নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

আমার মা

১৪ ই মে, ২০১৭ রাত ২:০৬

আজ বিশ্ব মা দিবস। অবশ্যই এটা অনেক স্পেশাল দিন আমার জন্য। শুধু অল্প স্পেশাল না ভালোই স্পেশাল। অনেকের মতে এই দিন আলাদা করে পালন করা লোক দেখানো ন্যাকামী। বুঝলাম না ন্যাকামীর কি আছে! যদি নতুন বাংলা কিংবা ইংলিশ বছর পালন করতে পারি, ফাল্গুন পালন করে পারি, ভালোবাসা দিবস পালন করতে পারি তবে বাবা মা দিবস না কেনো। আর কোন দিবসই বাড়াবাড়ি কেনো হবে। যাদের এতো ভালোবাসি তাদেরকে একদিন আরো বেশি করে জানাতে কি সমস্যা।

একমাত্র মেয়ে হওয়ার সুবাধে আমি আম্মার অনেক অনেক ভালোবাসা পেয়ে আসছি, হাজার দুষ্টামির করার পরো। রাগ রাগ ভাব নিয়ে তিনি আমার সব কাজ দেখেন কিন্তু আমাকে ভালোবাসার ক্ষেত্রে ওনার কোন কমতি নেই। যে অসম্ভব ভালোবাসার ক্ষমতা নিয়ে তিনি জন্মেছেন তা লুকানো অসম্ভব। ছোটবেলা থেকে দেখে আসছি শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি এমনকি একদম অচেনা মানুষের প্রতিও তার অসম্ভব ভালোবাসা। কি পরিমাণে মানুষ তাকে ভালোবাসে দেখলে অবাকই লাগে। অবাধ্য সন্তান হয়েও তার রাগ মিশ্রিত ভালোবাসা থেকে আমি বাদ পরিনি। তিনি বট গাছের ছায়ার মতোন আমাকে আগলে রেখেছেন।

এরপর আসি আমার আর এক মায়ের কথায়। যার সব থেকে প্রিয় সম্পদকে আমি ভালোবেসে ফেলেছি, তার পুত্রকে। ওনাকে অসম্ভব রকম ভালোবাসার অত্যাচার দিয়ে আমি বিরক্ত করবো এটা আমার ভবিষ্যত পরিকল্পনা। আর একটা লুকানো পরিকল্পনাও আছে তা হলো উনি ওনার ছেলের থেকে আমাকে বেশি ভালোবাসতে বাধ্য হবেন। এটা আপাদত আমার ইভেল প্ল্যানিং। এই পরিকল্পনা এখনো ওনার ছেলেকে অবশ্য জানাইনি। অচিরেই তিনি তা বুঝতে পারবেন কিন্তু ততোদিনে ওনার মা আমাকে বেশি ভালোবেসে ফেলবেন। হি হি হি।

এবার আসি আমার সব থেকে ছোট মায়ের কথায়। যার বয়স হবে এই জুলাইয়ের ২৮ এ তিন বছর হবে। উনি হচ্ছেন আমার সব থেকে বড়ো বস, আমার বস বললে ভুল হবে উনি হচ্ছেন আমাদের পুরো বাড়ির বস। যার সিরিয়াস টাইপ মাইর আর ভালোবাসায় আমার প্রতিদিন কাটে। এই পোটলা যদি কোন না কোন কারণে আমার চোখে পানি দেখে তাহলে শেষ, তার তখন প্রথম কথা তখন হচ্ছে কে মেরেছে তোমাকে? দাদী, দাদা নাকি আব্বুতু (আব্বা) না মি (মা)। মাঝে মধ্যে আমার মনে হয় এই পোটলার মাইর দেওয়া দেখে আমার আম্মা খুবই খুশি। একদিন তো আম্মা আমাকে বলেই বসলো যে উনি তো আমাকে শায়েস্তা করতে পারলেন না এই পুচকাই পারবে।

এই হচ্ছে আমার তিন মায়ের কথা। আমি আমার জীবনের অবশিষ্ট সময়টুকু ওনাদের ভালোবাসা নিয়ে কাটাতে চাই। কোন রকম ভাগ বাটোরা এখানে থাকতে পারবে না। এই কথা শুধু ওনাদের বেলায় না আমার সেই প্রিয় মানুষটা এমনকি আমার বাবা আর তিন ভাইয়ের বেলাতেও তা প্রযোজ্য। বলা যায় এটা আমার ভালোবাসার মানুষগুলোর কাছে একটা অলিখিত চুক্তি।

শেষমেশ আবারো শুভ মা দিবস আমার মা গুলোকে। ভালো থাকুক তারা আজীবন, যত্নে থাকুক তারা আজীবন।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৭ ভোর ৪:৪৫

ডঃ এম এ আলী বলেছেন:
মাকে নিয়ে ভাল লিখেছেন ।
আজ বিশ্ব মা দিবস ।

‘মায়ের একধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম,
পাপোশ বানাইলে
ঋণের শোধ হবে না
এমন দরদি ভবে
কেউ হবে না
আমার মাগো।’

সত্যিই মায়ের ঋণ শোধ করা সম্ভব না। মায়ের জন্যই সন্তান পৃথিবীর আলো দেখে। প্রতিটি ক্ষণ, মুহূর্ত নিজেকে বিলিয়ে দিয়ে যিনি সন্তানকে বড় করে তোলেন, তাকে পৃথিবীতে চলার উপযুক্ত করে গড়ে তোলেন যিনি, সেই ‘মা’য়ের কাছে সন্তানের ঋণ পরিশোধের দিন আজ। মাকে ভক্তি, শ্রদ্ধায়, ভালবাসায় ভরিয়ে দিয়ে তার দোয়া, আশীর্বাদ নেয়ার আজই সুযোগ।

অনেক শুভেচ্ছা রইল

১৪ ই মে, ২০১৭ রাত ৮:২১

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর করে বলার জন্য।

ভালো থাকুন।

২| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:১৬

সুমন কর বলেছেন: আপনার তিন মায়ের কথা পড়ে খুব ভালো লাগল।

১৪ ই মে, ২০১৭ রাত ৮:২২

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০০

ধ্রুবক আলো বলেছেন: আপনার তিন মায়ের কথা পরে খুব ভালো লাগলো।
মা পৃথিবীর সেরা একজন।

১৪ ই মে, ২০১৭ রাত ৮:২৩

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

৪| ১৪ ই মে, ২০১৭ রাত ৮:২৬

সেলিম আনোয়ার বলেছেন: মা কে নিয়ে সুন্দর লেখা । :)

১৪ ই মে, ২০১৭ রাত ১০:১৮

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ১৪ ই মে, ২০১৭ রাত ৮:৩১

আহমেদ জী এস বলেছেন: আনিসা নাসরীন ,




সব মায়েরাই বট গাছের ছায়ার মতোন আগলে রাখতে চান তার সন্তানকে ।

সুন্দর ভালোবাসাময় লেখা । আপনার জীবনের অবশিষ্ট সময়টুকু সব মায়েদের ভালোবাসা নিয়েই কাটুক।

১৪ ই মে, ২০১৭ রাত ১০:১৯

আনিসা নাসরীন বলেছেন: সেই আশাতেই আমি আছি।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.