![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামুলক নয়।
১ নং প্রশ্ন- শাহবাগ আন্দোলনের মুলদাবী যুদ্ধাপরাধীদের ফাঁসি থেকে ইদানিং শাখা প্রশাখা ছড়িয়ে মাহামুদুর রহমান পর্যন্ত এসেছে তা যৌক্তিক কি?
২ নং প্রশ্ন- সকল ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধের দাবী থেকে সরে এসে সরকারের সংগে সুর মিলিয়ে শুধুমাত্র জামাত-শিবির বন্ধের দাবী ওঠেছে তা কতখানি সঠিক?
৩ নং প্রশ্ন- ধর্ম ভিত্তিক রাজনীতি চালু থাকলে আবার জামাত-শিবির এর মত আর একটি দলের জন্ম হবে না তার গ্যারান্টি কে দেবে?
৪ নং প্রশ্ন- রাজীব (থাবা বাবা) হত্যার আসামীদের ধরার জন্য আল্টিমেটাম বা জোড়ালো দাবী তোলা হচ্ছে না কেন শাহবাগ আন্দোলন থেকে?
৫ নং প্রশ্ন- কিছু নাস্তিক ব্লগার দের লেখা (যেগুলো আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে) সেগুলো সত্য না মিথ্যা?
৬ নং প্রশ্ন- ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার খবর প্রথম ইনকিলাব পত্রিকায় প্র্রকাশিত হওয়ার পরেও কেন উক্ত পত্রিকার বিরুদ্ধে কোন আন্দোলন হচ্ছে না কেন?
৭ নং প্রশ্ন- শাহবাগের আন্দোলন থেকে যে সব দেশীয় প্রতিষ্ঠান বর্জনের ডাক দেওয়া হচ্ছে সে সব প্রতিষ্ঠানের উপর হামলা করে লুট পাট করা কতটা যুক্তিযুক্ত?
৮ নং প্রশ্ন- ট্রাইবুনাল স্বাক্ষ্য প্রমান দেখে রায় প্রদান করাটা আইনানুগ হবে না শাহবাগের আন্দোলনের চাপে রায় দেয়াটা আইনানুগ হবে?
৯ নং প্রশ্ন- স্বাধীন, সার্বভৌম (সরকারের মতে) ট্রাইবুনালের রায় মেনে নেয়া উচিত না বর্জন করা উচিত?
১০ নং প্রশ্ন- শাহবাগ আন্দোলনে ইদানিং স্লোগান কন্যা খ্যাত লাকিকে দেখা যাচ্ছে না কেন?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭
অন্তরপুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
কোন প্রশ্নের উত্তর দিলেন না যে?
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
মাথা নষ্ট সিপাহি বলেছেন: সব উত্তর একটাই ' তুই রাজাকার তুই রাজাকার"
উত্তর দাতা : আমি তালগাছবাদি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
অন্তরপুর বলেছেন: আপনি যে বাদীই হন আমার আপত্তি নেই তবে দুঃখ একটাই কোন প্রশ্নের উত্তর দিলেন না।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
শামা বলেছেন: তুই রাজাকার, তুই রাজাকার,
ধান্ধা কইরা লাভ নাই.....বাচতে পারবি না,,,,,!! জামাত শিবির করস , একবার চিন্তা করসোস...তোদের বাপ ,,দাদারা কি করছে...!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮
অন্তরপুর বলেছেন: ভাষার শালীনতা রক্ষা করা প্রয়োজন।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২
কান্টি টুটুল বলেছেন:
1আন্দোলন ভিন্ন খাতে নেয়ার জন্য,কারণ আওয়ামী সরকার রাজনৈতিক স্বার্থে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেয়ার সামর্থ রাখে না।
২ সকল ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধ করা ঠিক হবে না,৭১ এর ভূমিকার জন্য জামাত-শিবির বন্ধ করা সঠিক।
৪ রাজীব (থাবা বাবা) হত্যাকারীরা হয়ত সাগর-রুনির হত্যাকারীদের মতন আড়ালেই থেকে যাবে।
৭ অযৌক্তিক মনে করি,কারণ স্বাধীনতা বিরোধীরা আম জনতার সাথে মিশে আছে,আগে তাদের আলাদা করা দরকার।
৮ শাহবাগের আন্দোলনের চাপে রায় দেয়াটা আইনানুগ হবে না,কারণ এতে আওয়ামী প্রভাব লক্ষনীয়।
১০ লাকির তো বিশ্রামের দরকার আছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
অন্তরপুর বলেছেন: ধন্যবাদ আপনাকে উত্তর দেওয়ার জন্য।
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭
নিয়েল ( হিমু ) বলেছেন:
উত্তর
১, আমার যৌক্তিক অসাম্প্রদায়ীক আন্দলনটার নামে একজনের যা ইচ্ছা তাই রটাইব আমি তারে সেলুটামু কেন ? কেন তার বিচার চামুনা ??
২, ধর্মিও রাজনীতি নিয়েই তো আসছে জাশি
আর কে করে ধর্মিও রাজনীতি ?
৩, এর গ্যারান্টি নেই বলেই দাবিটা হচ্ছে "ধর্মভিত্তিক বা সাম্প্রদায়ীক রাজনীতি বন্ধ করতে হবে"
৪, রাজীব সাহেবকে কাপুরুষ কুলাংগার খাঃপোঃ গোত্রের কেউ হত্যা করছে এইটা শিওর থাকলেও স্পেসিফিক্যালি কে করছে এইটা জানা যায় নাই । ফারাবী রিমান্ডে আছে তার পরেই আল্টিমেটাম দেয়া হবে ইনশাআল্লাহ ।
৫, যেগুলো ঐ পত্রিকায় প্রকাশিত হয়েছে বিশেষ করে থাবা বাবার নামে সেগুলো মিথ্যা, বানোয়াট এবং চক্রান্তের অংশ ।
৬, এই প্রশ্নটা কাকে করলেন আমাদেরকে ?
তাহলে আরেকটু বুঝায়া বলেন
৭, আমার পতাকা পুড়াইল , শহিদ মিনার ভাংল এইডি কি ফরজ কাজ ?
৮, সংবিধানে আছে আদালতের কোন রায়ের বিরুদ্ধে সর্বস্তরের জাগরন হলে সরকার সেই রায় পুরাই জনগনের ফেবারে নিয়ে দিতে পারে । এখানে তো এমন কিছু এখনো হল না । তাই হতাশাছি
৯, আপনার বোনের ধর্ষক কে বাচিয়ে দেয়ার চক্রান্ত আপনি মেনে নিলে আমার বলার কিছু নাই ।
১০, লাকি আপা কোথায় আছে এটা লাকি আপাই ভাল বলতে পারবে
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
অন্তরপুর বলেছেন: ধন্যবাদ আপনাকে জবাব দেওয়ার জন্য।
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
তাওহীদ বলেছেন: ১ নং প্রশ্ন- শাহবাগ আন্দোলনের মুলদাবী যুদ্ধাপরাধীদের ফাঁসি থেকে ইদানিং শাখা প্রশাখা ছড়িয়ে মাহামুদুর রহমান পর্যন্ত এসেছে তা যৌক্তিক কি?
উঃ দাবী আদায়ের পথে যদি কোন বাধা আসে সেটাও তো সরাতে হবে।)
২ নং প্রশ্ন- সকল ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধের দাবী থেকে সরে এসে সরকারের সংগে সুর মিলিয়ে শুধুমাত্র জামাত-শিবির বন্ধের দাবী ওঠেছে তা কতখানি সঠিক?
উঃ জামতের রাজনীতি বন্ধের দাবীই সঠিক, এরাই ধর্ম নিয়ে খেলা করে, সম্ভবত বিশ্বের একমাত্র ধর্মীয় নামধারী দল যে নিজ ধর্মকেই অবমাননা করে।
৩ নং প্রশ্ন- ধর্ম ভিত্তিক রাজনীতি চালু থাকলে আবার জামাত-শিবির এর মত আর একটি দলের জন্ম হবে না তার গ্যারান্টি কে দেবে?
উঃ এটা সবারই ভেবে দেখা উচিৎ, নির্বাচন কমিশনের রুলসে মার্কা মারা রাজাকার যেন নির্বাচন না করতে পারে।
৪ নং প্রশ্ন- রাজীব (থাবা বাবা) হত্যার আসামীদের ধরার জন্য আল্টিমেটাম বা জোড়ালো দাবী তোলা হচ্ছে না কেন শাহবাগ আন্দোলন থেকে?
উঃ এটা তদন্তাধিন, মন্তব্ব্য করা প্রাসঙ্গিক হবেনা, সময় করনীয় ঠিক করবে।
৫ নং প্রশ্ন- কিছু নাস্তিক ব্লগার দের লেখা (যেগুলো আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে) সেগুলো সত্য না মিথ্যা?
উঃ আমার প্রশ্ন আপনার কাছে ব্লগ বা ফেবুতে আজ পর্যন্ত কয়টা নাস্তিক কে প্যাদায়া হেদায়েত দিছেন? নাস্তিক এবং জামাত দুইটাই ধর্মের অবমাননাকারী।
৬ নং প্রশ্ন- ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার খবর প্রথম ইনকিলাব পত্রিকায় প্র্রকাশিত হওয়ার পরেও কেন উক্ত পত্রিকার বিরুদ্ধে কোন আন্দোলন হচ্ছে না কেন? উঃ এইডাও পর্যবেক্ষণে আছে। তবে আমার দেশ শুরু থেকেই প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
৭ নং প্রশ্ন- শাহবাগের আন্দোলন থেকে যে সব দেশীয় প্রতিষ্ঠান বর্জনের ডাক দেওয়া হচ্ছে সে সব প্রতিষ্ঠানের উপর হামলা করে লুট পাট করা কতটা যুক্তিযুক্ত?
উঃ অতি উৎসাহীরা এটা করছে যা উচিৎ না।
৮ নং প্রশ্ন- ট্রাইবুনাল স্বাক্ষ্য প্রমান দেখে রায় প্রদান করাটা আইনানুগ হবে না শাহবাগের আন্দোলনের চাপে রায় দেয়াটা আইনানুগ হবে?
উঃ আদালতকে তার নিজস্ব গতিতে চলতে হবে। সবই যে ফাঁসীর রায় হবে এমন ভাবা ঠিক না। আর আমরা পাবলিকরাও এমন বলদ না। আমরাও জানি কার অপরাধের মাত্রা কতখানি।
৯ নং প্রশ্ন- স্বাধীন, সার্বভৌম (সরকারের মতে) ট্রাইবুনালের রায় মেনে নেয়া উচিত না বর্জন করা উচিত?
উঃ ট্রাইব্যুনাল স্বাধিন।
১০ নং প্রশ্ন- শাহবাগ আন্দোলনে ইদানিং স্লোগান কন্যা খ্যাত লাকিকে দেখা যাচ্ছে না কেন?
উঃ এটার জবাব লাকি দিতে পারবে। এই আন্দোলনে কাউকে জোর করে বা ভাড়া করে আনা হয়নি। স্বতঃস্ফূর্ত ভাবে সবাই আসছেন, যাচ্ছেন আবার ফিরে আসছেন।
জামতের পিছন থেকে সরে আসুন। এরাই প্রকৃত ইসলামের শত্রু।
নাস্তিকরা উড়ন্ত কীট, এদের সহজেই রোধ করা যাবে, কিন্তু নিজের ঘরে লুকিয়ে থাকা ঘুন পোকা রোধ না করলে সব হারাবেন।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
অন্তরপুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
অন্তরপুর বলেছেন: আমার এ লেখাটি পোষ্ট করার ৪/৫ মিনিটের মধ্যে উধাও করে দিয়েছে সামু। খোজ করে পাচ্ছি না। এবং কোন এক অজ্ঞাত কারনে সামু আমাকে কারো লেখায় কমেন্ট করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে (আমার জানামতে আমি কখন ও কাউকে অশালীন ভাষায় কমেন্ট করিনি) কাহিনী কি??????????????????????????????
৮| ১১ ই মে, ২০১৩ সকাল ১১:৫৫
অন্তরপুর বলেছেন: আমার ব্যান কবে তুলে নিবে সামু নাকি আদৌ তুলবে না?????????????????????
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
আদম_ বলেছেন: সাব্বাশ। আমারও একই প্রশ্ন।
শুধু তাই না এই পোস্টটি স্টিকি করা হোক।
অতি চমতকার সারসংক্ষেপ করেছেন। চালিয়ে যান, পাশে পাবেন।
ধন্যবাদ।