![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।
বাড়িতে মানুষ বিড়াল পোষে কেন জানেন?? ইঁদুর তাড়ানোর জন্য। আর কুকুর?? কুকুর পোষে হল বাড়ি পাহারা দিতে। ওলামা লীগও কুকুর বিড়ালের মত ঐ একই জিনিস। আওয়ামীলীগ ওলামা লীগ পোষে ফতোয়া দেওয়ার জন্য। আওয়ামীলীগ যে নাস্তিক দল নয়, তাহাদেরও যে ইমান বলিয়া এক খানা বস্তু রহিয়াছে তা সার্টিফাই করার জন্য যোগ্য লোক তো লাগবেই। না...কি??? আমি আপনি বললে তো হবে না। আফটার অল ভোটের রাজনীতি বলিয়া কথা।
গত এক মাসে দুটি নিউজ পড়ে আমি চো**ই হয়ে গেলাম।
নিউজ নাম্বার- ১ঃ সানি লিওন বাংলাদেশে আসলে হেফাজত ইসলাম বিমান বন্দর ঘেরাও করবে।
নিউজ নাম্বার- ২ঃ পাওলি দাম বাংলাদেশে আসলে ওলামা লীগ তাকে ঘেরাও করবে।
বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দল আছে। যাদের কোন কার্যক্রম নাই। অধিকাংশ বাম দলই এই আওতা ভুক্ত। তাই মাঝে মাঝে এরা গর্ত থেকে বেরিয়ে একটা আওয়াজ তুলে আবার ঘুমিয়ে পড়ে। এই আওয়াজের মানে হল আমি/ দল বেঁচে আছি। মরিনি। প্রশ্ন হল দেশে আন্দোলনের টপিকের কি আকাল পড়েছে?? কোথাকার কোন পাওলি বা সানির জন্য আন্দোলন করে লুঙ্গি ভেজানোর কি মানে আছে??
১২ আওলিয়ার (সংখ্যাটা মনে পড়ছে না) প্রবিত্র ভূমীতে পর্ণ স্টাররা আসলে ইহার পবিত্রতা নষ্ট হয়। কিন্তু ওলামা সায়েখরা পর্ণ স্টারের ভূমীতে গেলে তাহারা অপবিত্র হয় না। নিজের অভিজ্ঞতা থেকে তর্জমা করি, শুনুন। বাংলাদেশে যে কয়টা ভারতীয় ভিসা অফিস আছে একবার গিয়ে উকি দিয়ে আসেন। গেলে দেখবেন পুলিশ দিয়ে লাটি চার্জ করেও মানুষ হটানো যাচ্ছে না। হুরো হুরি, মারা মারি, ধাক্কা ধাক্কি লেগেই আছে। এর মাঝে ৯৫% এর উপরে মুসলমান। কেউ কিডনি বদলাতে যাচ্ছে, কেউ নিজের ঠ্যাঙ কাটতে যাচ্ছে। কেউ শরীরের রক্ত বদলাতে যাচ্ছে। কেউ হাওয়া খেতে যাচ্ছে। কেউবা আবার ইমানি কাজে যাচ্ছে। বর্ডারে ভারতীয় ইমিগ্রেশন অফিসাররা কমেডি করে বলে- রোজ বাংলাদেশ থেকে ১৮ কোটি মানুষ ভারতে আসে আবার চলে যায়। আমি নিজে এই উপহাসের শিকার। তা হলে বুঝুন রোজ রোজ কত মানুষ শুধু বর্ডার দিয়েই ভারতে আসে।
চিকিৎসার কাজে সানি লিওনের ভূমী লাগে। আজমিরে যেতে পাওলির ভূমী লাগে। চিল্লায় যাইতে হিদুগো ভূমী লাগে। লেকিন তারা আইলেই দোষ। কি আর কমু???
এক সময় তো ভারতের মাটি পাড়ায়ে বাঙ্গালরা মক্কায় যাইত। এখনো তো মক্কায় যেতে ভারতের আকাশ ব্যবহার করা হয়। কখন কখন ফ্লাইট ব্রেক হিসেবে ভারতের বিমান বন্দরও ব্যবহার হয়। ভারতের গরু ছাড়া ইদ হয় না। ভারতের পেয়াজ, চিনি, গরম মসল্লা ছাড়া ইদ হয় না। কেবল সানিতে দোষ???
এই সব দল গুলাকে সকাল বিকাল থাপড়ানো উচিত। সে হোক লীগ বা দল বা পার্টি। কাম নাই, কাজ নাই দেশের মদ্ধে অস্থিরতা বাড়িয়ে মানুষের জীবন অতিষ্ঠ করতে ওস্তাদ। আন্দোলন করতে হয় তো এমন কিছু নিয়ে কর যাতে অন্তত মানুষের কল্যাণ নিহিত আছে।
©somewhere in net ltd.