নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেবার মত তেমন কোন পরিচয় এখনো অর্জন করতে পারিনি। আরও কিছুদিন সময় দিন.।।

আনন্দ কুটুম

কে আমাকে ফুলের মালায় বরণ করল, আর কে আমাকে জুতার মালায় বরণ করল ! তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেন সব সময় সত্য দ্বারা পক্ষপাত দুষ্ট হই। এটাই নিজের কাছে নিজের প্রত্যাশা।

আনন্দ কুটুম › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকার ভাই থেকে প্রেমিক সব সময় বেশি স্মার্ট হয়ে থাকে...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

প্রেমিকার ভাই থেকে প্রেমিক সব সময় বেশি স্মার্ট হয়ে থাকে... ব্যাখ্যা করার কি কোন প্রয়োজন আছে??? প্রয়োজন বোধ করছি না।
বলুন তো বিয়ের মধু কি?? বিয়ের মধু হল শালি। শালি বিনা বিয়ে মধুর হয় না। আর প্রেমের মধু হল প্রেমিকার ভাই। প্রেমিকার ভাইয়ের সাথে যদি পাঙ্গাই না নিলাম তবে প্রেমিকাকে বোঝাব কি করে যে কত ভালোবাসি তারে??
প্রেম করছেন নিশ্চয়ই?? প্রেমিকার ভাইয়ের সাথে যারা পাঙ্গা নেন নি তারা আসল প্রেমের মজা এখনো পাননি। আমি নিশ্চিত। প্রেমিকার ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে প্রেম করার মজাই আলাদা। তার বড় ভাইয়ের সামনে গিয়ে জি ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া, ঠিক বলেছেন ভাইয়া, মনে থাকবে ভাইয়া বলছেন। পেছনে তার বোনের সামনে এসে শার্টের দুই চারটা বোতাম খুলে দিয়ে বলছেন, ফের যদি তোমার ভাইকে হাতের কাছে পাই না বক্সিং দিয়ে নাক ফাটিয়ে ফেলব। নেহাত তোমার ভাই, তাই কিছু বললাম না আজ। মেয়ে হা করে তাকিয়ে আছে। ভেতরে ভেতরে আপনি আনন্দে ফেটে পরছেন।
উপরের কথা গুলো জীবন থেকে নেওয়া । এমন কখনো হয়েছে, যে প্রেমিকার সাথে ডেট করার জন্য পার্কে গিয়েছেন। অপেক্ষা করছেন প্রেমিকা কখন আসবে। হটাত দেখলেন তার ভাই বসে আছে। তখন নিজেকে সামলাবেন না নিজের প্রেম সামলাবেন সেটা নিয়েই লেজে গোবরে অবস্থা। ভেংচি
পৃথিবীর সব থেকে সাহসী ডায়লগ- আমি আপনার বোনকে ভালোবাসি। যতদিন বাঁচব বেসেই যাব। পারলে আপনি আটকান। বলেছেন কখনো??? প্রেমিকার ভাইয়ের চড় খেয়েছেন যে মুখে, সেই মুখেই প্রেমিকার আলতো চুমু। কোনটার গুরুত্ব বেশি??
এবার ভাবুন আপনি কোন পক্ষে??? আপনি যদি মেয়ের ভাই হয়ে থাকেন তবে ভুলেও তার প্রেমিকের সাথে পাঙ্গা নিতে যাবেন না। এই পোস্ট হোল্ড করা মানেই আপনি আজীবন পরাজিত। আপনি তার মুখে যে কয়টি থাপ্পড় মারবেন, আপনার বোন ঠিক সেই চড়ের উপরেই ঠোঁট ছোঁয়াবে। তাই মাথা গরম না করে সরল পথে আসুন। আর আপনি যদি প্রেমিক হন তবে তো কথাই নাই। প্রেমিক মানেই বিজয়ী, সাহসী। জানেন তো প্রেমিক কখনো ভয় পায় না। আর যে ভয় পায় সে সত্যিকারের প্রেম করতে জানে না।
কথাগুলো সব নিজ ডাইরি থেকে তুলে দিলাম। খুব ভারি ভারি কথা আর লিখতে ইচ্ছা করছে না। তাই গার্ল ফ্রেন্ডের ভাইয়ের সরণে কিছু কথা লিখলাম। তার কাছে আমার কৃতজ্ঞতা অনেক। তিনি না থাকলে হয়ত আমি বুঝতেই পারতাম না তার বোনকে আমি কত ভালোবাসি!!! তিনি না থাকলে হয়ত চ্যালেঞ্জ থাকত না, ক্লাইম্যাক্স থাকত না, গভীর রাতের সোহাগ হত না। হয়ত তাকে বোঝাতেই পারতাম না কত ভালোবাসি সে কান্নাবতীকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

মাহদী সাব্বির বলেছেন: কথা অমৃত :-P

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

ভার্চুয়াল কবি বলেছেন: ভালো লিখছেন , শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.