নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানলা আমার মানেনা আজ ধর্মের বিভেদ/জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না

অঞ্জন ঝনঝন

অঞ্জন ঝনঝন আমার আসল নাম না। আমি সামুর নিয়মিত ব্লগারও না। মাঝেমধ্যে ঘুরে যাই ভাল্লাগে।

অঞ্জন ঝনঝন › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ যে কারনে আমি আমার স্মার্ট, কুল, ফ্রেন্ডদের সাথে কথা বলতে রীতিমতো ভয় পাই :P

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২


ভার্সিটিতে আসার শুরুর দিকের কথা, একদিন শুনলাম বন্ধুরা মিলে পরিকল্পনা করছে সবাই  রুপসায় "হ্যাং আউটে" যাবে। "হ্যাং আউট" কি জিনিস আমার মাথায় ঢুকলো না! ধরে নিলাম যে "হ্যাং আউট" নিশ্চয়ই কোন পার্কের নাম হবে। অবশ্য কোন রেস্টুরেন্টও হতে পারে। আজকাল এসব জায়গার নাম ইংরেজীতে রাখার এক নতুন প্রবনতা চালু হইছে।
কিন্তু একটু পর ফেইসবুকে দেখলাম আরেক দল চেক-ইন দিছে হ্যাং আউট এট ভৈরব নদীর পাড়। মাথায় প্যাঁচ খায়া গেল, ঘটনা কি! হ্যাং আউট না রুপসায়! এটা আবার ভৈরব নদীর পাড়ে আসল কিভাবে?


এর কিছুদিন পরে আরেক ঘটনা, আমার একটা লেখা পত্রিকায় ছাপা হইছে। আর কয়েকটা বন্ধু এসে ধরলো দোস্ত "ট্রীট" দে। আমি ট্রীট কি জিনিস না বুঝে দাঁত বের করে একটা হাসি দিলাম। ওরা বললো "আরে হাসলে হইবো না তুই ট্রীট দে।" এবার আমি কিঞ্চিত বিরক্ত হইলাম। এরপর ওদের লাগাতার প্যানপ্যানানিতে একসময় মেজাজ হারিয়ে  বলেই ফেললাম "আরে! আমি ট্রীট  দিমু কই থেকে! আমার কাছে ট্রীট আছে নাকি!"
বন্ধুগুলা অবাক দৃষ্টিতে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে রইল। এরপর তো হাসতে হাসতে তাদের মুর্ছা যাবার যোগাড়। আর আমি লজ্জিত, বিক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। একসময় এক সহানুভূতিশীল বন্ধু  বুঝিয়ে দিলে ট্রীট দেয়া বলতে খাওয়ানো বুঝানো হইছে।

আমার এই দুর্দশার গল্প এখানেই শেষ হতে পারতো। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি! একদিন দেখলাম আমার সদ্য বিবাহিতা এক বান্ধবী একটা দামী রেস্টুরেন্টে চেক-ইন দিছে। লিখছে উইথ মাই সুইট হাবি। আমি "হাবি"র মরমার্থ না বুঝে নিরীহ গোবেচারার মত মন্তব্য করে বসলাম দোস্ত বানান ভুল হইছে *হাবিব হবে। কেন বুঝতে পারলাম না ও একটু পরেই  আমাকে ব্লক করে দিল। দুদিন পর দেখলাম ওর  স্বামী আমাকে ফেইসবুকে   মেসেজ করছে ভাই হাবিব কে?  ওর সাথে নেহার কি সম্পর্ক ?  আমি এরমধ্যে জেনে গেছি হাবি মানে হাজবেন্ড বুঝায়। তাই কি উত্তর দিব বুঝতে না পেরে এইবার আমিই ওর হাজবেন্ডরে ব্লক করে দিলাম।

এই একে একে টানা তিনটে ঘটনা ঘটার পর এখন আমি আমার কুল ডুড ফ্রেন্ডসদের সাথে কথা বলতে গেলে রীতিমতো উদ্বেগের মধ্যে থাকি। কখন কি বুঝতে ভুল করি না কি বলে ফেলি কে জানে! হররোজ এমন উদ্ভট সব ইংরেজি শব্দের আমদানি করলে এর সাথে তালই বা মিলাই কেমনে?

মন্তব্য ৫৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯

জটিল ভাই বলেছেন: ভাই, হাবিব কে???

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

অঞ্জন ঝনঝন বলেছেন: এই প্রশ্নের জবাব দিতে গিয়া বান্ধবীর কি হাল হইছিলো আল্লাহই জানে :D

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: অ্যাঁ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

অঞ্জন ঝনঝন বলেছেন: হ্যাঁ! :D

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১

চেংকু প্যাঁক বলেছেন: হাবিব কে? ওর সাথে নেহার কি সম্পর্ক ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

অঞ্জন ঝনঝন বলেছেন: "হাবিব কে?" এইটা লাখ টাকার কোয়েশ্চেন :D

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

পথহারা মানব বলেছেন: হা হা.....সুইট হাবি ;)
ভাই আমারো একই সমস্যা হত। গ্রাম থেকে আসা গো-বেচারা টাইপের ছেলে" একদিন কোচিং এ এক বন্ধুর কাছে কিছু একটা জানতে চাইলে সে বলল আমার নেট ছিল না! আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে, না বুঝার ভান করেই বললাম আচ্ছা। তখন পযন্ত নেট বলতে আমি মাছ ধরার জালকেই বুঝি। হা হা হা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

অঞ্জন ঝনঝন বলেছেন: হা হা নেট বলছে আর জাল বুঝছিলেন। যদি কইতো ডাটা ছিলনা তাইলে কি মনে হইতো " ডাটা" শাকের সাথে এর সম্পর্ক কি !!! :D

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

সজুসজীব বলেছেন: :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

অঞ্জন ঝনঝন বলেছেন: :D

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

সুমন কর বলেছেন: হাহাহা........ =p~

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

অঞ্জন ঝনঝন বলেছেন: :D ;)

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

জনৈক অচম ভুত বলেছেন: লাস্টেরটায় তো কাম সাইরালছেন! =p~

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

অঞ্জন ঝনঝন বলেছেন: ভয়ে আছি! বান্ধবীর সাথে দেখা হইলে আমারে আর আস্ত রাখবনা :D ;)

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

আহা রুবন বলেছেন: হো হো হা-আ... শেষে এসে প্রাণ খুলে হাসলাম!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১

অঞ্জন ঝনঝন বলেছেন: হা হা এইবার প্রাণটা বন্ধ করেন ..

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১

প্রামানিক বলেছেন: দারুণ দারুণ - --

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩২

অঞ্জন ঝনঝন বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :D

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৪

নিশি মানব বলেছেন: বলেনতো, ব্রেকআপ শব্দটার মানে কি? :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৬

অঞ্জন ঝনঝন বলেছেন: "ব্রেকআপ" শব্দের একটা পারফেক্ট বাংলা আছে। তা হইলো "খায়া ছাইড়া দেওয়া" :P :D
বি দ্রঃ ভুল বুঝবেননা ব্রেকআপ নারীপুরুষ দুপক্ষই করতে পারে। :D

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৮

রক্তিম দিগন্ত বলেছেন: একদিন দেখলাম আমার সদ্য বিবাহিতা এক বান্ধবী একটা দামী রেস্টুরেন্টে চেক-ইন দিছে। লিখছে উইথ মাই সুইট হাবি। আমি "হাবি"র মরমার্থ না বুঝে নিরীহ গোবেচারার মত মন্তব্য করে বসলাম দোস্ত বানান ভুল হইছে *হাবিব হবে। কেন বুঝতে পারলাম না ও একটু পরেই আমাকে ব্লক করে দিল। দুদিন পর দেখলাম ওর স্বামী আমাকে ফেইসবুকে মেসেজ করছে ভাই হাবিব কে? ওর সাথে নেহার কি সম্পর্ক ? আমি এরমধ্যে জেনে গেছি হাবি মানে হাজবেন্ড বুঝায়। তাই কি উত্তর দিব বুঝতে না পেরে এইবার আমিই ওর হাজবেন্ডরে ব্লক করে দিলাম।

এপিক!!! এপিক!!! হাহাহা। =p~

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৪

অঞ্জন ঝনঝন বলেছেন: :D :D

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৫

আরণ্যক রাখাল বলেছেন: হা হা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

অঞ্জন ঝনঝন বলেছেন: :D

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৭

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাল লাগল,আপনার লেখার হাত ভাল।প্রোফাইলে সালমানের ছবি ক্যান ভাই?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

অঞ্জন ঝনঝন বলেছেন: ধন্যবাদ ভাই। কয়েকদিন আগে খুলছি ব্লগটা তখন সালমানের মৃত্যু দিবস উপলক্ষে ওর কথা ঘুরতেছিল মাথায়। তাই :D

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: লেকচার শেষে পোলাপান স্যাররে বলতো, স্যার, স্লাইড দেন । আমি তখনও বুঝতাম না শীটকে স্লাইড বলে...

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

অঞ্জন ঝনঝন বলেছেন: হা হা শীটের আরেকটা বাংলা আছেনা "চোথা"! আমি প্রথমবার শুইনা কই কি অশ্লীল কথাবার্তা কইতাছে! :D

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

মো:সাব্বির হোসাইন বলেছেন: হা হা হা!!

মজা পাইলাম ভাই।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

অঞ্জন ঝনঝন বলেছেন: আপনি মজা পাউছেন শুইনা ভাল্লাগল :D

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২০

দুর্বার ২২ বলেছেন: হাহাহাহা!!!! ভাই, আপনি কিন্তুু একটা সংসারে অশান্তি ঢুকাই দিছেন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

অঞ্জন ঝনঝন বলেছেন: আমি কি করাম! :( ইচ্ছা কইরা করি নাইতো :D

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কুল ডুড ফ্রেন্ডসদের !!! জাতরে নামে বজ্জাতি আসলেই ঝামেলার ;)

:P ;) =p~ =p~ =p~

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

অঞ্জন ঝনঝন বলেছেন: আমি এখন ঘুরাঘুরি, খাওয়ানো ভুইলা গেছি। হ্যাং আউট আর ট্রীটই আসল :D

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাবিব রে আমি চিনি :P ;) =p~ =p~ =p~

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

অঞ্জন ঝনঝন বলেছেন: তাইলে বলেন হাবিব কে? ওর সাথে নেহার কি সম্পর্ক ? :D

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২০

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: গফ, বফ, হাগ এইগুলান এট্টু বুঝাইয়া কইনযে,,,

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

অঞ্জন ঝনঝন বলেছেন: গফ শব্দটা আইসছে গপ্পো থেইকা এটা মানে চাপাবাজি :D আর হাগ মনে লয় হাগুর সংক্ষিপ্ত রুপ :P আর বফ মানে আপনে বাহির করেন। এটা আপনার বাড়ীর কাজ ;)

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২২

নতুন বলেছেন: দুদিন পর দেখলাম ওর স্বামী আমাকে ফেইসবুকে মেসেজ করছে ভাই হাবিব কে? ওর সাথে নেহার কি সম্পর্ক ?

=p~

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

অঞ্জন ঝনঝন বলেছেন: জানেন নাকি হাবিবের সাথে নেহার কি সম্পর্ক? :D

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

রাশেদ রাহাত বলেছেন: হাবিব ইজ মাই বড় মামা, নাউ এ্যাট কুয়াত।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

অঞ্জন ঝনঝন বলেছেন: কন কি! তাইলে বলেন আপনার মামার লগে নেহার সম্পর্ক কি? :D

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৩

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: আন্নে আবারও ফেল,,, গফ gf মানে গার্লফ্রেন্ড, বফ bf মানে বয়ফ্রেন্ড, হাগ hug মানে জড়িয়ে ধরা,,,

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

অঞ্জন ঝনঝন বলেছেন: কনকি! (চোখ গোল গোল করার ইমো হইবে)

২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮

শায়মা বলেছেন: এই পোস্ট পড়ে আমি হাসতে হাসতে মারাই গিয়েছিলাম!!!!!

বেঁচে উঠে আবার আসলাম !!!!!!!!!! :P

তবে প্রিয়তে রেখে দিলাম হা হা হা

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৪

অঞ্জন ঝনঝন বলেছেন: আমার পোস্ট আপনার প্রিয়তে!!!! সিরিয়াসলি!!! এইবার তো আমি মারা যামু....

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: না না না তুমি মারা যাইওনা ভাইয়া!!!!!!!!!!!

প্লিজ

তুমি মরলে ২০১৬ এর স্বল্প স্বল্প জিনিয়াসদের মাঝে আরও জিনিয়াস স্বল্পতায় ভুগবো তো!!!!!!!!!:(

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৪

অঞ্জন ঝনঝন বলেছেন: জিনিয়াস!!!! থাক আপু আর নিতে পারবোনা :P

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: লাস্টেরটা হেব্বি ছিল। =p~ =p~ =p~

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৫

অঞ্জন ঝনঝন বলেছেন: ভাই হেব্বি মানে কি? ;)

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১২

সাহসী সন্তান বলেছেন: আমি ফেসবুকের প্রথম লগ্নে একবার এক ফ্রেন্ডরে ম্যাসেজ দিলাম, কিরে কেমন আছিস? বন্ধুটা উত্তর দিল-F9. বলাই বাহুল্য তখন আমার মেজাজ সেইরকম খারাপ হয়ে গেল। ভাবলাম বন্ধুটার সাথে ক্লাস নাইনে থাকতে একবার ভীষণ গন্ডগোল করছিলাম, ও বোধহয় সেটাই বোঝাতে চাইছে!

প্রচন্ড রাগ নিয়ে উত্তর করলাম- 'তোর গুষ্টি কিলাই ব্যাটা ব্যক্কল কুনহানকার! সেই কতআগের কথা তুই এখনো ভুলতে পারস নাই, ম্যাসেজ দিলাম ভাল ভাইব্বা আর ভাব মাইরা তুমি ক্লাস নাইনের ঘটনা মনে করাইতেছো না?'

তারপরে ব্লক করে দিলাম। কিন্তু পরে বন্ধুটার সাথে দেখা হইলে কইলো- কিরে সেদিন ওসব কইলি ক্যান? পরে আমি ওরে বিস্তারিত বলার পরে ওর সেকি হাসি। তারপর জানলাম আসলে F9 মানে হইলো ফাইন! ;)

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭

অঞ্জন ঝনঝন বলেছেন: হা হা শর্টকাট এখন আরেক সমস্যা। মন্তব্যের জন্য tnq মানে থ্যাংক ইউ আর কি! :D

২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২২

গেম চেঞ্জার বলেছেন: #:-S :-P

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৯

অঞ্জন ঝনঝন বলেছেন: :D

২৮| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৫

কালীদাস বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.