নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন বৈচিত্রময়। জীবনের বিচিত্র সব গল্প বলতে পারাটা একটা গুন আর সবার সেই গুনটা থাকে না। গল্প বলার অদ্ভুত গুনটা অর্জনের জন্য সাধনার দরকার। যদিও সবার জীবন সাধনার অনুমতি দেয় না, তবুও সুযোগ পেলেই কেউ কেউ সাধনায় বসে যায়। আমিও সেই সব সাধকদের একজন হতে চাই।

আরিফ রুবেল

সময় গেলে সাধন হবে না

আরিফ রুবেল › বিস্তারিত পোস্টঃ

আপনার কি মনে হয়?

১৮ ই মার্চ, ২০২৪ রাত ৮:৩৭



ধরেন, একটা প্লেন দুর্ঘটনায় প্লেনে থাকা সকল যাত্রী নিহত হলেন। দুর্ঘটনায় নিহতরা সকলেই বাংলাদেশের নাগরিক।

কেইস এক: প্লেনটিতে ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া দলের খেলোয়ার ও কর্মকর্তারা

কেইস দুই: প্লেনটিতে ছিল দেশের ব্যবসায়ী কমিউনিটির সব হোমড়া চোমড়ারা

কেইস তিন: প্লেনটিতে ছিল মিশ্র পেশাজীবী যারা বিভিন্ন ব্যাক্তিগত প্রয়োজনে দেশের বাইরে থেকে কেউ পরিবারের সাথে বা কেউ একাকি ভ্রমন করছিলেন

কেইস চার: প্লেনটিতে ছিল দেশের প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ মন্ত্রী ও আমলারা

কেইস পাচ: প্লেনটিতে ছিল সংশ্লিষ্ট দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মানুসারীদের (এখানে ধরুন ইসলাম ধর্মীয়) জনপ্রিয় ধর্মগুরু ও অন্যান্য সফরসঙ্গীগণ

কেইস ছয়: প্লেনটিতে ছিল একদল প্রবাসী শ্রমিক যারা কাজের খোজে প্রবাসে গিয়েছিলেন।

এখন প্লেনে থাকা মৃত যাত্রীদের পরিচয়ের সূত্র ধরে প্রতিক্রিয়া কেমন হবে?
সততার সাথে বলবেন কোন কেইসে আপনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন আর কোন কেইসে সবচেয়ে কম? কেন? আমি তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানতে চাচ্ছি।

যদি প্লেন দুর্ঘটনার সময়কার ভিডিও পাওয়া যায় যেখানে মৃত্যুর আগে যাত্রীদের যন্ত্রনায় ছটফট করার দৃশ্য সংযুক্ত আছে
তাহলে কি আপনি সেটা শেয়ার করবেন?

কিংবা দুর্ঘটনায় মারা যাওয়া কারো প্লেনে ওঠার আগে করা সাধারন ভিডিও বা ফেসবুক পোস্ট কি আপনি শেয়ার করবেন? কেন করবেন?


এমনিতেই জিজ্ঞেস করলাম।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ১২:০৩

অপু তানভীর বলেছেন: সত্যিই বলতে কি প্লেনে যদি আমার কাছে এবং পরিচিত মানুষ না থাকে তাহলে আমার তেমন কিছুই মনে হবে না । ক্ষণিকের জন্য একটু হয়তো বিষাদ জাগবে মনে, তবে সেটা সামান্য সময়ের জন্যই ।

১৯ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৩৯

আরিফ রুবেল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

২| ১৯ শে মার্চ, ২০২৪ রাত ২:২৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমার প্রতিক্রিয়া সবক্ষেত্রেই একই হবে। তবে ৩য় ও ৬ষ্ঠ ক্ষেত্র ছাড়া বাকিগুলোতে সোশ্যাল ও ইলেক্ট্রিক মিডিয়ায় বেশি আলোচনা হবে, বেশি-দিন-ব্যাপি আলোচনা টিকে থাকবে।

১৯ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৩৯

আরিফ রুবেল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ১৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: না আমি কিছু শেয়ার করবো না।
চুপ থাকবো।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৩৭

আরিফ রুবেল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৪| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১১:২৭

আমি ব্লগার হইছি! বলেছেন: সব ক্ষেত্রেই সমান কষ্ট পাবো। তবে ভিডিও শেয়ার করবো না।

২১ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৩৭

আরিফ রুবেল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। সবক্ষেত্রে সমান কষ্ট পাবার ব্যাপারটা আপনাকে পেতে দেয়া হবে না।
যেমন বেইলি রোডের অগ্নিকাণ্ড আপনি যেভাবে কানেক্ট করবেন গাজীপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরন একইভাবে কানেক্ট করতে পারবেন না। এখানে মিডিয়া একটা ফ্যাক্টর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.