নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ

সোনালী ঈগল২৭৪

সোনালী ঈগল২৭৪ › বিস্তারিত পোস্টঃ

হুমায়ুন আহমেদে স্যারের কিছু উক্তি

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

১. কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নাই। তাতে করে কাছে যাবার আকুতি দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে।কেননা, মানুষ সোজা পথের চেয়ে বাকা পথে হাটতে আনন্দ পায় বেশি। কিন্তু সব কিছু হারিয়ে সোজা পথেই আসতে হয়। সেই সময়ে নতুন করে ভালোবাসার ইচ্ছা টা আর থাকে না।

২. তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায়। আবেগকে বাতাস না দিলেই হলো।আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে। অন্য কিছুতে বাড়ে না

৩. যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক । কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। আর অনেকদিন পরে সে আগের চেয়েও অনেকবেশী খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালবাসায় জীবনে অনেক কিছুই আসে যায় কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না।

৪. সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে !

৫. চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না। অতি রূপবতীদের কারও প্রেমে পড়তে নেই। অন্যেরা তাদের প্রেমে পড়বে, তা-ই নিয়ম।

৬. মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ”- রোদনভরা এ বসন্ত ; কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়.. তাদের ভালোলাগা মন্দলাগা, ব্যথা বেদনা গুলো বলার মত কেউ থাকে না.. তাদের কিছু অবাক্ত কথা মনের গভীরেই রয়ে যায় .. আর কিছু কিছু স্মৃতি – এক সময় পরিনত হয় — দীর্ঘ শ্বাসে

৭. গভীর প্রেম মানুষকে পুতুল বানিয় দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন l কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন এক সঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশী তার হাতেই পুতুলের সুতা।

৮. কিছু কিছু পুরুষ আছে যারা রূপবতী তরুণীদের অগ্রাহ্য করে একধরনের আনন্দ পায়। সচরাচর এরা নিঃসঙ্গ ধরনের পুরুষ হয়, এবং নারী সঙ্গের জন্যে তীব্র বাসনা বুকে


৯. সব মানুষকেই বিনয়কে এদেশে দুর্বলতা মনে করা হয়, বদমেজাজকে ব্যক্তিত্ব ভাবা হয়

১০. ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল।বিয়ে হলে মানুষটা থাকে ভালবাসা থাকে না।আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা ভালবাসাটা থাকে,শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালবাসা এই দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়

১১. মেয়েদের অনেক গুণের মধ্যে বড় গুণ হলো এরা খুব সুন্দর করে চিঠি লিখতে পারে। কথাবার্তায় নিতান্ত এলোমেলো মেয়েও চিঠি লেখায় গোছানো। মেয়েদের চিঠিতে আরেকটা ব্যাপার থাকে – বিষাদময়তা। নিতান্ত আনন্দের সংবাদ দিয়ে লেখা চিঠির মধ্যেও তারা জানি কী করে সামান্য হলেও দুঃখ মিশিয়ে দেয়। কাজটা যে তারা ইচ্ছা করে করে তা না। প্রকৃতি তাদের চরিত্রে যে বিষাদময়তা দিয়ে রেখেছে তাই হয়তো চিঠিতে উঠে আসে

১২. আমাদের সবার ভুবনই আলাদা। এই ভুবনও একদিন ভাঙবে। আমরা অচেনা এক বৃত্তের দিকে যাত্রা শুরু করব। সেই বৃত্ত কেমন কে জানে! পৃথিবীতেই এত রহস্য। না জানি কত রহস্য অপেক্ষা করছে অদেখা ভুবনে।

১৩. ভালোবাসা আর ঘৃণা আসলে একই জিনিস। একটি মুদ্রার এক পিঠে “ভালোবাসা” আরেক পিঠে লেখা ঘৃণা। প্রেমিক প্রেমিকার সামনে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে। যাদের প্রেম যতো গভীর তাদের মুদ্রার ঘূর্ণন ততো বেশি। এক সময় ঘূর্ণন থেমে যায় মুদ্রা ধপ করে পড়ে যায়। তখন কারো কারোর ক্ষেত্রে দেখা যায় “ভালোবাসা” লেখা পিঠটা বের হয়েছে, কারো কারো ক্ষেত্রে ঘৃণা বের হয়েছে। কাজেই এই মুদ্রাটি যেন সবসময় ঘুরতে থাকে সেই ব্যবস্থা করতে হবে। ঘূর্ণন কখনো থামানো যাবে না।”― দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই

১৪. তুমি আমার জন্যে দু’ফোটা চোখের জল ফেলেছ–তার প্রতিদানে আমি “জনম জনম কাঁদিব।

১৫. যখন কেউ কারো জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা ।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১০

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য , আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম , ভালো থাকবেন

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

তারেক ফাহিম বলেছেন: পোষ্ট ভালোলাগা।


২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য , শুভকামনা রইলো আপনার প্রতি

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

আখেনাটেন বলেছেন: উনি হাস্যছলে অনেক গিয়ানি কথা বলে গেছেন। আরো কিছু:

“মিথ্যা হলো শয়তানের বিয়ের মন্ত্র। মিথ্যা বললেই শয়তানের বিয়ে হয়। বিয়ে হওয়া মানেই সন্তান-সন্ততি হওয়া। একটা মিথ্যার পর আরো অনেকগুলি মিথ্যা বলতে হয় এই কারণেই।পরের মিথ্যাগুলি শয়তানের সন্তান।”-----এই মেঘ, রৌদ্র-ছায়া

“মানুষের স্বভাব হলো, কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে, আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছা করে।”---আঙ্গুল কাটা জগলু

“শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না । তারপরেও সব মানুষই কোনও - না - কোনও সময় অনুভব করে তার হাত - পায়ে কঠিন শিকল । শিকল ভাঙতে গিয়ে সংসার - বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে । ভাবে ,মুক্তি পাওয়া গেল । দশতলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পরে ফুটপাতে । এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায় ।”― মৃন্ময়ী

“হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় ।সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় একেক জন একেক রকম করে হাসে”― ময়ূরাক্ষী

“বিপদ যখন আসে একটার পর একটা আসে। বিপদরা পাঁচ ভাইবোন। এদের মধ্যে খুব মিল। এই ভাইবোনরা কখনো একা কারো কাছে যায় না। প্রথম একজন যায়, তারপর তার অন্য ভাইবোনরা উপস্থিত হয়।”― এই মেঘ, রৌদ্র-ছায়া

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ আখেনাটেন ভাই , আপনার দেয়া হুমায়ুন স্যারের উক্তিগুলোও খুব চমৎকার , জীবনধর্মী আর বরাবরের মত আমার ভালোলাগার , শুভকামনা থাকলো আপনার জন্য

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লাগলো। ব্লগার আখেনাটেন পোস্টটিকে আরও সমৃদ্ধ করেছেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ঠিক বলেছেন ভাই , উনার দেয়া উক্তিগুলো পোস্টটিকে আরো সমৃদ্ধ করেছে , শুভকামনা থাকলো আপনার জন্য

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

পদ্মপুকুর বলেছেন: আমি ভাবতাম, আমি একাই হুমায়ুনে পাগল.... B-) আখেনাটেন তো আরেক ডিগ্রি সরেস!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭

সোনালী ঈগল২৭৪ বলেছেন: হুমায়ুন আহমেদ ভক্ত আমি নিজেও , শুভকামনা থাকলো আপনার প্রতি

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রিয় মানুষেরর প্রিয় কথাগুলো বানীর মতো মনে হয়।
তবে দ্বিধা লাগে সত্যিই কি তিনি এসব নিজের বেলায়
প্রয়োগ করেছেন কিনা!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই মন্তব্যের জন্য , সাহিত্যিক হুমায়ুন আর ব্যাক্তি হুমায়ুন দুই ধরনের মানুষ ছিলেন হয়তো , জীবন তো আর সাহিত্যের মত চলে না , বাস্তবে আমাদের অনেক কিছুই করতে হয় যা হয়তো আমরা সার্বজনীনভাবে সমর্থন করিনা , কিন্তু পরিবেশ অথবা জীবন আমাদের সেই পরিস্থিতির সম্মুখীন করে হয়তো পরিবার ও সমাজের চোখে সঠিক নয় কিন্তু , নিজের ব্যাক্তিগত জীবনের প্রয়োজন এ আমাদের তা মেনে নিতে হয় , শুভকামনা রইলো আপনার প্রতি

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০

শামচুল হক বলেছেন: রসের মধ্যেও জ্ঞানী বক্তব্য খুব ভালো লাগল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য , আমারও খুব ভালো লাগে হুমায়ুন স্যারের উক্তি

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: হুমায়ন স্যারের সব উক্তিগুলই আমার কাছে চিরন্তন বাস্তব ঠেকে!

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: হুমায়ুন স্যারের উক্তিগুলো সত্যি মুগ্ধ করার মত , অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

সাইন বোর্ড বলেছেন: চমৎকার কালেকসন ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য , শুভকামনা থাকলো

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: তিনি আমাদের আনন্দের মাঝে শিক্ষা দিয়ে গেছেন অনেক। অনেক ধন্যবাদ আপনাকে।
আমার ব্লগ ঘুরে আসার দাওয়াত দিলাম,আসবেন কিন্তু প্লিজ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

সোনালী ঈগল২৭৪ বলেছেন: অনেক ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য , নিশ্চয় নিশ্চয় আপনার ব্লগ ঘুরে আসবো

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই , পোস্টটি আপনাকে মুগ্ধ করেছে জেনে খুশি হলাম

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

মাহমুদুর রহমান বলেছেন: ৪. সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে !

এই কথাটা পুরোপুরি সত্য না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

সোনালী ঈগল২৭৪ বলেছেন: হয়তোবা

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

তারেক সিফাত বলেছেন: হুমায়ুন আহমেদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তিনি অনেক সহজ-সরল বিষয় যা হয়তো আমরা ভাবিনি সেগুলো সুন্দর করে উপস্থাপন করতে পারতেন উনার লিখায়। এই লোকটির মানুষকে পর্যবেক্ষণ করার ক্ষমতা ছিল অসাধারণ; এতে কোন সন্দেহ নেই হিউম্যান সাইকোলজি নিয়ে যথেষ্ট পরিমাণে এক্সপেরিম্যান্ট করতেন তিনি। উনার বেশ কিছু প্রিয় উক্তির মধ্যে আমার প্রিয় কিছুঃ

--মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রুপ দেখতে পায়।

--যুদ্ধ এবং প্রেমে কোন কিছু পরিকল্পনা মত হয় না।

--মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না। - আমিই মিসির আলী।

--মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, সে চায় অন্যরা তাকে খুঁজে বের করুক।

--ভালোবাসা এবং ঘৃণা দুটোই মানুষের চোখে লিখা থাকে। - ঘেঁটু পুত্র কমলা।

--একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপটা জানা। - কবি।

--পৃথিবীতে সব নারীদের ডাক উপেক্ষা করা যায় কিন্তু 'মা' এর ডাক উপেক্ষা করার ক্ষমতা প্রকৃতি আমাদের দেয়নি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাই , আপনার উক্তিগুলোও সুন্দর

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ৩নাম্বার সুপার লেগেছে। ৮নাম্বার আর ১৩নাম্বার ।।

আচ্ছা এই গুলো তো হুমায়ুন আহমেদ এর উপন্যাস এর ডায়লগ না?

হবে হয়তো।।। ভালো সংগ্রহ করেছেন।। একসাথে দেখতে পেলাম।


ভালো লাগলো

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

সোনালী ঈগল২৭৪ বলেছেন: না সবগুলোই হুমায়ুন আহমেদের উপিন্নাসের ডায়ালগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.