নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

সব ঠিক আছে কি !

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪

প্রতিদিনের মুখস্থ বুলির মতোন কিছু মানুষ প্রতিনিয়ত বলে চলছে সব ঠিক আছে.... কোথাও কোন হাহাকার নেই... কোথাও কোন মন খারাপ নেই..
কোথাও এক চিলতে আকাশের মাঝে আঁধারের কোন ভেলা নেই..
সব ঠিক আছে...

সব ঠিক আছে...আমার সব ঠিক আছে...


এই সব ঠিক আছের মাঝে সবকিছু ঠিক কতোটুক ঠিক আছে ?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কতটুকু???

প্রশ্ন বটে। অনেকে বলতে হয় বলেই বলে।আবার অনেকে ঠিক নাই তবুও বলে।
হটাৎ এই প্রশ্নের উদয় হল কেন আপনার মনে?

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

আনিসা নাসরীন বলেছেন: কেনো মনে হলোজানি না। হয়ে গেলো।

বেশির ভাগ মানুষই মনে হয় বলতে হয় তাই বলে।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: ঠিক না থাকলেও লোককে ঠিক আছে বলাই ভালো । নিজের কষ্ট অন‍্যকে না জানিয়ে থাকাই ভালো । এতো ঝামেলা র ভীড়ে আজকাল কেউ অন‍্যের কষ্ট শুনতে চায় না । বরং হাসিখুশি মানুষ টাকেই সবাই পছন্দ করে ।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

আনিসা নাসরীন বলেছেন: মুখোশের আড়ালে থাকাই ভালো।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৬

আহমেদ জী এস বলেছেন: আনিসা নাসরীন ,




শেষ লাইনে কঠিন একটি প্রশ্ন করে ফেলেছেন হয়তো নিজের অজান্তেই । উত্তরটা ব্যক্তি বিশেষে , তার অভীষ্ট লক্ষ্যের উপর তার দৃষ্টিভঙ্গীর , তার প্রাপ্তির, পরিপার্শ্বের সাথে তার অভিযোজনের উপর নির্ভর করবে ।
আর সাদামাটা উত্তর হলো - যিনি বলেন সব ঠিক আছে তারও কিছু ঠিক থাকেনা । আবার যিনি বলেন কিছু ঠিক নাই তারও অনেক কিছুই ঠিক থাকে ।
মানুষ " হিপোক্রেট" বলেই এমন বলে - ভালো আছি কিম্বা সব ঠিক আছে ।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

আনিসা নাসরীন বলেছেন: হয়তো কথা বাড়াতে চায় না অনেকেই তাই বলে।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: আসলে কিছুই ঠিক নই।

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৬

আনিসা নাসরীন বলেছেন: সবকিছু ঘোলাটে।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

সুমন কর বলেছেন: সব কি আর ঠিক থাকে....!!

২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

আনিসা নাসরীন বলেছেন: কিছুই হয় না ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.