![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা দিবস নিয়ে অনেকেই দেখলাম রেগে আছে... রেগে যাওয়ার কি আছে আসলেই বুঝলাম না....
প্রত্যেকটা দিন তাঁকে যেমন করে ভালোবেসে আসছি আজকের দিনেও তাঁকে তেমন করে ভালোবাসছি... শুধু প্রত্যেকদিন বলা হয় না শুভ ভালোবাসা দিবস, আজ শুধু বললাম।
আরো যেমন- বাবা দিবস, মা দিবস... এই দিবসের দিনেই কি শুধু বাবা মাকে বেশি ভালোবাসছি... অন্য দিন কি নয়? একদম তা নয়... অন্যদিনের মতো সেদিনও তাঁদের ভালোবাসছি। শুধু একটা দিন বলে আসছি শুভ বাবা বা মা দিবস।
যে কোন উৎসব হোক আনন্দের... ত্যানা প্যাঁচানো ছাড়া.. উৎসব হোক রঙের খেলার, উৎসব হোক হাসির মেলার।
০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:২৯
আনিসা নাসরীন বলেছেন: অনেক দিন পর... আপনি আছেন ভালো?
২| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৯:২৭
বারিধারা ২ বলেছেন: উৎসব করার মত অনেক দিবস দেশে আছে - ভালবাসা দিবসের নামে এদেশে যা হয়, তা স্রেফ নোংরামি ছাড়া আর কিছুই না। এই দিবস পালাপোষা হচ্ছে কেবল ব্যবসা বাড়াতে - আর কোন উদ্দেশ্য নেই।
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:১৪
আনিসা নাসরীন বলেছেন: সব উৎসব নিয়েই ব্যবসা হচ্ছে কারণ আমরা তা করার সুযোগ দিচ্ছি তাই... নোংরামি মনে থাকলে সবকিছুতেই নোংরামি করা যায়.....
৩| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: যারা ট্যানা প্যাঁচায় তাদের মনের ভেতরের অবস্থা এলোমেলো।
০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:১২
আনিসা নাসরীন বলেছেন: আসলেই তাই ভাই...
৪| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৩০
সামছুল আলম কচি বলেছেন: ভ্যালেন্টাইন ডে খুব বাজে একটা নতুন কালচার। এ দিয়ে বিপরীত Gender ( লিঙ্গ) দের মধ্যেই বন্ধুতা প্রকাশ । যে সব রাস্ট্রে পরিবার বলতে কিছু নেই। সমাজে স্ত্রী-পুরুষের মেলামেশা হয় জীব-জন্তুর মত আর নারী হল ভোগের সামগ্রী। আত্ম তৃপ্তির জন্য যেখানে ভালবাসা বস্তুর মত হয়ে গেছে, তারাই “ভ্যালেন্টাইন – ডে” ক্যামোফ্লাজ তৈরী করে নতুন শিকার খুজতে থাকে।
এখন আমাদের খুব স্পষ্ট করে বুঝতে হবে কে কার বন্ধু হবে কিংবা হতে পারবে এবং তার ধাপ কি হবে। “ভ্যালেন্টাইন” মরে গেছে “একজন মাত্র বন্ধু কে ভালবেসে”। এখন, এ সময়ে আমাদের সবার প্রিয় বন্ধুর সংখা কি মাত্র একজন করেই আছে ??!!
মেনে নেই আমার প্রিয়জন মাত্র একজনই। তা হলে তাকে সাজিয়ে- গুজিয়ে অন্যদের দেখানো কেন ?? বন্ধু, যে আমার সবচেয়ে প্রিয় জিনিস তার রঙ, রূপ যদি অন্য কারও মনে ধরে ??!! আর আমার চেয়েও সুন্দর পুরুষ যদি আমার প্রিয়জনের মনকে বাকিয়ে দেয় !! এ পরিনতির ছ্যাকা কি সমাজে সংসারে অহরহ দেখছি না !!
জেনে শুনেও আমরা যেন অন্ধকারের পথে হাটছি। আর আমাদের এ উদ্ভট, উলঙ্গ চলায় “বেহায়া” তার সাফল্য দেখে হাসছে। সরি।
০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:১৫
আনিসা নাসরীন বলেছেন: নোংরা দিক রেখে ভালো দিক বেছে নিলেই কিন্তু হয়..
আর যদি কারো মন বাকারই থাকা তাকে তো আর ঘরে তালা দিয়ে আটকে রাখতে পারবেন না.....
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৮ রাত ২:২৩
ভ্রমরের ডানা বলেছেন:
বহুদিন পর এলেন! শুভেচ্ছা!