নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

কিছু কি বলার ছিল

২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৩




কিছু কি বলার ছিল
সেদিন সেই রোদ ঝলমলে বিকেলে
কোলাহলময় মার্কেট
কফির পেয়ালা হাতে
আমি বসেছিলাম একা
অদূরে তুমি বারবার আড়চোখে
তাকাচ্ছিলে আমার দিকে,
এভাবে তাকানোর কোনও
মানেই হয় না
আমি অতি সাধারণ একজন মানুষ
নই কেউকেটা কেউ
যে বারবার ওভাবে আড়চোখে
তাকাবে আমার দিকে
অমন মুগ্ধতা নিয়ে!

কিছু কি বলার ছিল
রোদ পড়ে গিয়েছিল প্রায়
সূর্য অস্তগামী
আকাশে তার উজ্জ্বল লালিমা;
গতানুগতিক একটি দিন
বিশেষত্ব নেই কোনও,
তোমার স্মিত লাজুক হাসি
বারবার আড়চোখে তাকানো,
অগণ্য মানুষ চারপাশে
বোধহয় কোনও শুক্রবার ছিল সেটা
মুখর করিডোর, দুয়েকটি বাতি।

কিছু কি বলার ছিল
জানি ছিল
হয়তো বলেওছিলে তা,
কিন্তু আমি যে বুঝি না চোখের ভাষা
ইশারায় কথা বলা
ইশারায় ভালবাসাবাসি!
যদি আবার কখনও ফাগুন আসে
যদি আবার কখনও ফিরে পাই
সেই পড়ন্ত বিকেলবেলা
সেই মার্কেট, মুখোমুখি তুমি আমি
তবে সব সঙ্কোচ দ্বিধা দ্বন্দ্ব ভুলে
আমাকে অকপটে মুখ ফুটে ব'লো,
তোমার সে না বলা কথা।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই। কবিতা হয়েছে খাসা +++++

২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভকামনা নাঈম জাহাঙ্গীর নয়ন।

২| ২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

ওমেরা বলেছেন: আপনি কেন তাকাচ্ছিলেন আগে সেটা বলেন !!!!

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:০২

অর্ক বলেছেন: উহ আপনি বোঝেননি। তিনি আমার সামনে ছিলেন, কিন্তু আমি তার সামনে ছিলাম না।
'আড়চোখ!'
কবিতাটা আরেকবার পড়ে বলবেন, কেমন হয়েছে? শুধু লিখেছি আর পোস্ট করেছি। ভালো খারাপ যাই হোক চর্চা চালিয়ে যাবো।
অনেক ধন্যবাদ।

৩| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৭

সনেট কবি বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা +++++

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫১

অর্ক বলেছেন: প্রাণ ভরে উঠলো শ্রদ্ধেয় কবির প্রশংসায়! অশেষ শ্রদ্ধা ও শুভকামনা গ্রহণ করুণ মাননীয়।

৪| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দকবিতা।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৮

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা বন্ধুবর।

৫| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৬

ওমেরা বলেছেন: আগে যাও বুঝেছিলাম এখন যা বল্লেন এটুকুর তিনি আমার সামনে ছিলেন, কিন্তু আমি তার সামনে ছিলাম না।
'আড়চোখ
!' কিছ্ছুই বুঝলাম না ।

াআমি তো কবিতাই বুঝি ´না , তাই আমার ভাল লাগা বা খারাপ লাগা দিয়ে কবিতার মান নির্নয় করা যাবে না ।

সাধারন ভাবে আমার কাছে যেটা পড়তে ভাল লাগে বা মজা পাই সেটাকেই ভাল বলি ।

াপনার কবিতা আমার কাছে ভাল লেগেছে ।

৩০ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৩

অর্ক বলেছেন: আরে আপনি তো কবিতার বাজার! আপনার ভালো লাগা যে কী গুরুত্বপূর্ণ আপনি জানেন না!
আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৬| ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৫

জুন বলেছেন: অর্ক,
ইশারায় বলা কথা বুঝতে অনেকেরই কষ্ট হয় তার চেয়ে সরাসরি বলাই ভালো যেমন আপনি লিখেছেন
আমাকে অকপটে মুখ ফুটে ব'লো,
কবিতাটি অনেক ভালোলাগলো ।
+

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৭

অর্ক বলেছেন: হা হা হা। একেবারে মনের কথাটাই বলেছেন জুন আপু! অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৭| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪১

বিজন রয় বলেছেন: কিছু বলার অবশ্যই ছিল, সেজন্যই তো কবি এতগুলো কথা বলতে পারলেন।

তবে স্থানটি মার্কেট না হয়ে কোন খোলা প্রান্তর হলে আরো ভাল লাগত।

ভাললাগা জানিয়ে গেলাম।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৯

অর্ক বলেছেন: ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ ও শুভকামনা কবি বন্ধু বিজন রয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.