নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিয়ান খান এর ব্লগ

আমার... *প্রিয় পোশাকঃ শার্ট-প্যান্ট,পাঞ্জাবি। *প্রিয় রংঃ কলাপাতা কালার। *প্রিয় খেলাঃ দাবা,ফুটবল,ব্যাডমিন্টন ইত্যাদি। *প্রিয় কবিঃ কাজী নজরুল, জসীম উদ্দিন,শরতচন্দ্র। *প্রিয় নাট্যকারঃ হুমায়ুন আহম্মেদ,বৃন্দাবন দাস। *প্রিয় অভিনেতাঃ চঞ্চল চৌধু

আরিয়ান খান

আমার... *প্রিয় পোশাকঃ শার্ট-প্যান্ট,পাঞ্জাবি। *প্রিয় রংঃ কলাপাতা কালার। *প্রিয় খেলাঃ দাবা,ফুটবল,ব্যাডমিন্টন ইত্যাদি। *প্রিয় কবিঃ কাজী নজরুল, জসীম উদ্দিন,শরতচন্দ্র। *প্রিয় নাট্যকারঃ হুমায়ুন আহম্মেদ,বৃন্দাবন দাস। *প্রিয় অভিনেতাঃ চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, মোশারফ করিম। *প্রিয় মডেলঃ সারিকা। *প্রিয় ফুলঃ গোলাপ,গাঁদা,বেলি। আমি... *সত্য, সুন্দর ও মানবতার পক্ষে আপোষহীন এক সৈনিক। *অপ-রাজনীতি, সন্ত্রাস, দুর্নীতিসহ সকল অপরাধ-অপকর্মের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। *ধর্মপ্রাণ এক নির্ভীক দেশপ্রেমিক। *পছন্দ করিঃ সৃস্টিশীলতাকে। *অপছন্দ করিঃ অশ্লীলতাকে। *অবসরেঃ লেখালিখি করি। *সুযোগ পেলেঃ ভ্রমণ করি। *হতে চাইঃ অনেক বড়।

আরিয়ান খান › বিস্তারিত পোস্টঃ

শিক্ষকদের মূল্যায়ন

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৭

শিক্ষকতা পেশাটি সম্মানজনক একটি পেশা। কিন্তু ইদানিং 'পরিমল' বা 'পান্না'র মত কিছু লম্পট শিক্ষক এই পেশাটাকে করে তুলছে কলঙ্কিত। পত্রিকার পাতা খুলেলে প্রায়ই চোখে পড়ছে এসব ঘটনা।

... কিন্তু এখনো এমন কিছু শিক্ষক আছেন কোন প্রতিকূলতাই যাদেরকে দমাতে পারেনা। শুধু আদর্শ ছাত্র তৈরী নয় যাদের উদ্দেশ্য থাকে আদর্শ মানুষ তৈরী করা।

যারা পরিমল বা পান্নাদেরকে দিয়ে শিক্ষকজাতির মূল্যায়ন করছেন তারা এই শিক্ষককে কি বলবেন...?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

হাসিনুল ইসলাম বলেছেন: ইনি কোন স্কুলে শিক্ষকতা করেন? কোনো এনজিওর নাকি ব্যক্তিগত উদ্যোগের?
আসলে সৎ ও অসৎ পেশাদার ব্যক্তি সব পেশাতেই আছে। সমাজে এক এক সময় এক এক পেশার ব্যক্তির কদর বাড়ে, আবার কোনটার কমে, কোন পেশার ব্যক্তিকে (অসৎ হলেও) সমীহ করা হয় আবার অন্য পেশার ব্যক্তিকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়।
কেবলমাত্র কোনো একটি বিশেষ পেশার সব মানুষ খারাপ বা ভালো তাও তো কখনো হয় না। বর্তমান সময়টা সামগ্রিকভাবে শিক্ষকদের অনুকূলে নয়। শিক্ষকেরা প্রাইভেট টিউশনিতে ব্যস্ত। আবার এও সত্য, ছাত্র-ছাত্রীকে বিনে পয়সায় ক্লাসে অতিরিক্ত কিছু দিতে চাইলে, তাদের তা নেয়ার সময় নেই। যুগটা অস্থির, সবাই দৌড়াচ্ছে। এই দৌড়ে শিক্ষকেরা অবশ্যই পিছিয়ে আছে, যোগ্যতায়, টিকে থাকার লড়াইয়ে, কৌশলে, আরো বহুভাবে। মন খারাপের কিছু নেই।

২| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৮

আরিয়ান খান বলেছেন: মন খারাপ করব কেন? আমি শিক্ষক নই, তবে শিক্ষকদের সম্মান করি আর প্রচন্ডভাবে ঘৃণা করি পরিমল জাতীয় শিক্ষক নামের কলঙ্কদের্।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.