![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
রাতের সাথে পাল্লা দিয়ে গরম বাড়ে
সিলিংফ্যানের বাতাস গতর স্পর্শ করে না।
ঘরের পোষা মশাগুলো গেরিলা কায়দায় গুটি গুটি পায়ে
এগিয়ে আসে, প্রেয়সীর ফর্সা গালে গোপন চুম্বনে ভরে দেয়
কামুক শরীর থেকে বিষ ঢেলে গোপন সঙ্গমে মেতে ওঠে
আমি এর কিছুই দেখি না,
আমি এর কিছুই বুঝি না
অথচ—
একই পালঙ্কে গা এলিয়ে বিভোরে ঘুমাই।
২| ১০ ই মে, ২০১৭ দুপুর ২:০৩
আনোয়ার কামাল বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্যে। শুভকামনা রইল।
৩| ১০ ই মে, ২০১৭ বিকাল ৩:১৮
সেলিম আনোয়ার বলেছেন: পুরুষ মশা কামড়ায় না কামড়ায় মহিলা মশা আনোয়ার কামাল ভাই।
৪| ১১ ই মে, ২০১৭ রাত ১২:০৬
আনোয়ার কামাল বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই। যাক বাঁচা গেল। মহিলা মশা মহিলাকে কামড় দিছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৭ রাত ১১:৫২
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর লিখেছেন
চারপাশের মানুষের তুলনায়
মধা একটু বেশিই “রক্ত-চোষা-চুম্বন” দেয়?
আপনার দেহে এমন কি আছে যে কারণে
মশারা এতো আকর্ষণ অনুভব করবে আপনার প্রতি
কিছু দেখতে হবেনা নিশ্চিন্তে ঘুমাতে পারেন
শুভেচ্ছা রইল ।