নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

ছেড়ে আসা শিখুন

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩২

বন্ধু ভেবে ছোট বেলার প্রিয় সেই মুখগুলো, যারা পাশে থাকলে মনে হতো এটাই জীবন। আজ প্রয়োজনের শেষে এরা কোথায় হারিয়ে গেলো পিঠে ছুড়ি বসিয়ে ভাবাই তা দায়। আর সেই প্রিয় মানুষটা যার চোখে প্রেম দেখে মনে হয়েছিলো এই তো আমার, সবটুকু আমার। দিনশেষে যখন দেখা গিয়েছিলো এমন কথা সে অনেক মানুষকেই দিয়ে এসেছে তখন নিজেকে ভীষণ প্রতারিত লাগাটাই স্বাভাবিক।

মনে হতেই পারে তখন সব শেষ, প্রিয় বন্ধু গুলো আর সেই প্রিয় মানুষটিও। যারা এমন করে ছেড়ে আসার গল্পটা রচনা করে হেঁটে চলে আসতে পারে আপনাকে রেখে তাদের ধরে রেখে নিজের মনে নিজেকে আঘাত করার কোন মানে নেই। যারা ছেড়ে দেওয়ার গল্প লিখে ফেলেছে তাদের ছেড়ে আসুন। নিজেকে আঘাত করা বন্ধ করুন। তাদের জীবনে আপনার প্রয়োজন ফুরিয়েছে বলেই আজ আপনাকে বিদায় দিয়েছে তারা।

মেনে নিতে শিখুন তাদেরকে। মেনে নিতে শিখুন তাদের না বুঝতে পারা আসল রূপকে। একদম ফেলে আসুন, ছেড়ে আসুন। অপরিচিত হয়ে যান তাদের চোখে। কখনো দেখা হলে তারা নিজ থেকে কথা বলতে আসলে বলুন ঠিক চিনতে পারছি না তো, কে আপনি .....

আত্মসম্মানবোধ হারাবেন না, এটা চলে গেলে আত্মার মৃত্যু হয়।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সুন্দর রিমাইণ্ডার। সম্পর্ক চিরধ্রুবক হিসেবে ধরে নেয়া উচিত না। আবার শত্রুকেও চরমভাবে ঘৃণা করাও উচিত না। সেও হয়ত একসময় কাজে লাগতে পারে।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৮

আনিসা নাসরীন বলেছেন: বাস্তবতা বুঝতে হবে।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

জীয়ন আমাঞ্জা বলেছেন: আমার আবেগের মূল্য যে দেবে না, তার কাছে কেন আবেগের অসম্মান করাব!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

আনিসা নাসরীন বলেছেন: একদম তাই।

৩| ১০ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫

ভ্রমরের ডানা বলেছেন:


ব্লগে নিয়মিত হোন। আপনার লেখা খুবই ভাল লাগে! ফিরে আসুন...

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

আনিসা নাসরীন বলেছেন: আপনার কমেন্ট মিস করছিলাম। শুরু করবো আবারো।

ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.