| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০৭ই জুন, ২০১৮
গরীবের সমাজসেবা 'ফুটানি',
বড়লোকের সমাজসেবা 'ট্যাক্স ফাঁকি দেয়া'।
আর মধ্যবিত্তের সমাজসেবা,
'বাপের খেয়ে বনের মোষ তাড়ান।
কিন্তু সমজে যে এখনো হাসপাতালের বেডে শুয়ে! দেখভাল করার জন্য তার সন্তানাদি গুলো নেই,সবাই তারা সমাজের উন্নতিতে ব্যস্ত!!
সমাজ এখনো রেল লাইনের ধারে কোন এক বস্তিতে নেশার নামে জয়ধ্বনি দিচ্ছে,
সমাজকে আটকানোর তাগিদ কারোর নেই,সমাজ এখনো মানুষখেকো মানুষ দের সম্মান করে।
তেলা মাথায় তেল দেয়।
সমাজ এ এখনো অনেকেই অনাহারে দিন কাটাচ্ছে,খাবার দেয়ার কেউ নেই!! কিন্তু সমাজের আড়তদারের গুদামে কয়েক কোটি লোকের খাবার পচেঁ চলেছে!!
সমাজ এখনো শিক্ষার দাড়ে পৌছালো নাহ,তাদের কাছে শিক্ষা পৌঁছে দেয়ার কেউ নেই!
সমাজের দায়বদ্ধতা শুধু সমাজসেবীদের নয়!! সমাজের দায়বদ্ধতা সকলের!!
আসুন সমাজকে আমরাই সাজাই নিজের মত করে।
সর্বশেষ এডিট : ০৭ই জুন, ২০১৮।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪২
রাজীব নুর বলেছেন: পড়লাম আপনার পোষ্ট।