![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
গতরাতে ব্রাজিল মেক্সিকো খেলা। আমি ব্রাজিল ভক্ত, সাথে দুই মেয়েও। বড় মেয়ে আগে থেকেই ব্রাজিল ভক্ত। ছোট মেয়েটা দলছুট হয়ে এবার আর্জেন্টিনা থেকে ব্রাজিলে যোগ দিয়েছে। তাদের মা অবশ্য আর্জেন্টিনায় রয়ে গেছে। রাতে আমরা তিনজন খেলা দেখলাম, আর তাদের মা বেঘোরে ঘুম দিল। এটাই রাত জেগে দেখা আমার কাছে বর্তমান বিশ্ব কাপের সেরা খেলা বলে মনে হলো। আমার সমর্থিত দল যদিও জিততে পারেনি তার পরেও বিশ্ব বিশ্বমানের খেলা উপভোগ করেছে। ব্রাজিল এর জন্য শুভকামনা রইল।
১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫২
আনোয়ার কামাল বলেছেন: 'মেক্সিকো ভাল দল, ব্রাজিল পারে না': কথাটি সবসময় সত্য নয়। উভয়েই ভালো দল। এ কথা মানতে হবে। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২| ১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: দক্ষিন আমেরিকাতে খেলা......তাই স্বাভাবিক নিয়মেই কাপ যাবে ইউরোপে.......এবং সেটা নেদারল্যান্ড বা জার্মানিতে..........।
বিদ্রঃ আপ্নার ছোট মেয়ের রাজনিতিতে উজ্বল ভবিষ্যত দৃশ্যমান......
৩| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫১
আনোয়ার কামাল বলেছেন: ঠিক বলেছেন। আমরা হারু পাটি।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
মেক্সিকো ভাল দল, ব্রাজিল পারে না