নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরিয়ান খান এর ব্লগ

আমার... *প্রিয় পোশাকঃ শার্ট-প্যান্ট,পাঞ্জাবি। *প্রিয় রংঃ কলাপাতা কালার। *প্রিয় খেলাঃ দাবা,ফুটবল,ব্যাডমিন্টন ইত্যাদি। *প্রিয় কবিঃ কাজী নজরুল, জসীম উদ্দিন,শরতচন্দ্র। *প্রিয় নাট্যকারঃ হুমায়ুন আহম্মেদ,বৃন্দাবন দাস। *প্রিয় অভিনেতাঃ চঞ্চল চৌধু

আরিয়ান খান

আমার... *প্রিয় পোশাকঃ শার্ট-প্যান্ট,পাঞ্জাবি। *প্রিয় রংঃ কলাপাতা কালার। *প্রিয় খেলাঃ দাবা,ফুটবল,ব্যাডমিন্টন ইত্যাদি। *প্রিয় কবিঃ কাজী নজরুল, জসীম উদ্দিন,শরতচন্দ্র। *প্রিয় নাট্যকারঃ হুমায়ুন আহম্মেদ,বৃন্দাবন দাস। *প্রিয় অভিনেতাঃ চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, মোশারফ করিম। *প্রিয় মডেলঃ সারিকা। *প্রিয় ফুলঃ গোলাপ,গাঁদা,বেলি। আমি... *সত্য, সুন্দর ও মানবতার পক্ষে আপোষহীন এক সৈনিক। *অপ-রাজনীতি, সন্ত্রাস, দুর্নীতিসহ সকল অপরাধ-অপকর্মের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। *ধর্মপ্রাণ এক নির্ভীক দেশপ্রেমিক। *পছন্দ করিঃ সৃস্টিশীলতাকে। *অপছন্দ করিঃ অশ্লীলতাকে। *অবসরেঃ লেখালিখি করি। *সুযোগ পেলেঃ ভ্রমণ করি। *হতে চাইঃ অনেক বড়।

আরিয়ান খান › বিস্তারিত পোস্টঃ

গঠন করা হচ্ছে 'আওয়ামী মুসলিম লীগ', প্রতীক চাওয়া হবে পালতোলা নৌকা অথবা ট্রলার!

১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০

বিতর্কিত 'বিএনএফ' কে নিবন্ধন দেয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। উদ্যোক্তারা দাবী করছেন এটি শহীদ জিয়ার আদর্শে গড়া দল। আবার প্রতীক হিসেবে তারা 'ধানগাছ' অথবা 'গমের শীষ' চেয়েছেন। জানিনা, নির্বাচন কমিশন হঠাৎ গজিয়ে ওঠা এ দলটির ব্যপারে কি সিদ্ধান্ত নিবেন। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি যদি এই দলটিকে নিবন্ধন দেয়া হয় আর প্রতীক হিসেবে 'ধানগাছ' অথবা 'গমের শীষ' দেয়া হয় তবে আমিও 'আওয়ামী মুসলিম লীগ' নামে বঙ্গবন্ধুর আদর্শে একটি দল প্রতিষ্ঠা করবো আর প্রতীক হিসেবে পালতোলা নৌকা অথবা ট্রলার চাইবো। একসময়ের বিলুপ্ত হয়ে যাওয়া 'বিএনএফ' যদি পুনরায় নিবন্ধন পায় তাহলে একসময়ের বিলুপ্ত হয়ে যাওয়া 'আওয়ামী মুসলিম লীগ' কেন নিবন্ধন পাবে না?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩

tumpa roy বলেছেন: :(

২| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪০

আরিয়ান খান বলেছেন: কি ব্যাপার টুম্পা? আপনার মন খারাপ হয়ে গেল কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.