![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন কোনো টেবিলের সামনে বসি, তখন মনের অজান্তেই হাতের আঙ্গুলটাকে কলম বানিয়ে তার উপর পেঁচিয়েই যাই....
উদ্দেশ্যহীন রেখা টেনে টেনে নিজেকে ব্যাক্ত করি টেবিলটার কাছে!
অনেক না জানা ভাষার সাক্ষী ঐ টেবিল গুলো কি.... আমাকে বোঝে ?, যখন জীবিত সত্বাগুলোই বোঝেনা ...., তখন টেবিলটাই বা কেনো এতো প্রিয় আমার কাছে ??
জানতে খুব ইচ্ছা হয়....!
একসময় দেখলাম শুধু আমিই নই, অনেকেই প্রতিনিয়ত সাক্ষীর দল বাড়িয়েই চলেছে এভাবে! তবে এর পেছনের কারনটা কি..? খুজতে থাকলাম। একসময় উপলব্ধি হলো প্রত্যেকটি মানুষই হয়তো তার ভেতরে জমানো আকাংখার আর্তনাদ, আকড়ে ধরা স্বপ্নের প্রতিবিম্ব, বিবেকের জালে আটকে পড়া 'নষ্ঠ' কিংবা অনাকাঙ্ক্ষিত প্রাপ্তির উল্লাস পৃথিবীময় ছড়িয়ে দিয়ে সবাইকে জানান দেয়ার মাঝে নিজের একরকম সার্থকতাকে খোঁজে! জানি না ধারনা কতটুকু সত্যি ,তবে নিজের ভাবনার প্রতি আমি সদা সম্মান রাখি।
ছোটবেলায় ছবি আঁকা কিংবা গোটা গোটা অক্ষরে স্বপ্নের রেখা ছড়ানো ডাইরির পাতাগুলো হয়তো আমার মতো অনেকের সাথেই রোজ কথা বলে... আশ্চর্য ওরাও অপুর্নতায় কাতর! তবেকি ওদের ভেতরেও জানান দেয়ার প্রবনতা?! " ভার্চুয়াল এই জগতে কিটপতঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটি জড়ো পদার্থ এবং মানুষ প্রতিনিয়ত নিজেকে জানান দেয়ার প্রতিযোগিতায় মগ্ন এখানে " আশ্চর্য ভাবে আমি কেনো অগোচরে?।
GPA5 পেয়ে যখন ভালো কলেজে ভর্তির প্রতিযোগিতা চলছে....! তখন একদল ব্যাক্তি নেপচুনে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত সময় পার করছে... আশচর্য এখানে কেউ বলছেন না পিথাগোরাস এর পরিচয় কিভাবে সবার কাছে সহজ ভাবে জানান দেয়া যায়...! এখন পর্যন্ত এ বিষয়ে সমাধানের উপায় নিয়ে কাউকে কোনো পদক্ষেপ ব্যখ্যা করতে দেখিনি! অথচ সমালোচনায় তীরস্কার করতে ভিডিওচিত্র/ অডিও জোকস/ ফেসবুক স্ট্যাটাস /ব্লগপোস্ট অহরহ দেখেছি -শুনেছি।
এটাও তাদের কাছে নিজেকে জানান দেয়ার প্রতিযোগিতারই অংশ মাত্র, কোনো সভ্যতার বিকাশ নয় বরং ধংশের দিকেই ধাবিত করা। আমাকে অন্যএকজন কি ব্যখ্যা করছে সেটা মূখ্য নয় বরং আমি আলোচনার বিষয় এটাই বড় অনেকের কাছে।
'
বিঃদ্রঃ কাউকে কটাক্ষ কিংবা প্রহসন মুলক অনুভূতী অনিচ্ছাকৃত! পরিশেষে শিক্ষা ও চেতনার সঠিক বিস্তার কামনা করছি!
©somewhere in net ltd.