নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

স্ট্রিট ফটোগ্রাফি-০১

২৮ শে জুলাই, ২০১৭ রাত ১:১৯

১.


ক্লান্ত বিকেল, নন্দন, কোলকাতা, ভারত, ২০১৭। দারুণ মনোমুগ্ধকর গাছ কেটে বানানো অসাধারণ শিল্পকর্মটি। শিল্পীকে অশেষ শ্রদ্ধা। ছবিটি যেমন তুলেছি, মানে কাটাকাটি, এডিটিং কিছু হয়নি।

২.


একটি সুখী গ্রুপ পোর্ট্রেট। জানি ওরা আর কেউ অমন নেই। সবাই আজ বড় হয়ে গেছে। ঢাকা, ২০১৪।

৩.


অতি সাধারণ একটি নিষ্প্রাণ দিন। কমলাপুর রেল স্টেশন, ঢাকা, ২০১৭। শীতকালের ছবি। কয়েকমাস আগে তোলা।

৪.


ঢাকার কোনও একটি ছোট রেস্টুরেন্টে পড়ন্ত এক বিকেলবেলা। সন্ধ্যার আলো জ্বলে উঠেছে। ২০১৬।

৫.


ভদ্রলোক গভীর পর্যবেক্ষণ করছে রাস্তাঘাট। ভাঙাচোরা রাস্তা মেরামত করা দরকার না! কবে যে টনক নড়বে কর্তৃপক্ষের! হা হা হা। ঢাকা, ২০১৬।

৬.


লক্ষ লক্ষ মানুষ। ধুন্ধুমার বেচাকেনা। অবিরাম অগণন মানুষের আসা যাওয়া আসা যাওয়া। শান্তি নেই শান্তি নেই। এই হলো ঢাকার গুলিস্তান। ২০১৩। ছবিটি যেমন তুলেছি, মানে কাটাকাটি, এডিটিং কিছু হয়নি।

৭.


সড়ক দাঁড়িয়ে থাকে, জীবন সতত বহমান। হাওড়া ব্রিজ, ভারত, ২০১৬। ওখানে ছবি না তোলাই ভালো। নিষিদ্ধ। মোবাইল ফোন দিয়ে লুকিয়ে তোলা। ক্যামেরা বের করার আর সাহস হয়নি ফটোগ্রাফি নিষিদ্ধের সাইনবোর্ড দেখে।

৮.


এক টুকরো শৈশব। নিশ্চিন্ত নির্ভার, দারুণ সুখের সেই সময়। খুব ছোট্ট। একবার চলে গেলে আর ফেরে না, কোনদিন ফেরে না। ঢাকা, ২০১৭।

দুঃখিত, সবই মোবাইল ফোনে তোলা। কোয়ালিটি তেমন ভালো হবে না।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৪৮

নিরব জ্ঞানী বলেছেন: দারুন সব স্ট্রিট ফটোগ্রাফি!! সকাল বেলা মনটাই ভাল করে দিলেন। :)

২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৪

অর্ক বলেছেন: সুখী হলাম জেনে। অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

২| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২৪

নাগরিক কবি বলেছেন: চিরচেনা সব পথ গুলো স্মৃতিকে বড্ড নাড়া দেয়। ধন্যবাদ অর্ক ভাই।

২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৩

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা নাগরিক কবি। ভালো থাকুন।

৩| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৯

জগতারন বলেছেন:
ছবিগুলো দেখে ও বর্ণনা পড়ে ভালো লাগা জানানো হলো।

২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২১

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা জগতারন। বেশ অনেকদিন পর আপনার মন্তব্য পেলাম। ভালো লাগলো। ভালো থাকবেন।

৪| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোই হয়েছে ভাই ছবিগুলো। সাদাকালো মতন লাগছে কেন!!

২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা নাঈম জাহাঙ্গীর নয়ন। স্ট্রিট ফটোগ্রাফি সাধারণত সাদাকালোই হয়।

৫| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২২

প্রোলার্ড বলেছেন: ৭ নং ছবির পিচ্চি মেয়েটা মনে হয় তাহসানের এক্স-ওয়াইফ মিথিলা বা মুন্নাভাইয়ের চিংকির ছোটকালের ছবি

২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২০

অর্ক বলেছেন: আমার ব্লগে আপনার মন্তব্য করা দরকার নেই।
আমার ব্লগে আপনার মন্তব্য করা দরকার নেই।
অন্যদের ব্লগ দেখেন।
ধন্যবাদ।

৬| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর এসেছে। +।

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫১

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা সুমন কর।

৭| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর সব ছবি।

২৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫২

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রাজীব নুর।

৮| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর শেয়ার।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৭

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়। ভালো থাকুন সবসময়।

৯| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১

নীল বরফ বলেছেন: দারুণ করে তোলা ছবিগুলো!.

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

অর্ক বলেছেন: আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন অনেক।

১০| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬

নীল-দর্পণ বলেছেন: ছবিগুলোয় পুরনো ফ্লেভার পাওয়া গেল সাদাকালোর জন্যে। আপনি এভাবেই তুলেন সব সময়। ভিন্ন রকম। :)

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২০

অর্ক বলেছেন: আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। ভালো থাকুন অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.