নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

আমাদের মন খারাপের বেলা

০৬ ই জুলাই, ২০১৭ রাত ২:৪১

মাঝে মাঝে যখন আমাদের খারাপ সময় যায় তখন আমরা দুইজনই খুব স্বাভাবিক থাকার আচারণ করি। ঠোঁটে হাসি থাকি, হালকা হালকা মজার কথাও থাকে। যেনো কোথাও কিছু হয়নি টাইপ। তাও কিন্তু আমরা টের পাই মন খারাপ আমাদের। কিন্তু আমরা কেউ কারো কাছে তা জানাতে চাইনা। কারণ, কেউ চাইনা একজনের মন খারাপের কথা শুনে পাশের জনও কষ্ট পাক।

তবে মাঝে মাঝে মনে হয় একসাথে দুইজনের মন খারাপ না হলেই হয়তো ভালো। একসাথে হলে যেটা হয় দুইজনকেই কমা মুডে চলে যেতে হয়। এর থেকে যদি আলাদা আলাদা সময়ে হয় তাহলে একজন আর একজনকে ঠিক করে ফেলতে পারে, নানা রকম দুনিয়াছাড়া কাজ কাম দিয়ে।

আর তা যদি নাই হয় তাহলে কি আর করার, হোক একসাথেই মন খারাপ। কাটুক একটা দিন একটু ঝিমিয়ে। কাটুক একটা দিন কোন এক মন খারাপ করা গান শুনে।

মোরাল অফ দ্যা স্টোরি : প্রথমদিনের মন খারাপ করা থেকে শিক্ষা নিয়েছি, যদি দু'জনের প্রতি দু'জনের বিশ্বাস থাকে তবে সব খারাপ থাকা কাটিয়ে ওঠা যায়, সব মন খারাপ করা উড়িয়ে দেওয়া যায় বিশ্বাসের জোরে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৩

নদীর মোহনা বলেছেন: প্রথমদিনের মন খারাপ করা থেকে শিক্ষা নিয়েছি, যদি দু'জনের প্রতি দু'জনের বিশ্বাস থাকে তবে সব খারাপ থাকা কাটিয়ে ওঠা যায়, সব মন খারাপ করা উড়িয়ে দেওয়া যায় বিশ্বাসের জোরে। ঠিক তাই।

মন বেটাটা বড়ই দয়ালু। প্রিয় মানুষের মন খারাফ দেখলে বেচারা দয়ায় কেদে উঠে।

১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৪

আনিসা নাসরীন বলেছেন: দয়া না, এটা ভালবাসা।

ধন্যবাদ আপনাকে।

২| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: যদি দু'জনের প্রতি দু'জনের বিশ্বাস থাকে তবে সব খারাপ থাকা কাটিয়ে ওঠা যায়, সব মন খারাপ করা উড়িয়ে দেওয়া যায় বিশ্বাসের জোরে -- অমূল্য একটা শিক্ষা নিয়েছেন প্রথমদিনের মন খারাপ করা থেকে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
পোস্টে ভাল লাগা + +

১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৫

আনিসা নাসরীন বলেছেন: আপনার প্রত্যেকটা মন্তব্য আমাকে লেখতে আর সাহায্য করে। অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৫

মোস্তফা সোহেল বলেছেন: মন খারাপ হলে তাকে ভাল করা আমার কাছে কঠিনই মনে হয়।

১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৬

আনিসা নাসরীন বলেছেন: কঠিন হলেও তা কিন্তু করতেই হয়।

৪| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২০

আহমেদ জী এস বলেছেন: আনিসা নাসরীন ,




চমৎকার ও বিদগ্ধ একটি কথা বলেছেন --
দু'জনের প্রতি দু'জনের বিশ্বাস থাকে তবে সব খারাপ থাকা কাটিয়ে ওঠা যায়, সব মন খারাপ করা উড়িয়ে দেওয়া যায় বিশ্বাসের জোরে।

১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৬

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.