নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার কামাল

আনোয়ার কামাল

আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।

আনোয়ার কামাল › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫



একদিন যুগলমূর্তি হব

আনোয়ার কামাল



মন বলে একদিন পাখি হয়ে

উড়ে যাবো তোমার কাছে।



মন বলে একদিন ঝরণা হয়ে

ভেসে যাবো তোমার কাছে।



মন বলে একদিন মেঘ হয়ে

ধেয়ে যাবো তোমার কাছে।



মন বলে একদিন বাদল হয়ে

ভিজিয়ে দেব শাড়ির আঁচল।



মন বলে একদিন কুয়াশা হয়ে

চাদরে ঢেকে দেব কালো কেশ।



মন বলে একদিন শীত হয়ে

লেপ্টে যাবো তোমার শরীর।



মন বলে একদিন বসন্তের বাতাস হয়ে

উড়িয়ে দেব তোমার এলো চুল ।



মন বলে একদিন পরম উচ্ছ্বাসে

চুম্বনে ভরে দেব টোল পড়া গাল।



মন বলে একদিন চৈত্রের দুপুরে

ছাতা হয়ে যাবো তোমার কাছে।



মন বলে একদিন সারা রাত

কবিতা শোনাবো তোমাকে।



মন বলে একদিন সাগর সৈকতে

দুজনে ডুব দেবো এক সাথে।



মন বলে একদিন পার্কে বসে

নিদ্রাহীন কাটাবো দুজনে।



মন বলে একদিন যুগলমূর্তি হব

তুমি আর আমি একসাথে।





একদিন যুগলমূর্তি হব

আনোয়ার কামাল



মন বলে একদিন পাখি হয়ে

উড়ে যাবো তোমার কাছে।



মন বলে একদিন ঝরণা হয়ে

ভেসে যাবো তোমার কাছে।



মন বলে একদিন মেঘ হয়ে

ধেয়ে যাবো তোমার কাছে।



মন বলে একদিন বাদল হয়ে

ভিজিয়ে দেব শাড়ির আঁচল।



মন বলে একদিন কুয়াশা হয়ে

চাদরে ঢেকে দেব কালো কেশ।



মন বলে একদিন শীত হয়ে

লেপ্টে যাবো তোমার শরীর।



মন বলে একদিন বসন্তের বাতাস হয়ে

উড়িয়ে দেব তোমার এলো চুল ।



মন বলে একদিন পরম উচ্ছ্বাসে

চুম্বনে ভরে দেব টোল পড়া গাল।



মন বলে একদিন চৈত্রের দুপুরে

ছাতা হয়ে যাবো তোমার কাছে।



মন বলে একদিন সারা রাত

কবিতা শোনাবো তোমাকে।



মন বলে একদিন সাগর সৈকতে

দুজনে ডুব দেবো এক সাথে।



মন বলে একদিন পার্কে বসে

নিদ্রাহীন কাটাবো দুজনে।



মন বলে একদিন যুগলমূর্তি হব

তুমি আর আমি একসাথে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.