা কম/বেশি ছেলেরাও লেখে! তবে সেই লেখায় লেখক যত আবেগই ঢালুক না কেন (?) একজন নারী লেখিকার আবেগের কাছে সেগুলা সব তুচ্ছ! আসলে সব জিনিস সবার জন্য না, কিংবা সেইটা সবার ক্ষেত্রে মানায়ও না!

চমৎকার একটা লেখা! শুভ কামনা জানবেন!

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২১

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ প্রথমেই আপনাকে আমার লেখা নিয়ে এতো গভীর ভাবে ভাবার জন্য। আমার লেখার আবেগ আপনাকে ছুঁতে পেরেছে আপনাকে এটাই আবার এক বিশাল প্রাপ্তি।

অনেক অনেক ভালো থাকবেন।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৮

মৌমুমু বলেছেন: "মায়াময়ী নাম নিয়ে তোমার সেই ডাক, যা শুনলেই মনে হয় সব কালো কথা চুলোয় যাক তুমিই আমার। "
খুব সুন্দর সত্যি কথা। মানুষটা শুধু নাম ধরে ডাকলেই হলো। ব্যস!! সব মায়া যেন তার জন্যে উতলে উতলে পড়ে। :)
ভালো লাগা রইল। ভালো থাকুন।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২২

আনিসা নাসরীন বলেছেন: মায়ার খেলা আজব খেলা।

অনেক ধন্যবাদ জানবেন। আপনিও ভালো থাকুন।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ইচ্ছে কথাগুলো। ইচ্ছে পূরণ হওয়ার প্রত্যাশা রইল আপু।

শুভকামনা রইল।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৪

আনিসা নাসরীন বলেছেন: ইচ্ছেপূরণ হবে কি না মেয়েটার জানা নেই, তবুও ভালো হোক তাই আশা রাখি।

অনেক ধন্যবাদ আপনাকে। পাশেই থাকুন।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১১

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২৪

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ সুমন আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.