নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ আমার আপন জগত

আনিসা নাসরীন

এ এক অনন্ত যাত্রা

আনিসা নাসরীন › বিস্তারিত পোস্টঃ

মুক্ত আকাশ

০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫


এক কঠিন বেসাতির ভীড়ে তুমি আর আমি একটি পাখির আত্মা নিয়ে জন্মেছি। এখনের এই পরিবেশ আমাদের জন্য নয়। এখানের সবকিছু বড্ড মেকী, বড্ড কাটাকাটা। কেমন যেনো সব যান্ত্রিকতায় ভরা। এক মনে বসত করিয়ে বেড়াচ্ছে অনেক জনকে। এতো নিয়ম, এতো জটিলতা, এতো মুখোশ দেখে হাঁপিয়ে উঠেছি ভেতর ভেতর। এর আবদার, তার ইচ্ছা, তার হাসি এসব দেখতে দেখতে তারা সব ভালো সময়গুলো আমাদের থেকে কেড়ে নিতে বসছে। তারা জানেনা কি টান ধীরে ধীরে তারা বাড়িয়ে দিয়ে যাচ্ছে আমাদের মনের মাঝে। আলাদা হবার জন্য তোমার আমার জন্ম হয়নি এ পৃথিবীতে।

আজন্ম এ মুক্ত আকাশের দিকে তাকিয়ে আমার ঘর ছাড়তে ইচ্ছা করেছে, আমার ঐ মুক্ত পাখি হতে ইচ্ছা করেছে। তোমার হাতে হাত রেখে ঐ মুক্ত আকাশে আমার ডানা মেলার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ করে ফেলবো এই আমরা। ভালো থেকো আমার প্রিয় মানুষ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

মিঃ সালাউদদীন বলেছেন: এতো ছোট আকারে এতো সুন্দর গল্প আর কখন-ও পড়ি-নি ! ভালো লাগলো, ভালো থাকবেন ।এতো ছোট আকারে এতো সুন্দর গল্প আর কখন-ও পড়ি-নি ! ভালো লাগলো, ভালো থাকবেন ।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:১৮

আনিসা নাসরীন বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: ভালো।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:১৮

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ খায়রূল ভাই।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: এই নোংরা ছবিটা ডিলিট করছেন না কেন?

০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:১৯

আনিসা নাসরীন বলেছেন: দুঃখিত ভাইয়া, ওনার এই নোংরা কমেন্ট আমি মাত্র দেখলাম।

৪| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৩

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতা বেশ ভালো লাগল!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৩

আনিসা নাসরীন বলেছেন: ধন্যবাদ আপনাকে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.