![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার... *প্রিয় পোশাকঃ শার্ট-প্যান্ট,পাঞ্জাবি। *প্রিয় রংঃ কলাপাতা কালার। *প্রিয় খেলাঃ দাবা,ফুটবল,ব্যাডমিন্টন ইত্যাদি। *প্রিয় কবিঃ কাজী নজরুল, জসীম উদ্দিন,শরতচন্দ্র। *প্রিয় নাট্যকারঃ হুমায়ুন আহম্মেদ,বৃন্দাবন দাস। *প্রিয় অভিনেতাঃ চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, মোশারফ করিম। *প্রিয় মডেলঃ সারিকা। *প্রিয় ফুলঃ গোলাপ,গাঁদা,বেলি। আমি... *সত্য, সুন্দর ও মানবতার পক্ষে আপোষহীন এক সৈনিক। *অপ-রাজনীতি, সন্ত্রাস, দুর্নীতিসহ সকল অপরাধ-অপকর্মের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। *ধর্মপ্রাণ এক নির্ভীক দেশপ্রেমিক। *পছন্দ করিঃ সৃস্টিশীলতাকে। *অপছন্দ করিঃ অশ্লীলতাকে। *অবসরেঃ লেখালিখি করি। *সুযোগ পেলেঃ ভ্রমণ করি। *হতে চাইঃ অনেক বড়।
আসছে নির্বাচন... আর নির্বাচনকে ঘিরে গ্রহণযোগ্য স্লোগানগুলোর মধ্যে একটি হলো - 'নির্বাচিত তাকেই করো, যার কাছে এই দেশটা বড়'। কিন্তু ইদানিং বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্যে উক্ত স্লোগানটির বিপরীতধর্মী কথা ফুটে উঠছে, তারা বলছেন - 'প্রার্থী দেখে নয় বরং প্রতীক দেখে ভোট দিন'। বাহ! কি চমৎকার একটি সময়োপযোগী বক্তব্য! ওনারা এটা খুব ভাল করেই জানেন যদি প্রার্থীর যোগ্যতা যাচাই করে ভোট দেয়া হয়, তবে অনেক প্রার্থীই ভোট পাবেন না। তাই এখন তাদের অঘোষিত স্লোগান হলো - 'প্রার্থী যদি হয় চোরও, প্রতীক দেখেই সিল মারো'।
আমাদের দেশের জনগণ ক্ষমতার পালা বদলে বিশ্বাসী। এর প্রমাণ তারা বারবার দিয়ে এসেছে। সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে তারা আবার সেটা প্রমাণ করেছে। কিন্তু এটা আমাদের দেশের জন্য শুভ লক্ষণ নয়। এতে প্রার্থীর যোগ্যতা বিচার হয়না, বরং দলীয় পরিচিতিকেই প্রাধান্য দেয়া হয়। এতেকরে উন্নয়ন স্থবির হয়ে পড়ে। অনেক যোগ্যতাসম্পন্ন প্রার্থী অবমূল্যায়িত হন। এটা রাজনৈতিক দলগুলোর দোষ নয়, এটা আমাদের ব্যর্থতা। আমাদের সকলেরই উচিৎ প্রার্থীর সার্বিক যোগ্যতা বিচার করে ভোট দেয়া, সে যে দলেরই হোকনা কেন? আমরা যদি এটা করতে পারি তাহলে রাজনৈতিক দলগুলো সৎ ও যোগ্যতাসম্পন্ন মানুষকে তাদের প্রার্থী করতে বাধ্য হবে।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৫
আরিয়ান খান বলেছেন: ঠিক বলেছেন রাহুল ভাই...
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
রাহুল বলেছেন: বার বার দল পরির্বতন করে টেস্ট নেয়া আমাদের নেশা হয়ে গেছে তাতে যদি দেশ গোল্লা্য়াও যা্য় কিছু আসেনা।