নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মা ও মাটির প্রতি মনের টান বুঝার জন্য অন্তত একবার বিদেশ ভ্রমন করুন

এপোলো

একটি বাংলা ব্লগ পেয়ে আমি খুব খুশি।আমি সকলের সাথে বাংলায় ভাব করতে পারব।

এপোলো › বিস্তারিত পোস্টঃ

সর্ষের মধ্যে ভূত!

১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৭

১। দেশে এত মানুষ থাকতে একটা রাজাকারকে দিয়েই কেন যুদ্ধাপরাধীদের বিচারকার্য পরিচালনা করা হল?


২। দেশে এত মন্ত্রী থাকতে প্রধানমন্ত্রীকেই কেন সব কাজে দিক-নির্দেশনা দিতে হয়?


৩। দেশে এত মানুষ থাকতে বলদগুলোকে মন্ত্রী বানানো হয়?


সর্বোপরি, স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় নাম লেখানোর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন।
[এই মন্তব্যের কোন লিঙ্ক নাই। এই খবর যদি আপনার কানে না গিয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনি শুধু সুবিধাজনক খবরগুলো নিয়েই ব্যস্ত থাকেন। মাঠের খবরে আপনার আগ্রহ কম। ]

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:



রাজাকারের লিষ্ট নিয়ে কেন এত উৎসাহ? আপনার নাম থাকার কথা ?

১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৮

এপোলো বলেছেন: আমার বয়স অনেক কম, সুযোগ থাকলে মুক্তি হতাম। রাজাকারের তালিকা নিয়ে আমার উৎসাহ বেশি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনারও উৎসাহ থাকা উচিত। শুনলাম অনেক মুক্তির নাম উঠে এসেছে এই তালিকায়। আপনারটা ভুলে চলে এসেছে কিনা দেখে আসুন।
আমার পোস্টে আপনি প্রথমবারের মত কমেন্ট করেছেন, আপনাকে অভিনন্দন। আমার ঠোঁটকাটা স্বভাব। জবাব দিতে গিয়ে কারও মানসম্মানের ক্ষতি হচ্ছে কি না সেটা মাথায় রাখতে পারি না। ভাবলাম ব্যাপারটা আপনাকে জানাই রাখি।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন:

ভুল যার তিনি নিজ দায়ে সংশোধন করবেন ও জাতির কাছে ক্ষমা চাইবেন। আবেদন করে নাম তালিকা থেকে বাদ চাইতে হবে কেন?

১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৫৯

এপোলো বলেছেন: নাগরিক মতামতের ভিত্তিতে মন্ত্রনালয়ের উচিৎ নিজ উদ্যোগে তাদের ভুল সংশোধন করা।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

মৃত্যু হবে একদিন বলেছেন: আপনার মন্তব্য যথাযথ।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৫৯

এপোলো বলেছেন: ধন্যবাদ।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৯

অব্যর্থ বলেছেন: রাজীব নুর বলেছেন: ভুল যার তিনি নিজ দায়ে সংশোধন করবেন ও জাতির কাছে ক্ষমা চাইবেন। আবেদন করে নাম তালিকা থেকে বাদ চাইতে হবে কেন?

সহমত।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:২০

চাঁদগাজী বলেছেন:


আপনি লিখেছেন, "আমার পোস্টে আপনি প্রথমবারের মত কমেন্ট করেছেন, আপনাকে অভিনন্দন। আমার ঠোঁটকাটা স্বভাব। জবাব দিতে গিয়ে কারও মানসম্মানের ক্ষতি হচ্ছে কি না সেটা মাথায় রাখতে পারি না। ভাবলাম ব্যাপারটা আপনাকে জানাই রাখি। "

-আপনি ব্লগে লিখেছেন, আপনি "ঠোঁটকাটা"; আজকাল "ঠোঁটকাটা", "কানকাটা" অনেকেই ব্লগে আসছেন; তবে, এখানে ব্লগারেরাই থাকবেন।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:০৫

এপোলো বলেছেন: এই ব্লগে আমার বিচরন আপনার আগে থেকেই। সহব্লগারদের মতামতের প্রতি আপনাকে সহনশীল হওয়ার আহবান জানাচ্ছি। বয়সকালে নতুন অভ্যাস রপ্ত করা কষ্ট, তবে অসম্ভব না। এই ব্যাপারে উৎসাহ নিতে চাইলে আমার সম্প্রতি লেখা একটা ব্লগ পড়ে দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.