| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.।
রাসেল ছেলেটা মধ্যবিত্ত।কিন্তু তার জীবনে অনেক দূর আগাতে হবে।সে নিজেও জানে না তার গন্তব্ব কথায় গিয়ে থামবে,সে বাবা মায়ের একমাত্র সন্তান,বাবার অনেক কস্টের টাকা দিয়া তাকে পরাশুনা করানো হয়েছে।ইতি মধ্যে অনেক জাগায় চাকুরি খোজা হয়ে গেছে।চাকুরি সেক্টোর তো এখন মামা আর টাকার জোর ছারা চলে না।বাবার ও তো পেনশন এর টাকা ফুরিয়ে এলো বুঝি। জীবনের মানে ছাত্র জীবনে বুঝতে পারে নি রাসেল।হঠাৎ করেই একদিন খবর আসল রাসেলের বাবা আর নেই।ও কান্নায় ভেঙ্গে পরল।জীবনের আরো একটি কঠিনতমো অধ্যায় পার করল রাসেল।এখন পুরো সংসার এর ভার পরল রাসেল এর উপর।মা কাদো কাদো গলায় এসে বল্লো বাবা ঘরে তো চাল নেই।দুপরে খেতে দিব কি?রাসেল কনো মতে পকেট এর সেস সম্বল টুকু মা কে দিয়ে বেরিয়ে পরল কাজের সন্ধানে।
চলবে......
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪১
রাজীব নুর বলেছেন: Hold fast to dreams
For if dreams die
Life is a broken-winged bird
That cannot fly.