![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের যাদের শৈশব আর কৈশোর কেটেছে নব্বই এর দশকে তারা জানি তখনকার সময়ে কি পরিমাণ ক্রেজ ছিল সালমান শাহ এর ! বাংলা চলচিত্রকে একটি অনন্য উচ্চতা দিয়েছিলো সালমান শাহ । সিনেমায় অসাধারণ অভিনয় , ডায়ালগ তথা তার ফ্যাশন সবকিছুই আজও কোটি কোটি বাঙালির হৃদয়ে সালমানকে বাঁচিয়ে রেখেছে । তখনকার দিনে আমরা কিশোর ছিলাম আর আমাদের আইডল ছিল সালমান শাহ , এক সালমানকে দিয়েই কোটি কোটি টাকার ব্যবসা করেছে বাংলাদেশের চলচিত্র পরিচালকেরা । চলচিত্রে তার পদার্পন কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে ১৯৯০ কি ১৯৯১ সালে । মাত্র পাঁচ বছরের চলচিত্র জীবন ছিল তার, এই সময়ের মধ্যেই সে বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে হলমুখী করেছিল। আজ সালমানের মৃত্যুদিবস , ১৯৯৬ সালের আজকের এই দিনে রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করে সালমান শাহ , তার মৃত্যুরহস্য আজও উদ্ঘাটিত হয়নি , অধরাই রয়ে গেছে । সালমানের মৃত্যুর পর বাংলাদেশের চলচিত্রশিল্প আর ঘুরে দাঁড়াতে পারেনি , এরপর অনেক নায়ক এসেছে কিন্তু সালমানের অভাব পূরণ হয়নি। দিন দিন মানুষ হলবিমুখ হয়েছে । এখনকার দিনের কিশোরেরা হয়তো সালমান শাহ সম্পর্কে তেমন কিছুই জানে না , কিন্তু তাদের জানানো উচিত আমাদেরও একজন সুপারস্টার ছিল । তার মহাপ্রয়াণ দিবসে তাই তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি , সালমানের কোনো এক মুভিতে একটা গান ছিল :
ভালো আছি ভালো থেকো ,
আকাশের ঠিকানায় চিঠি লিখ
তোমাকে ছাড়া আমরা ভালো নেই সালমান , নীল আকাশের যেখানেই তুমি থাকো না কেন , ভালো থেকো ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪
সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, ভালো থাকবেন।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: সালমান একটা টিভিতে নাটক করেছিল। সেই নাটকে আমি তার প্রথম অভিনয় দেখি। মুগ্ধ হই।
২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২৪
সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। নাটকটির নাম ছিল নয়ন।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
আরোগ্য বলেছেন: আগামীকাল সেই দিন যে দিন আমাদের মহানায়ক ক্ষণিকের সময় হাতে নিয়ে এই নশ্বর পৃথিবীতে এসেছিলেন।
২৮ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:২৬
সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫
খায়রুল আহসান বলেছেন: উনি খুব অল্প সময়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং এ দেশের তরুণদের আইডলে পরিণত হয়েছিলেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১
সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই মন্তব্যের জন্য , তার অভাব আজ অবধি পূরণ হয়নি , দেরিতে রেপ্লি দেবার জন্য আন্তরিকভাবে দুঃখিত
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
তারেক_মাহমুদ বলেছেন: সালমান শাহ বাংলা চলচিত্র জগতে উজ্জ্বল নক্ষত্র হয়ে আজীবন জ্বলে থাকবেন। অনেক শুভ কামনা রইলো।