![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহিলারা আজ টিজিং, সম্ভ্রমহরণ, নির্যাতনের শিকার। এর মূল কারণ হচ্ছে পবিত্র ইসলামী আদর্শ মেনে না চলা। মূলত ইহুদী-নাছারা, হিন্দু-বৌদ্ধ, মজুসী-মুশরিকগুলো ষড়যন্ত্রমূলকভাবে মুসলিম মহিলাদেরকে পবিত্র ইসলামী আদর্শ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাদেরকে বেপর্দা, বেহায়া বানিয়ে দিচ্ছে। যার ফলে তারা টিজিং, সম্ভ্রমহরণ ও নির্যাতনের শিকার হচ্ছে। যদি আজকে মুসলিম মহিলাদের মধ্যে পবিত্র ইসলামী আদর্শ থাকত তবে তারা কখনই এগুলোর শিকার হত না। তারা পেত তাদের প্রাপ্য সম্মান। দেশ ও সমাজ থাকত ফিতনা ও দুর্নীতি মুক্ত।
তাই মুসলিম মহিলা জাতিকে বলছি, যদি মুক্তি চান, তবে মহিলা জাতির মুক্তির কান্ডারী, বেহেশতী মেয়েদের সাইয়্যিদা হযরত যাহরা আলাইহাস সালাম উনার মুবারক আদর্শকে অনুসরণ করুন। কারণ উনার মুবারক আদর্শই পবিত্র দ্বীন ইসলাম উনার আদর্শ। এছাড়া ইহকাল ও পরকালে মুক্তির বিকল্প কোনো ব্যবস্থা নেই।
০২ রা মে, ২০১৩ রাত ৩:২৮
আরীফুরর রহমান বলেছেন: যাক তবুর আমরা আশাবাদী ।
ধন্যবাদ শহিদ শানু ভাই।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৩ দুপুর ১২:০৯
শহিদশানু বলেছেন: সুন্দর হয়েছে লেখাটি। আমাদের মেয়েরাতো এগুলো অনুসরণ করবেনা । করলেতো জাতীরই মঙ্গল হতো। যাক তবুর আমরা আশাবাদী ।