![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
রাতভর পাশ ফিরে শুয়ে থাকি নিদ্রহীন, আমায় সঙ্গ দেয় জেগে থাকা নরম বালিশ। নপংশুক আমি পারিনা কিছুই, পারিনা করতে ইবাদত না পারি প্রার্থনায় সামিল হতে, না মিছিলে এমনকি কোন উৎসবেও নয়। আমার চারপাশে হাহাকার বিষন্ন সকাল মুষড়ে পড়া একদল শুকর, কেউ কেউ করে সারাক্ষণ। চারদিকে কান্না, হাহাকার, না পাবার বেদনা, টিকে থাকার অদম্য প্রয়াস,পারিনা লুকাতে মুখ, পারিনা সামনে ফিরতে। কেবলই পিছন পানে চলছি যেন উল্টারথে।
©somewhere in net ltd.