![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাপের বিষ মুখে নিয়ে চলা মানুষগুলো হুট করে আসলে কখনোই বদলায় না,
তারা শুধু নতুন ভোল ধরে অন্য ভাবে আঘাত করার জন্য। এদের নতুন ভোল দেখে আমরা হয়তো ভাবি আরে এ তো আর আগের মতোন নেই, এ তো বদলে গেছে। মিষ্টি মিষ্টি কথার প্যাঁচে ফেলে সে ছুড়ি চালাবে বুকে সেই আঘাত সহ্য করা আসলেই কষ্টদায়ক। তাই এদের পাল্টানো রূপ দেখে ভুলে যাবেন না। মনে রাখবেন বড় কোন আঘাত দেওয়ার জন্য তারা অপেক্ষা করে আছে।
চোখ, কান খোলা রাখুন।
_ আ নি সা
২| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮
সাইন বোর্ড বলেছেন: অাপনার কথা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে একই লেখা দুই নামে পর পর দুবার পোস্ট দেওয়ার মধ্য দিয়ে । এরপরও যদি কেউ এর গুরুত্ব না বোঝে, তাহলে তাকে অবশ্যই অাফসোস করতে হবে ।
৩| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩
বিজন রয় বলেছেন: আপনার আবার কি হলো?
কয়লা ধুলে তো ময়লা যায় না।
তবে মিষ্টি কথায় না ভুললেই হলো।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: আসলে শয়তান সারা জীবন শয়তানই থাকে।