নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিয়ান খান এর ব্লগ

আমার... *প্রিয় পোশাকঃ শার্ট-প্যান্ট,পাঞ্জাবি। *প্রিয় রংঃ কলাপাতা কালার। *প্রিয় খেলাঃ দাবা,ফুটবল,ব্যাডমিন্টন ইত্যাদি। *প্রিয় কবিঃ কাজী নজরুল, জসীম উদ্দিন,শরতচন্দ্র। *প্রিয় নাট্যকারঃ হুমায়ুন আহম্মেদ,বৃন্দাবন দাস। *প্রিয় অভিনেতাঃ চঞ্চল চৌধু

আরিয়ান খান

আমার... *প্রিয় পোশাকঃ শার্ট-প্যান্ট,পাঞ্জাবি। *প্রিয় রংঃ কলাপাতা কালার। *প্রিয় খেলাঃ দাবা,ফুটবল,ব্যাডমিন্টন ইত্যাদি। *প্রিয় কবিঃ কাজী নজরুল, জসীম উদ্দিন,শরতচন্দ্র। *প্রিয় নাট্যকারঃ হুমায়ুন আহম্মেদ,বৃন্দাবন দাস। *প্রিয় অভিনেতাঃ চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, মোশারফ করিম। *প্রিয় মডেলঃ সারিকা। *প্রিয় ফুলঃ গোলাপ,গাঁদা,বেলি। আমি... *সত্য, সুন্দর ও মানবতার পক্ষে আপোষহীন এক সৈনিক। *অপ-রাজনীতি, সন্ত্রাস, দুর্নীতিসহ সকল অপরাধ-অপকর্মের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। *ধর্মপ্রাণ এক নির্ভীক দেশপ্রেমিক। *পছন্দ করিঃ সৃস্টিশীলতাকে। *অপছন্দ করিঃ অশ্লীলতাকে। *অবসরেঃ লেখালিখি করি। *সুযোগ পেলেঃ ভ্রমণ করি। *হতে চাইঃ অনেক বড়।

আরিয়ান খান › বিস্তারিত পোস্টঃ

এ কেমন প্রতিদান!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

আলোচনা শুরুর আগে দু'টি বিজ্ঞাপন দেখে আসি...

*বিজ্ঞাপন ১: এখন নতুন বিয়ে করলেই বৌয়ের সাথে ব্যবহারের উপর ভিত্তি করে প্রতি মাসে পাচ্ছেন ২০০০ টাকার পোশাক সামগ্রী, ২০০০ টাকার খাদ্য সামগ্রী ও ২০০০ প্রসাধনী একদম ফ্রি। জলদি করুন।



*বিজ্ঞাপন ২: আপনার তালাকপ্রাপ্তা বৌকে আবার ফিরিয়ে এনে প্রতি মাসে উপভোগ করুন আপনার বেতনের উপর ১০০% বোনাস। মাসের ২৫ তারিখের মধ্যে পুরো টাকা খরচ করে মাস শেষে আবার উপভোগ করুন একই বোনাস।

(বিঃদ্রঃ যারা সুখে-দুঃখে স্ত্রীর পাশে থেকে অবিরাম সংসার করে যাচ্ছেন তারা এই অফারগুলোর আওতাভুক্ত নন।)



কি? অবাক হচ্ছেন? উপরের বিজ্ঞাপনগুলো কোন বাস্তব বিজ্ঞাপন নয়। এগুলো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। বলছিলাম মোবাইল কোম্পানিগুলোর কথা, আমরা যারা এসব কোম্পানির প্রতিষ্ঠালগ্ন থেকে নিরবিচ্ছিন্ন ভাবে তাদের পাশে আছি তারা প্রতিদান স্বরুপ এভাবেই বঞ্চিত হচ্ছি। আর যারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অথবা নতুনকরে যারা তাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন সকল সুবিধা শুধু তাদেরই জন্য। আর আমরা যারা সুখে-দুঃখে সবসময় তাদের পাশে ছিলাম এটাই কি আমাদের অপরাধ? মোবাইল কোম্পানিগুলোর এ কেমন প্রতিদান?



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.