![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরেট কিছু ভুল কথা দিয়ে
ডুবে যাওয়া পঞ্চমীর চাঁদের সাথে
পাল্লা দিয়ে চলা মানুষটির
কখনো কি একা লাগে না
নাকি ভুলকে ভুল মনে হয় না?
যে বিস্তর কথা সমুদ্র তার
কল্যাণ নীতির আড়ষ্টে,
তার মাঝে সে কথা কই
যে কথায় একজন আমি ছিলাম
একটা অপেক্ষা ছিলো
কিছু তো ছিলো।
নাকি কথা না রাখাই তার কথা!
২| ১২ ই জুন, ২০১৭ রাত ৯:১৯
দীপঙ্কর বেরা বলেছেন: খুব ভাল লাগোল ।
দারুণ
৩| ১৩ ই জুন, ২০১৭ রাত ১২:১২
ইফতেখারুল মবিন বলেছেন: দারুণ!!
৪| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ১২:২০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
৫| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৭ রাত ৮:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: আপনার এ অল্প কথায়, তো অনেক কথা বলছে ...............
অনেক সুন্দর ভাবে প্রশ্ন করেছেন।
ভালো থাকুন আনিসা.. ।