নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্ভবত এ বছরের সেরা চলচ্চিত্রটি আজ দেখে ফেললাম। ঢাকা অ্যাটাকের দুর্দান্ত সাফল্য কিংবা ডুব বিতর্ককে পাশ কাটিয়ে নির্মাণ শৈলী, গল্পের ঠাসবুনন এবং হৃদয় স্পর্শ করা অভিনয় সব মিলিয়ে আমার দেখা এ বছরের সেরা সিনেমা 'হালদা'। মূলত হালদাপাড়ের জেলে সম্প্রদায়ের সংকট এবং হালদার ক্রমাগত দূষন হালদা চলচ্চিত্রের উপজীব্য হলেও সব কিছু ছাপিয়ে এটি প্রেমের গল্প, জীবনের গল্প।
গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে আটকে রাখার যে দক্ষতা পরিচালক তৌকির আহমেদ দেখিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। ওনার নির্মিত 'অজ্ঞাতনামা' ব্যবসাসফল না হলেও পরবর্তিতে টেলিভিশন প্রিমিয়ার এবং ইউটিউব রিলিজের পর ব্যপক দর্শকপ্রিয়তা পায়। বিশেষ করে ফজলুর রহমান বাবুর অন্যবদ্য অভিনয় একই সাথে দর্শককে হাসিয়েছে, কাঁদিয়েছে। এমন চমৎকার একটা চলচ্চিত্র স্রেফ প্রচারের অভাবে ব্যবসায়ীকভাবে মার খেয়ে যাওয়াটা আমাদের চলচ্চিত্রের জন্য সত্যিই দুঃখজনক ছিল। বিশেষ করে বাংলা চলচ্চিত্রে বিনিয়োগ ক'দিন আগ পর্যন্তও লস প্রযেক্ট হিসেবে বিবেচিত হচ্ছিল। যাই হোক সেই ক্ষত কাটিয়ে তিনি আবার আমাদের আরেকটি চমৎকার চলচ্চিত্র উপহার দিয়েছেন এজন্য তাকে অনেক ধন্যবাদ।
ট্রেলার:
মূল আলোচনায় আসা যাক। কেমন লেগেছে হালদা ? কেমন হয়েছে হালদা ? এক কথায় বললে অসাধারণ। সিনেমার কোন চরিত্রই বাহুল্য মনে হয়নি কিংবা কোন সিন মনে হয়নি না হলেও চলত। একইভাবে অভাববোধটাও ছিল না। হয়ত ছিল, কিন্তু গল্পে এতটাই মজে ছিলাম যে আসলেই খুটিনাটি অত দেখার সুযোগ মস্তিষ্ক আমাকে দেয়নি। মোদ্দা কথা কন্টিনিউটি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। সেই অর্থে হালদা একটি বিনোদনমূলক চলচ্চিত্রও বটে। তবে সেই বিনোদন হালকা বা চটুল বিনোদন নয়। হালদায় আপনি জোর করে হাসানোর কোন চেষ্টা দেখবেন না, কিন্তু হাসির দৃশ্য এখানে আছে, আছে একশন দৃশ্যও। তবে সব কিছু ছাপিয়ে যেটা আছে সেটা হল প্রেম। মনপুরার পর এমন একটি প্রেমের গল্প দর্শকদের মনে থাকা অনেক দিনের শূন্যস্থান পূরণ করবে বলে আমার বিশ্বাস।
প্রেমের পাশাপাশি আরেকটি গল্পও এখানে পাশাপাশি সমান্তরালে চলতে থাকে। যেটা আপনার কখনই অসামঞ্জস্যপূর্ন মনে হবে না। বরং একটা আরেকটার পরিপূরক। যেমন পানি ছাড়া সরবত হয় না, তেমনি হালদায় প্রেমের গল্প দেখানো হচ্ছে সেখানে হালদাকে নিয়ে গল্পটা না বললে প্রেমটাও থাকে না। সেই অর্থে চলচ্চিত্রের নামকরণ শতভাগ সার্থক। যে প্রেমের শুরু হত না হালদা না থাকলে, সেই প্রেমটা শেষও কিন্তু হয় হালদায়। তবে মনে প্রশ্ন থেকে যায় এই যে প্রেমের শেষ বললাম প্রেম কি আদৌ সেখানে শেষ হয়। আমার মনে হয় এই প্রশ্নটা হালদা দেখে বের হওয়া সব দর্শকের মাথাতেই ছিল। শেষ দৃশ্য দেখে আমরা এতটাই হতবিহ্ববল ছিলাম যে করতালি দিতে কিছুটা দেরী হয়ে গিয়েছিল।
গম গম লার
আপাদমস্তক চাটগার ভাষায় দৃশ্যায়িত হওয়া এই সিনেমা বুঝে ওঠাটা প্রথম প্রথম একটু কঠিনই মনে হচ্ছিল। তবে সাবটাইটেল অনেকখানি সহায়তা করেছে, যদিও কিছু বানান ভুল ছিল। আর সাবটাইটেলে মুভি দেখার একটা সমস্যা হচ্ছে ঠিকঠাক উপভোগ করা যায় না। যাই হোক ভাষাগত এই দূরত্ব (আমি বৃহত্তর বরিশালের, বড় হয়েছি ঢাকায়) প্রায় পুরোটাই লাঘব হয়েছে অভিনেতাদের প্রানবন্ত অভিনয়। সিনেমাটোগ্রাফির কথা নাই বললেই নয়। আমি বোদ্ধা সমালোচক নই। সামান্য দর্শক মাত্র। আমার কাছে সিনেমাটোগ্রাফি মানে চোখের মুগ্ধতা। এই মুগ্ধতা শুরু থেকে শেষ পর্যন্ত অটুট ছিল। বিশেষ করে আলোছায়ার খেলা, বৃষ্টি, গানের দৃশ্যায়ন, কস্টিউম সব মিলিয়ে চমৎকার এক মনোমুগ্ধকর সিনেমা। পাশাপাশি আবহ সংগীতও ছিল ভালো লাগার মত।
প্রেমের আগুন
অভিনয়ের কথা একটু বিস্তারিত প্রয়োজন। হালদার মূল চরিত্র অভিনয় করেছে তিশা, মোশাররফ করিম এবং জাহিদ হাসান। এছারো গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু, দিলারা জামান, রুনা খান প্রমুখ। চরিত্র বিচারে এদের কেউই কারো থেকে কম নয়। সবার মধ্যে যেন একটা প্রতিযোগীতা ছিল প্রাণবন্ত অভিনয়ের। তবে তিশার অভিনয়ই এখানে সবচেয়ে ভালো লেগেছে। ফজলুর রহমান বাবু বরাবরের মতই দুর্দান্ত। নেগেটিভ রোলে জাহিদ হাসান এবং রুনা খান দু'জনই চমৎকার অভিনয় করেছেন। যদিও জাহিদ হাসানের চাটগার ভাষার কিছুটা অমিল ছিল অন্যান্যদের চাইতে। তবে সেই অমিল সামান্যই এবং চোখে পড়ার মত নয়। জাহিদ হাসানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান যাকে আমার একই সাথে দ্বৈত চরিত্র মনে হয়েছে। ভালো খারাপের মিশেল।
এবার আসা যাক, ভালো লাগার কিছু দৃশ্য এবং গান। পুরো মুভিটাই ভালো লেগেছে তবে মুভির শেষদিকে হাসু এবং বদির একান্তে কাটানো কিছু সময়ের দৃশ্য এবং হালদা নদী ও নদীপাড়ের কিছু দৃশ্য ছিল অসাধারণ। দেখতে দেখতে মনে হচ্ছিল সামনের বছরের ট্যুরিস্ট আকর্ষনের অন্যতম জায়গা হতে যাচ্ছে হালদা। গানগুলোর কথা কি বলব ! যে ইউটিউব ভার্সনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো এডিটেড ভার্সন। মুভিতে গানগুলো আরো সুন্দর এবং অনেক বেশি প্রাসঙ্গিক। বিশেষ করে প্রেমের আগুন গানটায় পিন্টু ঘোষ যে দরদ ঢেলেছেন তা শ্রোতাকে টেনে রাখে চুম্বকের মতন। আবার নোনা জল গানটায় যে বেদনার ছোঁয়া পাওয়া যাবে সেটা আপনার অন্তরে দহন জাগাবে।
নোনা জল
পরিশেষে, হালদার যে অন্য গল্প সেটা নিয়ে কিছু বলা যাক। হালদা আমাদের মাছেদের অভয়ারন্য। এখানে মাছ ধরা নিষেধ। অন্য নদী থেকে মাছেরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে হালদায় আসে ডিম ছাড়তে। বছরের নির্দিষ্ট সময়ে বিভিন্ন জাতের মাছ এখানে ডিম ছাড়ে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের লোভ আর অপরিকল্পিত নগরায়ন এই নদীটিকে মেরে ফেলছে। ঠিক যেমন আমাদের অন্য নদীগুলোকেও আমরা মেরে ফেলছি। কিন্তু এর ফল কি ? গুটিকয় মানুষের লোভের বলি হয়ে মাছের এই অভয়ারন্য ধ্বংস করে যার লাভ করার সে তো তার আখের গুছিয়ে ফেলছে কিন্তু সাধারণ মানুষ, জেলে ? তাদের ভবিষ্যত কি ? এই প্রশ্নগুলোই নির্মাতা করেছেন বিভিন্নভাবে। আমাদের ভাবা উচিত। নিজেদের ক্ষতি কি এভাবে অব্যাহত থাকবে নাকি আমরা রুখে দাড়াবো? রুখে দাড়াবো সমাজপতিদের অন্যায় দাপট?
হলে গিয়ে দেখে আসুন। নইলে পরে আফসোস করবেন।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
আরিফ রুবেল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। দেখে ফেলেছেন ? কেমন লাগল জানাবেন।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ডুব বা ঢাকা অ্যাটাক নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু কোনোটার জন্যেই আমার আগ্রহ জাগেনি। আপনার বর্ণনা পড়ে এখন মনে হচ্ছে হালদা দেখতেই হবে।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
আরিফ রুবেল বলেছেন: ডুব কিংবা ঢাকা অ্যাটাক নিয়ে এত লেখালেখির পর আপনার আগ্রহ না জাগায় কিছুটা অবাকই হলাম। তবে আমার লেখা যেহেতু আপনার মত চুজি দর্শকের মধ্যেও আগ্রহ তৈরি করতে পেরেছে সেহেতু ব্লগার হিসেবে ব্লগটি লিখে আমি তৃপ্ত।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
রাসেল গাজী বলেছেন: আমিও আজকে দেখে এলাম । অসাধারন একটা মুভি।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
আরিফ রুবেল বলেছেন: নিঃসন্দেহে অসাধারণ একটা মুভি। বাংলাদেশে সিনেমা বানাতে গিয়ে যত ধরণের প্রতিকূলতা একজন পরিচালককে পোহাতে হয় তাতে ভালো সিনেমা বানানোটা খুবই কষ্টকর। সিনেমা বানালেও মাণসম্পন্ন সিনেমা পাওয়া দুষ্কর। সেই জায়গায় তৌকির আহমেদ যা করে দেখালেন! হ্যাটস অফ !
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১১
জাহিদ অনিক বলেছেন:
না এখনও দেখা হয় নাই।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০১
আরিফ রুবেল বলেছেন: দেখা হলে জানাবেন কেমন লাগল।
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: হায় হায়। আমি এতদিন ভেবে এসেছি হালদা পশ্চিম বংগের কোন ছবি। এই রকম নাম দেখে।
০৩ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩
আরিফ রুবেল বলেছেন: হাহাহাহাহা ! ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার !
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
জাহিদ অনিক বলেছেন:
পজেটিভ রিভিউ ভালো লাগলো। দেখতে যাওয়ার ইচ্ছে আছে।
ধন্যবাদ।