নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

ভালো থাকা শিখে নিয়েছি

০৩ রা জুন, ২০১৭ রাত ১০:০০

অভিমান পর্ব চুকিয়ে ফেলেছি
থাকা না থাকার মাঝে না থাকাকে বেছে নিয়েছি
অবাঞ্ছিত টান উপেক্ষার সূত্রটা শিখে গিয়েছি
সহস্র দাবী উঠিয়ে নেওয়ার নিয়মটা শিখে নিয়েছি
একতরফার গল্পটা মেনে নিয়েছি
তোমাকে ছাড়া বাঁচতে আমি শিখে গিয়েছি।

ভালো থাকার সূত্রটা আমি নিজের করে নিয়ে নিয়েছি।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:০৫

সুমন কর বলেছেন: খুব ভালো করেছেন। ভালো লাগল।

০৩ রা জুন, ২০১৭ রাত ১০:০৮

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ সুমন আপনাকে।

ভালো থাকুন।

২| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: আনিসা নাসরীন ,



বাহ... ছোট্টর ভেতরে সুন্দর ।

তো, আমরাও এমন কবিতা লেখা শিখে নিয়েছি ।

০৩ রা জুন, ২০১৭ রাত ১০:১৪

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আহমেদ আপনাকে।

কি যে বলেন,আপনি অনেক ভালো লেখেন। আমার মতোন ফাঁকিবাজি লেখা তো লেখেন না।

ভালো থাকুন।

৩| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:০৯

মোজাহিদ আলী বলেছেন: "একতরফার গল্পটা মেনে নিয়েছি
তোমাকে ছাড়া বাঁচতে আমি শিখে গিয়েছি।"
ভালো লাগার কটা লাইন সুন্দর লিখেছেন, শুভকামনা রইলো।।

০৩ রা জুন, ২০১৭ রাত ১০:১৬

আনিসা নাসরীন বলেছেন: আপনাকে ধন্যবাদ অনেক। কথাগুলো আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

ভালো থাকুন।

৪| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে একাই থাকেন। :(


আমি সুযোগ পেলেই হাতটি ধরে বলে ফেলবো আকাশলীনা চল একসঙ্গে করি বসবাস :)

০৩ রা জুন, ২০১৭ রাত ১০:১৯

আনিসা নাসরীন বলেছেন: আপনার আকাশলীনার জন্য শুভকামনা রইলো। তাড়াতাড়ি তার হাতটি ধরে ফেলুন।

ভালো থাকুন।

৫| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন +



হুম, জগতের সকল প্রাণী সুখী হোক ! =p~

০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২১

আনিসা নাসরীন বলেছেন: শাহরিয়ার আপনাকে ধন্যবাদ।

অনেক ভালো থাকুন।

৬| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২০

মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন প্রতিটি লাইন।
খুব ভালো লাগলো। +++
শুভকামনা জানবেন। ভালো থাকবেন।

০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২২

আনিসা নাসরীন বলেছেন: আপনাকে ধন্যবাদ আপনার ভালোলাগা জানানোর জন্য।
অনেক ভালো থাকুন।

৭| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লাগল।

০৩ রা জুন, ২০১৭ রাত ১০:২৩

আনিসা নাসরীন বলেছেন: আপনাকে ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন।

৮| ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:৪১

শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: অল্পের মধ্যে অনেক কিছু। ভালো লাগল।

১২ ই জুন, ২০১৭ রাত ৮:১৯

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ জয় আপনাকে।

ভালো থাকুন।

৯| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:১৯

শাহারিয়ার ইমন বলেছেন: দিনশেষে সবাই একা

১২ ই জুন, ২০১৭ রাত ৮:২০

আনিসা নাসরীন বলেছেন: হয়তো তাই।

১০| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:২২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এত ছোটর মধ্যে এতকিছু!!! =p~
বড় হলে কাব্য রচনা হয়ে যেত।
তোমাকে বলতে কাকে? ;)
পোড়া গন্ধ পাইতেছি। ;) ;) ;)

১২ ই জুন, ২০১৭ রাত ৮:২৩

আনিসা নাসরীন বলেছেন: ফয়েজ ভাই, কিছুতো পুড়ছেই। � কোন সন্দেহ নাই।

তোমাকে বলতে তাকে।

হাসালেন কিন্তু।

ভালো থাকুন।

১১| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৩৪

ধ্রুবক আলো বলেছেন: যেটা শিখেছেন সেটা একটা সার্থক কাজ, যা সবাই পারে না।
ভালো লাগলো +

১২ ই জুন, ২০১৭ রাত ৮:২৪

আনিসা নাসরীন বলেছেন: হয়তো কোন একদিন সেও পেরে ফেলবে।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

১২| ০৩ রা জুন, ২০১৭ রাত ১১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: মুক্তির স্বাদ যেন ভেসে ওঠা বুদবুদ
চোখের শরাবখানায় তালা মেরে দিয়েছি
অলিন্দ নিলয় শিরায় ঘৃনা গেঁথে দিয়েছি!

১৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর অনুভাবী কবিতা। +++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.