![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এই দিশেহারা চোখের দিকে চেয়ে দেখো
কতটা অসহায় আমি
কতটা অভিমান ভয় জমে জমে
একা পথ একলা আকাশ সব কিছু কেমন যেন বিষিয়ে উঠেছে, জানো ?
দিনগুলো যেমন তেমন করে কেটানো গেলেও , সন্ধে নামলেই একরাশ হতাশা আমাকে আকড়ে ধরে।
আর কতটা রাত এই তীব্র যন্ত্রনা আমাকে বয়ে বেড়াতা হবে বলতে পারো ?
আর কখনো কি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো না? চোখ মেলেই দেখবো না তোমার আখি পল্লবে আমার ছবি।
আমি না আর পারছি না।
এই এককী সন্ধ্যাগুলো এতোটা নিষ্টুর কীভাবে হয় !
কীভাবে প্রতিটি মূহুর্তে তোমাকে আরো জীবনে করে তোলে?
আমিতো সেই কবেই ভুলে যেতে চেয়েছিলাম।
ভুলতে গিয়ে আরো যেন বেশি মনে পড়ছে তোমায়।
©somewhere in net ltd.