নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় এমন ছিল যখন বাংলা সিনেমা দেখা আর ক্ষ্যাত উপাধি পাওয়া একই কথা ছিল। তার উপর যদি সিনেমা যদি দেখা হত হলে গিয়ে। সময় বদলেছে। মানুষ আবার হলে ফিরতে শুরু করেছে। বাণিজ্যিক ধারার ভেতরে বাইরে সমান তালে ভালো সিনেমা করার একটা প্রবণতা দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। দর্শকের জোয়ারের পেছনে নির্মাতা প্রযোজক এবং কলাকুশলীদের যেমন ভূমিকা আছে, তেমনি আছে ব্লগ ও ফেসবুক ভিত্তিক নানা মুভিখোর গ্রুপের অবদান। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভালো ছবির ভীড়ে আজ সারা দেশে মুক্তি পেয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথম পুলিশ ক্রাইম থ্রিলার 'ঢাকা অ্যাটাক' (জানি না এরকম কোন জনরা আদৌ আছে কি না, আমি এটাকে ক্রাইম থিলার বলতে পারলে খুশি হব)। আরেফিন শুভর ভক্ত হওয়ার সুবাদে মুভির খবর পাওয়ামাত্রই দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর ট্রেলার দেখার পর তো তর সইছিল না। দেখে নেয়া যাক ট্রেলারটি।
কাহিনী সংক্ষেপ:
[যারা স্পয়লার ছাড়া সিনেমাটি দেখতে চাচ্ছেন তারা এই অংশটা স্কিপ করে যেতে পারেন]
ট্রেলার দেখে হয়ত কিছুটা আচ করতে পেরেছেন মুভিটা হচ্ছে দুর্দান্ত একশনে ঠাসা। আসলেই তাই। একদম শেষ অবধি টান টান উত্তেজনা আর একশন। গল্পের শুরু হয় একটা কেমিকেল ফ্যাক্টরিতে ডাকাতি আর খুনের ঘটনা থেকে। পুলিশের হাই রিস্ক ইউনিটের কর্মকর্তা আবিদ (আরিফিন শুভ) তদন্তের কাজ শুরু করেন। তদন্ত করতে গিয়ে ঘটতে থাকে একের পর এক ঘটনা। কিন্তু কোন কূল কিনারাই করতে পারে না পুলিশ। এর মধ্যে ঘটে একটি বোমা হামলার ঘটনা। বোমা হামলার সাথে পাওয়া যায় সেই কেমিকেল ফ্যাক্টরির ডাকাতির যোগসূত্র। শুরু হয় এর পেছনের কারিগরদের ধরতে পুলিশের গোয়েন্দা, হাই রিস্ক ইউনিট এবং সোয়াটের যৌথ অভিযান। একের পর এক ধরা পড়তে থাকে সন্দেহভাজন অপরাধীরা। কিন্তু আসল অপরাধী থেকে যায় ধরা ছোয়ার বাইরে।
এর মধ্যে শুরু হয় বিভিন্ন স্থান থেকে আসা বোমা সদৃশ বস্তুর খবর। পুলিশের যৌথ বাহিনীকে এক রকম নাকানি চুবানি খাইয়ে ছাড়ে পর্দার আড়ালে থাকা অপরাধী চক্র। গল্পে টুইস্ট আসে এক চিহ্নিত অপরাধীকে ধরার পর। তার দেয়া তথ্যমতে, পুলিশ মালয়েশিয়ায় তদন্ত শুরু করে। এরপর আস্তে আস্তে জট খুলতে শুরু করে। বের হয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ আবার নতুন করে আগায়। এদিকে পর্দার আড়ালের সেই অপরাধী একের পর এক বোমা হামলা চালায় ঢাকার বিভিন্ন স্থানে। এভাবে এগিয়ে চলে সিনেমার গল্প। বাকীটা না হয় সাসপেন্স থাক, হলে গিয়ে দেখে নেবেন।
এক
গল্প বিবেচনায় নিলে এই গল্প বলিউড এমনকি হলিউডের অনেক একশন সিনেমার থেকে কম যায় না। আর একশন বিবেচনায় নিলেও যেকোন বলিঊডের সিনেমার সাথে টক্কর দিতে পারবে। সিনেমাটোগ্রাফিতে পরিচালক, ক্যামেরাম্যান এবং এডিটর সবাই যে প্রচুর শ্রম দিয়েছেন তা সিনেমাটি যারাই দেখবেন তারাই স্বীকার করবেন। আসা যাক মুভির অভিনয় নিয়ে।
প্রথমেই আসি শতাব্দী ওয়াদুদকে নিয়ে। উনি এই সিনেমায় যৌথ টাস্কফোর্সের প্রধান হিসেবে অভিনয় করেছেন। ভদ্রলোকের অভিনয় নিয়ে আমার কখনই সন্দেহ ছিল না। বিশেষ করে গেরিলা সিনেমায় ওনার অভিনয় দেখে ফ্যান হয়ে গিয়েছিলাম। এতটা জীবন্ত ছিল। এই সিনেমাতেও উনি ওনার নামের সম্মান রেখেছেন।
এরপর আসা যাক এবিএম সুমনকে নিয়ে। সম্ভবত এই সময়ে সবচেয়ে আন্ডাররেটেড হিরো হচ্ছেন সুমন। লুক, অভিনয়, একশন যেকোন দিক দিয়েই তিনি সমসাময়িককালের সেরা। এর আগে তিনি দু'টি সিনেমায় অভিনয় করেছেন 'অচেনা হৃদয়' আর রূদ্র দা গ্যাংস্টার'। এই সিনেমায় সোয়াট কমান্ডোর ভূমিকা অভিনয় করা এই হিরো ছবির মূল হিরো শুভর সাথে টক্কর দিয়েছেন সমানে সমান। শুভ পরীক্ষিত অভিনেতা এবং অভিজ্ঞ। সেটা বিবেচনায় নিলে সুমনকে শুভর চাইতে কিছুটা বেশি নম্বর দেয়া যায়। বাকীটা আপনারা বিবেচনা করবেন।
মাহিয়া মাহি এই সিনেমায় ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন। মাহিয়া মাহির মধ্যে একশন গার্ল আর রোমান্টিক হিরোইন উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান এবং সেটার সাক্ষর তিনি এখানেও রেখেছেন। কিন্তু যেহেতু নায়কপ্রধান সিনেমা তাই গল্পের প্রয়োজনেই তাকে কিছুটা ছাড় দিতে হয়েছে।
সিনেমার একমাত্র রোমান্টিক গান
আরিফিন শুভকে বলা যায় সাম্প্রতিক সময়ে উদীয়মান হিরোদের একজন যে ইতিমধ্যে বাংলা সিনেমায় তার স্থান মোটামুটি শক্ত করে ফেলেছেন। বিশেষ করে তরুন বয়সীদের কাছে তার বেশ একটা আবেদন আছে। যদিও বলিউডের হিরোদের চাপে বাংলা সিনেমা থেকে ফিল্ম আইকন বের হয়ে আসা খুব সহজ কথা নয়। তবে সেই জায়গাতেও উনি অন্যদের চাইতে বেশ এগিয়ে। ফিল্ম ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতি না থাকলে হয়ত আরো দ্রুতই এগিয়ে যাবেন। এই সিনেমায় উনি একই সাথে পুলিশের হাই রিস্ক ইউনিট এবং বোম্ব ডিজপোজাল ইউনিটের প্রধান হিসেবে অভিনয় করেন। স্বভাবসুলভ চপলতা লুকিয়ে তিনি একজন সিরিয়াস পুলিশ কর্মকর্তার অভিনয় বেশ ভালোই করেছেন। বিশেষ করে বোম্ব ডিজপোজ করতে গিয়ে উনি বেশ প্রাণবন্ত অভিনয় করেছেন। আর স্বল্প পরিসরে মাহির সাথে ওনার কেমিস্ট্রিটাও জমেছিল বেশ।
তবে যার কথা না বললেই না এই সিনেমার মূল ভিলেন তাসকিন রহমান। ভদ্রলোক সম্ভবত বাংলা সিনেমায় নতুন। অভিনয় দেখে আমি মুগ্ধ। ক্রাইম থ্রিলারের মূখ্য ভিলেন হিসেবে উনি দশে সাত পাবেন নিঃসন্দেহে। আর বাংলাদেশ বিবেচনায় নিলে দশে বারো।
দুই
মুভিটি যদিও অনেক ভাল লেগেছে, কিন্তু এর মধ্যে কিছু ছোট খাটো খুত ছিল যা হয়ত চাইলে এড়ানো যেত। যেমন আরিফিন শুভর চুল। সিনেমার বিভিন্ন দৃশ্যে শুভর বিভিন্ন দৈর্ঘ্যের চুল দেখানো হয়েছে। একই ঘটনা ঘটে সুমন এবং মাহির ক্ষেত্রেও। যদিও মাহির চুল কার্লি এবং স্ট্রেইট করার ব্যাপারটা অত চোখে লাগেনি এবং ব্যাপারটা অস্বাভাবিকও নয় আর সুমনের এই চুলের দৈর্ঘ্যের অসামঞ্জস্যতাও খুব একটা চোখে লাগেনি তুলনামূলক স্বল্প উপস্থিতি এবং বেশির ভাগ সময় হেলমেট পরে থাকায়।
গল্পের ক্ষেত্রে খুব দ্রুত এক প্লট থেকে আরেক প্লটে চলে গিয়েছেন পরিচালক। একটু সময় দিলে হয়ত অভিনয়টায় আরেকটু সময় দেয়া যেত। তাই সার্বিকভাবে সিনেমাটা ভালো লাগার অনুভূতি দিলেও কোন একটা দৃশ্য কিংবা ঘটনা দর্শকের স্মৃতিতে থাকার সম্ভাবনা কম। এমনকি দর্শক যে দ্বিতীয়বার যাবে এই সিনেমাটা দেখতে সেরকম কিছু নেই এই সিনেমায়। পরিচালক হয়ত তৃপ্তি পাবে এই ভেবে 'একবার দেখাইতে পারি না আবার দুইবার'।
সিনেমার শেষটায় একটু তড়িঘড়ি ভাব দেখা যায়। ইন ফ্যাক্ট ফিনিশিং না দেখিয়ে একটু ট্যুইস্ট রাখা যেতেই পারত, যেখানে ২০১৯ সালে 'ঢাকা অ্যাটাক এক্সট্রিম' রিলিজ দেয়ার ঘোষনা দিয়েই ফেলেছেন।
তিন
যাদের ধারনা সিনেমার শেষ দৃশ্যে 'আইন নিজের হাতে তুলে নেবেন না' এইটুকু ডায়লগ দেয়া পুলিশের কাজ তারা এই ধারনা ভাংতে দেখতে পারেন এই সিনেমা। যারা সিংহাম, দাবাং ইত্যাদি সিনেমা নিয়ে আফসোস করতেন আর বলতেন কেন বাংলাদেশে এই রকম সিনেমা হয় না, তারা দেখতে পারেন এই সিনেমা। যারা পরিবার নিয়ে একটু সামাজিক সিনেমা দেখতে চান তারাও দেখতে পারেন।
যারা ভাবেন আমাদের দেশের সব পুলিশই খারাপ, দুর্নীতিবাজ তাদের মনে কিছুটা হলেও ভিন্ন চিন্তার খোড়াক যোগাবে এই সিনেমা। পুলিশের সাথে সাধারণ জনতার অভিজ্ঞতা ভালো না এটা অনস্বীকার্য। কিন্তু কখনও ভেবেছেন যে পুলিশ ঈদের দিন পরিবার পরিজন ফেলে ঢাকার রাস্তায় আপনার নিরাপত্তা বিধান করে তার জায়গায় নিজেকে। নয়টা পাঁচটা অফিস করেই আমরা অনেকেই হাপিয়ে যাই সেখানে পুলিশদের কখনও কখনও টানা ৭২ ঘন্টাও ডিউটি করতে হয়। বাংলাদেশের পুলিশ এখনও চলে বৃটিশ আমলের পদ্ধতিতে। সরকার তার প্রয়োজনে পুলিশকে ব্যবহার করে অস্ত্র হিসেবে। এই অবস্থার বদল হওয়া দরকার। পুলিশ হোক জনতার বন্ধু।
আপনাকে ধন্যবাদ সময় নিয়ে আমার ব্লগর ব্লগর শোনার জন্য।
ও বলতে ভুলে গেছি এই সিনেমায় একটা আইটেম সং আছে। নাম 'টিকাটুলির মোড়'। গানটা ভালোই বানাইছে
০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
আরিফ রুবেল বলেছেন: ধন্যবাদ ব্লগার সত্যপথিক শাইয়্যান।
কাহিনী অংশটা অনেকখানি লিখে আবার মুছে করেছি। থ্রিলারের কাহিনী এখানে বলে দিলে মজাটাই নষ্ট হয়ে যাবে এই ভেবে।
আসলেই মিস করেছেন। আয়নাবাজির পর আবার একটা হাউজফুল শো। আমি আয়নাবাজি দেখেছিলাম ফার্স্ট ডে সেকেন্ড শো, আজকে দেখলাম ফার্স্ট ডে ফার্স্ট শো। হল ভর্তি দর্শক নিয়ে সিনেমা দেখার অনুভূতিটা অন্যরকম ভাই।
ভালো থাকবেন আপনিও।
২| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো রিভিউ লিখেছেন।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১০
আরিফ রুবেল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৩| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৭
জাহিদ হাসান বলেছেন: নাম শুনলেই ভয় লাগে!
হলি আর্টিজানের ঘটনার কথা মনে পড়ে।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১১
আরিফ রুবেল বলেছেন: আন জিম্মি সংক্রান্ত কিছু এই সিনেমায় নেই। নির্ভয়ে দেখতে পারেন
৪| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালো রিভিউ হয়েছে। সময় করে দেখতে যাবো।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১১
আরিফ রুবেল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
৫| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাংলা চলচ্চিত্রের জন্য শুভ লক্ষণ মনে হচ্ছে।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১২
আরিফ রুবেল বলেছেন: বিগ বাজেটের সিনেমা বানানোর চর্চাটা চালু থাকতে হবে আর অনলাইন থেকে ডাউনলোড কিংবা টিভিতে না দেখে হলে গিয়ে দেখতে হবে।
৬| ০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাজেট নিয়ে কি হবে সেটা নির্মাতাদের ব্যাপার। দর্শক কিন্তু হলে ঠিকই যায়। আপনি তার প্রমাণ পেয়েছেন নিশ্চয়ই হলে গিয়ে ।
০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮
আরিফ রুবেল বলেছেন: এটা ঠিক বলেছেন। হলে দর্শক সমাগম আগের তুলনায় বেড়েছে।
৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১১
বেনামি মানুষ বলেছেন:
তবে যার কথা না বললেই না এই সিনেমার মূল ভিলেন। ভদ্রলোক সম্ভবত বাংলা সিনেমায় নতুন। ওনার নামটাও খেয়াল করা হয়নি। তবে অভিনয় দেখে আমি মুগ্ধ। ক্রাইম থ্রিলারের মূখ্য ভিলেন হিসেবে উনি দশে সাত পাবেন নিঃসন্দেহে। আর বাংলাদেশ বিবেচনায় নিলে দশে বারো।
ভদ্রলোকের নাম তাসকিন রহমান।
আমার মতে ১। সাংবাদিক হিসেবে আরেকটু ভাবগম্ভীর কাউকে নিতে পারতো।
২। হাসপাতালে বাচ্চাদের ইন্টারভিউটা আরেকটু বাস্তবসম্মত করতে পারতো।
৩। আর কোনো ত্রুটি আমার চোখে পড়েনি। মোটা চোখ বলতে পারেন আমার!
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
আরিফ রুবেল বলেছেন: ধন্যবাদ নামটা জানানোর জন্য।
আপনার রিভিউর প্রতিক্রিয়া
১) সাংবাদিক হিসেবে মাহিয়া মাহিকে আমার ভালোই লেগেছে। আপনি হলে কাকে পছন্দ করতেন ?
২) এই পয়েন্টে আমি একমত। বোমা হামলার দৃশ্যায়নটা আরো একটু রিয়েলিস্টিক করা যেত। ইনজুরি এবং ডেডবডি দেখানো যেত। আর সাক্ষাতকারটা অনেকটা মেকি লেগেছে আমার কাছেও।
মন্তব্যের জন্য ধন্যবাদ
৮| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১৩
আবু তালেব শেখ বলেছেন: ওই চৌধুরী মনে রাখিস আমি একমাসের ভিতর এককোটি টাকা কামাই করে দেখাবো। তখন যদি সখিনারে আমার হাতে তুলে না দিস তখন তোরে জানে মরে ফেলবো। ওই চৌধুরি তোর চ্যালেঞ্জ গ্রহন করলাম!!!!!
এইরকম কোন ডায়লগ নেইতো? আমি প্রতীজ্ঞা করেছিলাম যতদিন না বাংলাছায়াছবি থেকে ভালবাসা ওঠে ততদিন দেখবো না। চাকিপ খানের বয়স যত বাড়ছে ভালবাসা ও যেন ভাড়ছে।
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
আরিফ রুবেল বলেছেন: না ভাই এরকম গাল ভরা সংলাপ এই সিনেমায় পাবেন না।
তবে ভালোবাসা ছাড়া উপমহাদেশে সিনেমা বানানো মনে হয় সম্ভব না
৯| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৫
আটলান্টিক বলেছেন: আরে মিয়া সবাই যখন kingsman সিরিজের সেকেন্ড রিলিজটা দেখছে তখন আপনি এই দুই নাম্বার সিনেমা নিয়ে মাইক মারছেন।হায়রে বাঙালি!!!!!
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
আরিফ রুবেল বলেছেন: আগেরটা দেখেছি। দেখি ভালো প্রিন্ট পেলে দেখব।
১০| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
বহুদিন সিনেমা দেখা হয় না... এবার আপনার পোষ্টে আসে সেই শখ চাড়া দিল...
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
আরিফ রুবেল বলেছেন: মন্তব্য এবং পোস্ট পছন্দ করার জন্য আপনার জন্য দুই আটি ধনিয়া পাতার শুভেচ্ছা।
দেখে আসেন, ভালো লাগবে আশা করি।
কেমন লাগল জানাবেন।
১১| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫১
মানিজার বলেছেন: এই ছবিটা দেখতে হবে ।
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
আরিফ রুবেল বলেছেন: দেখে ফেলেন, শুভস্য শীঘ্রম
১২| ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ রিভিউ হইয়াছে তো !
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
আরিফ রুবেল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
১৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২০
বেনামি মানুষ বলেছেন: আমার মতে ১। সাংবাদিক হিসেবে আরেকটু ভাবগম্ভীর কাউকে নিতে পারতো।
২। হাসপাতালে বাচ্চাদের ইন্টারভিউটা আরেকটু বাস্তবসম্মত করতে পারতো।
৩। আর কোনো ত্রুটি আমার চোখে পড়েনি। মোটা চোখ বলতে পারেন আমার!
০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫ ০
লেখক বলেছেন: ধন্যবাদ নামটা জানানোর জন্য।
আপনার রিভিউর প্রতিক্রিয়া
১) সাংবাদিক হিসেবে মাহিয়া মাহিকে আমার ভালোই লেগেছে। আপনি হলে কাকে পছন্দ করতেন ?
আমি পূর্ণিমা বা জয়া আহসানকে পছন্দ করতাম।
যদি ও তারা আরেফীনের সাথে বয়সে ম্যাচ করবে না, তবু ও তাদের অভিনয় দক্ষতা মুভির অনেককিছু এগিয়ে নিতো। আর সাংবাদিক একটু বয়েসী হলে ই মানাতো, তাদের অসম প্রেম ও ভ্যারাইটি নিয়ে আসতো।
ধন্যবাদ।
০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩২
আরিফ রুবেল বলেছেন: আমার জবাব আপনিই দিয়ে দিয়েছেন। তাদের এই অসম প্রেম বরং গল্পের মোড় অন্যদিকে নিয়ে যেত না।
আর পুর্নিমা সাংবাদিক হিসেবে তেমন গেল না তাও আবার এমন সিনেমায়।
হ্যা কিছু জায়গায় মাহির ওভার এক্সপ্রেশনের জায়গায় কাজ করার সুযোগ ছিল, তবে মাহিয়া মাহির বাইরে যদি বলেন তাহলে বিদ্যা সিনহা মীম আর নতুনদের মধ্যে নিলে শবনম ফারিয়া।
১৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৬
কালীদাস বলেছেন: আপনার রিভিউ ভাল হৈসে। বেশ ভাল হৈসে, আমার পছন্দ হৈসে
কিন্তু সিনামাটা দেখব না কারণ দুইটা জিনিষ পছন্দ হয় নাই ট্রেলারে।
১। নদীয়ার শান্তিপুরী ভাষার যখন আমরা বাংলাদেশিরা জোর করে চিবিয়ে বলার চেষ্টা করি অতি কুৎসিত একটা বাংলা হয় জিনিষটা। এই দুই মিনিট খুব ভালভাবে টের পেলাম জিনিষটা নর্মালি অফিশিয়ালি এতটা আড়স্টভাবে কখনও কথা বলেনা। প্রেস ব্রিফিং এর সময়েও না।
২। ভাইরে প্রেম ভালবাসা জীবনে তো অনেক লোকেই করছে। এই ২০১৭ সালে আইসাও নায়ক নায়িকার পিছনে মাঠে ময়দানে আরও ত্রিশচল্লিশজনরে নিয়া না নাচলে মহব্বত হৈব না- এই ধারণা থিক্যা উপমহাদেশের সিনামা বাইর হৈব কবে?
১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২১
আরিফ রুবেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। রিভিউ ভালো লেগেছে জেনে ভালো লাগল।
নদীয়ার শান্তিপুরী ভাষার যে কুৎসিত ব্যাপারটার কথা আপনি বললেন সেটা খেয়াল করিনি। সম্ভবত অতটা কুৎসিত লাগেনি তাই।
রঙ ঢং ছাড়া উপমহাদেশে প্রেমের সিনেমা ! ঢাকা বহুদূর ভাইজান ! তবে এই সিনেমায় ত্রিশ চল্লিশজন নিয়া নাচা গান সম্ভবত নাই। একটা আইটেম গান আছে বিখ্যাত বাংলা গান টিকাটুলির মোড়ে। আইটেম সং কয়েকজন মিলা না গাইলে বোধ হয় জমে না।
©somewhere in net ltd.
১| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অসাধারণ রিভিউ হয়েছে। দেখার ইচ্ছে ছিলো আজ, দেখতে পারলাম না ব্যক্তিগত কারণে। আপনার রিভিউ পড়ে আফসোস বাড়লো।
তবে কাহিনী অংশটা আরো একটু বড় হতে পারতো।
ভালো থাকুন নিরন্তর।