নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আলেক্সান্ডার দি গ্রেট হতে চেয়েছিলাম।

বাঙালি বেদুঈন

বাঙালি বেদুঈন › বিস্তারিত পোস্টঃ

কাংলাদেশ পরিচিতি

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১:১০

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়রা প্রায়শই আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ব্যঙ্গ করে কাংলাদেশ বলে ডাকে। এভাবে তারা বাংলাদেশকে কাঙালদের দেশ বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ ওরা জানেনা যে, ওদের সরিষার মধ্যেই ভূত নিহিত রয়েছে।
ভারতের একটি প্রদেশ হচ্ছে মনিপুর। এই মনিপুর আমাদের দেশের পূর্বে ভারতের ত্রিপুরা ও মিজোরাম প্রদেশের ঠিক পাশেই অবস্থিত। মনিপুর রাজ্যের রাজধানী ইম্ফল। এই ইম্ফলেরই আরেক নাম হলো কাংলা। সেখানে রয়েছে কাংলা প্রাসাদ, কাংলা দুর্গ ও কাংলা যাদুঘর। মনিপুর রাজ্যের প্রাদেশিক প্রতীকও হলো কাংলা শা।
ইম্ফল শহরটি এসেছে ইম্ফল নদীর নাম থেকে। আর এই ইম্ফল নদীর তীরেই অবস্থিত কাংলা প্রাসাদ। মনিপুরের প্রাচীন মেইতেই ভাষায় কাংলা অর্থ হলো "শুষ্ক ভূমি"। এই প্রাসাদটি ছিল মেইতেই শাসকদের ঐতিহ্যবাহী স্থান। ১৮৯১ সাল পর্যন্ত প্রাসাদের নামেই ছিল মনিপুরের রাজধানীর নাম "কাংলা"।
ভারতীয়রা তাদের দেশ নিয়ে ভীষণ অহংকার করে। অথচ তারা নিজেদের দেশ সম্পর্কে একেবারেই অজ্ঞ। নইলে তারা বাংলাদেশকে কখনও কাংলাদেশ বলত না। কারণ ভারতের মনিপুর হচ্ছে আসল কাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.